10 ওয়াটের একটি মিনি ফ্যান দৈনিক 8 ঘণ্টা চললে 2 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
A
8 Kwh
B
0.8 Kwh
C
0.16 Kwh
D
1.6 Kwh
উত্তরের বিবরণ
প্রশ্ন: 10 ওয়াটের একটি মিনি ফ্যান দৈনিক 8 ঘণ্টা চললে 2 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
সমাধান:
দেওয়া আছে,
ক্ষমতা, P = 10 ওয়াট
সময়, t = 8 × 2 = 16 ঘণ্টা
আমরা জানি,
W = Pt
= 10 × 16
= 160 W-h
= 160/1000 Kw-h
= 0.16 Kw-h

0
Updated: 17 hours ago
A প্রান্তে
কত কেজির ভর স্থাপন করলে
দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে?
Created: 11 hours ago
A
5 কেজি
B
6.2 কেজি
C
7.5 কেজি
D
8 কেজি
প্রশ্ন: A প্রান্তে কত কেজির ভর স্থাপন করলে দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে?
সমাধান:
A প্রান্তে 7.5 কেজি ভর স্থাপন করলে দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে
ধরি,
ভর স্থাপন করতে হবে = x কেজি
প্রশ্নমতে,
20x = (12 × 5) + (15 × 6)
⇒ 20x = 60 + 90
⇒ 20x = 150
⇒ x = 150/20
⇒ x = 7.5

0
Updated: 11 hours ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 week ago
A
35
B
48
C
47
D
50
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 50
প্রথম চিত্রে,
(6 × 3) + (5 × 15)
= 18 + 75
= 93
দ্বিতীয় চিত্রে,
(9 × 6) + (7 × 5)
= 54 + 35
= 89
তৃতীয় চিত্রে,
(4 × 8) + (18 × 1)
= 32 + 18
= 50

0
Updated: 1 week ago
একটি এলাকায় বাজারের অবস্থান স্কুলের সোজা পূর্বদিকে এবং মাদ্রাসার অবস্থান বাজারের সোজা উত্তরদিকে। যদি ইদ্গাহের অবস্থান স্কুলের সোজা দক্ষিণ দিকে হয় তাহলে মাদ্রাসার সাপেক্ষে ইদ্গাহের অবস্থান কোনদিকে?
Created: 2 weeks ago
A
উত্তর-পূর্ব
B
দক্ষিণ
C
দক্ষিণ-পূর্ব
D
দক্ষিণ-পশ্চিম
প্রশ্ন: একটি এলাকায় বাজারের অবস্থান স্কুলের সোজা পূর্বদিকে এবং মাদ্রাসার অবস্থান বাজারের সোজা উত্তরদিকে। যদি ইদ্গাহের অবস্থান স্কুলের সোজা দক্ষিণ দিকে হয় তাহলে মাদ্রাসার সাপেক্ষে ইদ্গাহের অবস্থান কোনদিকে?
সমাধান:
ইদ্গাহের অবস্থান হবে মাদ্রাসার দক্ষিণ-পশ্চিম দিকে।

0
Updated: 2 weeks ago