"Less complicated word (phrase)" অর্থ হলো কম জটিল বা সহজভাবে বোঝার যোগ্য শব্দ বা বাক্যাংশ।
মূল বিষয়গুলো:
-
বোঝায় এমন শব্দ বা বাক্যাংশ যা সহজে বোঝা যায়।
-
প্রায়ই ব্যবহার হয় বিষয় বা ধারণাকে সরলভাবে প্রকাশ করার জন্য।
What is the meaning of the phrase 'Over and over again'?
A
Extreme and not suitable.
B
Again and again.
C
Creating unexpected problems.
D
Intentionally blaming others.
উত্তরের বিবরণ
Over and over again কথাটির অর্থ হলো again and again বা বারবার। এটি এমন কোন কাজ বা ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা বারবার পুনরায় ঘটে।
Over and over again
English Meaning: again and again
Bangla Meaning: বারবার
Other phrases for comparison:
Over the top
English Meaning: to an excessive or exaggerated degree / too extreme and not suitable
Bangla Meaning: অতিরঞ্জিত / প্রয়োজনের অতিরিক্ত
Pandora's box
English Meaning: something that creates a lot of new problems that someone did not expect
Bangla Meaning: চিন্তাও করে নি এমন সমস্যার উদ্ভব
Pass the buck
English Meaning: to blame someone or make them responsible for a problem that others should deal with
Bangla Meaning: অন্যায়ভাবে দোষারোপ করা / এক জনের দোষ অন্যের ঘাড়ে চাপানো
0
Updated: 1 month ago
Identify the phrase type:
The girl with blue eyes is my cousin.
Created: 1 month ago
A
Adjective Phrase
B
Adverbial Phrase
C
Gerund Phrase
D
Noun Phrase
The correct answer is ক) Adjective Phrase।
"with blue eyes" অংশটি “the girl” কে বর্ণনা করছে।
এটি একটি prepositional phrase, কিন্তু এখানে এটি একটি noun (girl)-কে modify করছে, তাই এটিকে Adjective Phrase বলা হয়।
বাক্যটির মূল কাঠামো:
Subject: The girl with blue eyes
Verb: is
Complement: my cousin
অন্যান্য বিকল্প:
খ) Adverbial Phrase
যে phrase কোনো verb বা adjective-কে modify করে তাকে adverbial phrase বলে
উদাহরণ: He ran with a high speed
গ) Gerund Phrase
যে phrase gerund-এর মত কাজ করে তাকে gerund phrase বলে
উদাহরণ: Swimming in the lake is a great way to exercise
ঘ) Noun Phrase
যে phrase noun-এর মতো কাজ করে তাকে noun phrase বলে
উদাহরণ: My best friend helped me with my homework
0
Updated: 1 month ago
If you want to follow your argument I suggest you use less --- words.
Created: 6 days ago
A
conspicuous
B
complicated
C
confused
D
concerned
0
Updated: 6 days ago
To rise early is a good habit. The underlined part is -
Created: 1 month ago
A
Adverb phrase
B
Adjective phrase
C
Noun phrase
D
Verb phrase
সঠিক উত্তর: গ) Noun Phrase
বাক্যে এটি subject হিসেবে কাজ করছে, আর subject সবসময় noun বা noun equivalent হয়।
তাই এটি Noun Phrase।
Noun Phrase:
Noun Phrase হলো এমন শব্দের সমষ্টি যা একটি noun-এর মতো কাজ করে।
এগুলো বাক্যে verb-এর subject, object, বা complement হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া এগুলো preposition-এর object হিসেবেও থাকতে পারে।
Subject হিসেবে উদাহরণ:
To take physical exercise in the morning daily is good for health.
The reading of newspapers is a good habit.
Swimming in the river is dangerous.
To walk in the morning is a good exercise.
To rise early is a good habit.
His coming here is uncertain.
The news of his having a good neighbor pleases me.
উল্লেখ্য: শুধুমাত্র Noun Phrase সংজ্ঞা জানা যথেষ্ট নয়; বাক্যে এটি কীভাবে ব্যবহার হয়, তা বোঝাও জরুরি।
0
Updated: 1 month ago