A
strong attack
B
severe attack
C
serious kind
D
bad attack
উত্তরের বিবরণ
• Complete Sentence: He had a severe attack of fever.
• Severe- English Meaning: causing very great pain, difficulty, worry, damage, etc.; very serious.- Bangla Meaning: তীব্র, কঠোর।
- সাধারণত আবহাওয়া ও রোগের অবস্থা বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়। সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - severe attack.
• Severe
- সাধারণত আবহাওয়া ও রোগের অবস্থা বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়।

0
Updated: 2 months ago
Which of the following sentences is correct?
Created: 1 week ago
A
Why have you done this?
B
Why you had done this?
C
Why you have done this?
D
Why did you done this?
সঠিক উত্তর: Why have you done this?
WH-প্রশ্নবোধক বাক্যের গঠন:
গঠনরীতি:
WH-word + Auxiliary Verb + Subject + Main Verb + Object/Other Elements + (?)
-
এখানে প্রশ্নটি "Why" দিয়ে শুরু হয়েছে, যা একটি WH-word।
-
বাক্যটি প্রশ্নবোধক হওয়ায় Auxiliary verb (have) এর পর Subject (you) এবং Main verb (done) ব্যবহৃত হয়েছে।
-
শেষে বসেছে object বা বাক্যের অন্যান্য অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন (question mark)।
উদাহরণসমূহ:
-
Where has she gone for the vacation?
-
WH-word: Where
-
Auxiliary: has
-
Subject: she
-
Principal Verb: gone
-
-
Why have they not completed their assignments?
-
WH-word: Why
-
Auxiliary: have
-
Subject: they
-
Principal Verb: completed
-
-
How long have you lived in this city?
-
WH-word: How long
-
Auxiliary: have
-
Subject: you
-
Principal Verb: lived
-
-
Who has helped you with your project?
-
WH-word: Who
-
Auxiliary: has
-
Subject: you
-
Principal Verb: helped
-

0
Updated: 1 week ago
Choose the correct option: By the time we arrive, the movie...
Created: 3 months ago
A
Has started
B
Had started
C
will have started
D
Will start
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started

0
Updated: 3 months ago
Choose the correct sentence.
Created: 4 months ago
A
The man that said that was a fool
B
The man who said that was a fool
C
The man that said that was a fool
D
The man which said that was a fool
Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে৷
সুতরাং সঠিক বাক্যটি হবে, The man who said that was a fool.

0
Updated: 4 months ago