"স্নুষা" শব্দটির সমার্থক কোনটি?
A
স্থিতিশীল
B
শ্লেষ
C
পুত্রবধূ
D
মেড়া
উত্তরের বিবরণ
স্নুষা শব্দটির সমার্থক হলো পুত্রবধূ।
অন্যদিকে:
-
স্থায়ী: স্থির, স্থিতিশীল, টেকসই, শক্ত, মজবুত, পাকাপোক্ত
-
শ্লেষ: বিদ্রূপ
-
মেড়া: ভেড়া, মেষ, মূর্খ ও নির্বোধ ব্যক্তি
উৎস:

0
Updated: 17 hours ago
লিভারের ভারসাম্য বজায় রাখতে চিহ্নিত প্রশ্নবোধক স্থানের দূরত্ব কত হওয়া উচিত?
Created: 3 weeks ago
A
5 ফুট
B
6 ফুট
C
9 ফুট
D
10 ফুট
মানসিক দক্ষতা
মানসিক দক্ষতা (Mental skills)
সময়, দূরত্ব ও গতিবেগ (Time, distance & speed)
সীমা চিহ্নিতকরণ রেখা ও অক্ষরেখা
প্রশ্ন: লিভারের ভারসাম্য বজায় রাখতে চিহ্নিত প্রশ্নবোধক স্থানের দূরত্ব কত হওয়া উচিত?
সমাধান:
ধরি,
A প্রান্ত ও ফালক্রামের মধ্যবর্তী দূরত্ব = x ফুট
প্রশ্নমতে,
10x = 15 × 6
⇒ 10x = 90
⇒ x = 90/10
⇒ x = 9

0
Updated: 3 weeks ago
৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
Created: 3 days ago
A
৭ সেকেন্ড
B
৩ সেকেন্ড
C
৪ সেকেন্ড
D
৫ সেকেন্ড
প্রশ্ন: ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ৫০ মিটার
ট্রেনের গতি = ৩৬ কি.মি/ঘন্টা = ৩৬ × {১০০০/(৬০ × ৬০)} = ১০ মিটার/সেকেন্ড
রাস্তার পাশের খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
এখন,
ট্রেনটি ১০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ১/১০ সেকেন্ডে
∴ ৫০ মিটার অতিক্রম করে = (৫০/১০) সেকেন্ডে = ৫ সেকেন্ডে

0
Updated: 3 days ago
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের ডানদিকে ভর কত হবে?
Created: 4 days ago
A
13.5 kg
B
15 kg
C
17.5 kg
D
12 kg
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের ডানদিকে ভর কত হবে?
সমাধান:
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l1 = 6 m
বামদিকের বস্তুর ভর w1 = 22.5 kg
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l2 = 10 m
ডানদিকের বস্তুর ভর w2 = ? kg
এখন,
l1 × w1 = l2 × w2
⇒ 6 × 22.2 = 10 × w2
⇒ 135 = 10 × w2
⇒ w2 = 135/10
∴ w2 = 13.5
∴ ভর হবে = 13.5 kg

0
Updated: 4 days ago