একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 180 মিটার এবং প্রস্থ 120 মিটার হলে, এর ক্ষেত্রফল কত হেক্টর হবে?
A
3.50 হেক্টর
B
2.16 হেক্টর
C
1.52 হেক্টর
D
৪.২৫ হেক্টর
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
180 মিটার এবং প্রস্থ 120 মিটার
হলে, এর ক্ষেত্রফল কত
হেক্টর হবে?
সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য = 180 মি
প্রস্থ = 120 মি
আমরা জানি,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= 180 × 120
= 21600 বর্গমিটার
এখন,
1 হেক্টর = 10000 বর্গমিটার
∴
ক্ষেত্রফল = 21600 ÷
10000
= 2.16 হেক্টর

0
Updated: 17 hours ago
x2 + px - 15 রাশিটির একটি উৎপাদক x + 5 হলে, p এর মান কত?
Created: 2 weeks ago
A
2
B
5
C
10
D
4
প্রশ্ন:
x2 + px - 15 রাশিটির
একটি উৎপাদক x + 5 হলে, p এর মান কত?
সমাধান:
ধরি, f(x) = x2 +
px - 15
x + 5, f(x) এর একটি উৎপাদক বলে
উৎপাদকের উপপাদ্য অনুযায়ী, f(- 5) = 0 হবে।
f(- 5) = (- 5)2 + p(- 5) - 15
= 25 - 5p - 15
= 10 - 5p
শর্তমতে,
10 - 5p = 0
⇒
10 = 5p
⇒
p = 10/5
⇒
p = 2

0
Updated: 2 weeks ago
a - b = 3 এবং ab = 88 হলে a2 - b2 এর মান কত?
Created: 4 weeks ago
A
51
B
57
C
- 63
D
65
প্রশ্ন: a - b = 3 এবং ab = 88 হলে a2 - b2 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
a - b = 3 এবং ab = 88
আমরা জানি,
(a + b)2 = (a - b)2 + 4ab
⇒ (a + b)2 = (3)2 + (4 × 88)
⇒ (a + b)2 = 9 + 352
⇒ (a + b)2 = 361
⇒ √(a + b)2 = √361
⇒ a + b = 19
∴ a2 - b2 = (a + b)(a - b) = (19 × 3) = 57

0
Updated: 4 weeks ago
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
Created: 1 month ago
A
৩০°
B
৬০°
C
৯০°
D
১২০°
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
সমাধান:
একটি কোণ y হলে, তার সম্পূরক কোণ = 180° - y
প্রশ্নানুসারে,
y = (180° - y)/2
বা, 2y = 180° - y
বা, 2y + y = 180°
বা, 3y = 180°
∴ y = 60°

0
Updated: 1 month ago