This office is controlled by _____ aristocrats.
A
haughty
B
pedant
C
edify
D
soggy
উত্তরের বিবরণ
Complete sentence: This office is controlled by haughty aristocrats। "Haughty" একটি adjective যা এমন আচরণ বোঝায় যেখানে কেউ অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে এবং অন্যের প্রতি বন্ধুত্বহীন বা অহংকারী আচরণ করে।
-
Haughty
-
English Meaning: Behaving in an unfriendly way towards other people because you think that you are better than them
-
Bangla Meaning: উদ্ধত; অহংকারী
-
Synonyms: Arrogant (অহংকারী), Pompous (গর্বিত), Superior (শ্রেষ্ঠ), Lofty (দাম্ভিক), Chesty (মেজাজী, জেদী, একগুঁয়ে)
-
Antonyms: Humble (বিনয়ী), Shy (লাজুক), Timid (ভীতু), Meek (নম্র), Diffident (দ্বিধাগ্রস্থ)
-
Other Forms: Haughtily [হটিইলি] (adverb), Haughtiness (noun)
-
Example Sentence: He replied with haughty disdain
-
-
Other options for comparison:
-
Pedant (noun)
-
English Meaning: A person who is too concerned with small details or rules especially when learning or teaching
-
Bangla Meaning: যে ব্যক্তি পুঁথিগত বিদ্যা ও নিয়ম অনুশাসনের বিষয়ে অত্যন্ত কঠোর; গোঁড়া স্কুলশিক্ষক
-
-
Edify (verb intransitive)
-
English Meaning: To improve people’s minds or characters by teaching them about something
-
Bangla Meaning: নৈতিক অথবা মানসিক উন্নতিসাধন করা
-
-
Soggy (adjective)
-
English Meaning: Wet and soft, usually in a way that is unpleasant
-
Bangla Meaning: (বিশেষত মাটি) পানিতে ভারী হয়ে আছে এমন
-
-

0
Updated: 17 hours ago
The class ___ not prepared for the examination.
Created: 2 weeks ago
A
is
B
are
C
have
D
were
The complete sentence is The class is not prepared for the examination।
-
Group Nouns যেমন: class, crowd, committee, team, public, population, army, navy, mob, family, audience, majority, minority ইত্যাদি সাধারণত একক (singular) ধরা হয়, যখন পুরো গ্রুপকে সামগ্রিকভাবে বোঝানো হয়।
-
যদি গ্রুপের সদস্যদের পৃথকভাবে বিবেচনা করা হয়, তখন plural verb ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
The class is not prepared for the examination.
-
The committee is ready for the meeting.
-
The jury consists of nine persons। (Collective noun, singular)
-
The jury were divided in their opinion। (Noun of multitude, plural)
-
-
অন্যান্য বিকল্প:
-
খ) are, গ) have, ঘ) were – এগুলো plural auxiliary verbs, কিন্তু এখানে singular verb “is” সঠিক।
-

0
Updated: 2 weeks ago
Five months have passed since they ____ their new car.
Created: 4 days ago
A
buy
B
brought
C
bought
D
had bought
• সঠিক উত্তর: bought
• Complete sentence: Five months have passed since they bought their new car.
ব্যাখ্যা:
-
Since-এর পরে সাধারণত Past Indefinite tense ব্যবহৃত হয়, যখন Since-এর পূর্ববর্তী clause Present Perfect বা Present Indefinite tense-এ থাকে।
-
উদাহরণ:
-
Ten years have passed since they started their own business.
-
Five years have passed since she adopted her dog from the shelter.
-
অন্য অপশনগুলো ভুল কারণ:
-
buy → Present tense, এখানে ব্যবহার করা যায় না।
-
brought → “bring” এর অতীতকালে ব্যবহৃত ভুল রূপ।
-
had bought → Past perfect, এখানে দরকার নেই।

0
Updated: 4 days ago
While he _________ in the garden, a snake bit him.
Created: 2 days ago
A
walks
B
walked
C
walking
D
was walking
সঠিক উত্তর: ঘ) was walking
সম্পূর্ণ বাক্য:
While he was walking in the garden, a snake bit him.
ব্যাখ্যা:
-
While যুক্ত বাক্যে, যদি while-এর পরে subject থাকে, তাহলে while-এর অংশটি Past Continuous Tense হয়।
-
উদাহরণ: While he (walk) in the garden, a snake bit him.
-
সঠিক রূপ: While he was walking in the garden, a snake bit him.
-
-
সাধারণ নিয়ম: While-এর ঠিক পরেই ক্রিয়ার সাথে -ing যোগ হয়।
-
উদাহরণ: While (walk) in the garden, a snake bit him → While walking in the garden, a snake bit him.
-
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা:
-
ক) walks → Present Simple Tense; ভুল কারণ বাক্যটি অতীত ঘটনা নির্দেশ করছে।
-
খ) walked → Past Simple Tense; সম্পূর্ণ কাজ বোঝায়, কিন্তু "while" সাধারণত continuous action-এর সাথে ব্যবহার হয়।
-
গ) walking → শুধু gerund বা present participle, কিন্তু বাক্যের ক্রিয়া হিসেবে পূর্ণ নয়।

0
Updated: 2 days ago