A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে C চাকাটি কোন দিকে ঘুরবে?
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
স্থির থাকবে
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
প্রশ্ন: A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে C চাকাটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে C চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে।
0
Updated: 1 month ago
১, ৮, ২৭, ৬৪, ১২৫, ২১৬,..............অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
৫১২
B
৩৪৩
C
৭২৯
D
২৪৩
প্রশ্ন: ১, ৮, ২৭, ৬৪, ১২৫, ২১৬..............অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
প্রদত্ত অনুক্রম- ১, ৮, ২৭, ৬৪, ১২৫, ২১৬.......
= ১৩, ২৩, ৩৩, ৪৩, ৫৩, ৬৩.......
অর্থাৎ, এই অনুক্রমটি হলো স্বাভাবিক সংখ্যার ঘন এর অনুক্রম।
সুতরাং, পরবর্তী সংখ্যাটি = ৭৩ = ৩৪৩
0
Updated: 1 month ago
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
FL, IO, LR, ?, RX
Created: 1 month ago
A
NV
B
MY
C
PT
D
OU
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
FL, IO, LR, ?, RX
সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- F, I, L, ?, R
F এর পরে তৃতীয় বর্ণ I
I এর পরে তৃতীয় বর্ণ L
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
দ্বিতীয় ধারা L, O, R, ?, X
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
R এর পরে তৃতীয় বর্ণ U
U এর পরে তৃতীয় বর্ণ X
∴ প্রশ্নবোধক স্থানে OU বসবে।
0
Updated: 1 month ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 1 month ago
A
১২ টি
B
১৬ টি
C
২৪ টি
D
২৮ টি
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
সাধারণ ত্রিভুজ- AFJ, FJK, FKB, BKG, JKG, JGC, HJC, HIJ, DIH, DEI, EIJ, AEJ অর্থাৎ ১২ টি।
একটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ- JFB, FBG, BJG, JFG, DEJ, EJH, DJH , DEH অর্থাৎ ৮ টি।
দুইটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ- AJB, JBC, DJC , ADJ অর্থাৎ ৪ টি।
দুই বা ততোধিক বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ- DAB, ABC, BCD, ADC অর্থাৎ ৪ টি।
∴ মোট ত্রিভুজ সংখ্যা = ১২ + ৮ + ৪ + ৪ = ২৮ টি
0
Updated: 1 month ago