"Stagflation" শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?
A
Controlled prices
B
Cultural Dullness
C
Economic Slowdown
D
A Disintegration Government
উত্তরের বিবরণ
Stagflation শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ হলো Economic Slowdown বা অর্থনৈতিক মন্দা।
-
অর্থ: স্থিতিশীল চাহিদার মধ্যে স্থায়ী মুদ্রাস্ফীতি এবং তুলনামূলকভাবে উচ্চ বেকারত্বের অবস্থা
-
Stagflation মূলত অর্থনীতিতে একই সময়ে মুদ্রাস্ফীতি এবং মন্দা একসাথে উপস্থিত থাকার পরিস্থিতি বোঝায়
উৎস:
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 2 months ago
A
42
B
48
C
46
D
50
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যা = 46
প্রথম চিত্রে,
(8 × 6) - (6 × 2)
= 48 - 12 = 36
দ্বিতীয় চিত্রে,
(7 × 8) - (2 × 5)
= 56 - 10 = 46
তৃতীয় চিত্রে,
(7 × 10) - (4 × 6)
= 70 - 24 = 46
0
Updated: 2 months ago
A প্রান্তে
কত কেজির ভর স্থাপন করলে
দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে?
Created: 1 month ago
A
5 কেজি
B
6.2 কেজি
C
7.5 কেজি
D
8 কেজি
প্রশ্ন: A প্রান্তে কত কেজির ভর স্থাপন করলে দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে?
সমাধান:
A প্রান্তে 7.5 কেজি ভর স্থাপন করলে দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে
ধরি,
ভর স্থাপন করতে হবে = x কেজি
প্রশ্নমতে,
20x = (12 × 5) + (15 × 6)
⇒ 20x = 60 + 90
⇒ 20x = 150
⇒ x = 150/20
⇒ x = 7.5
0
Updated: 1 month ago
একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ে ২ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৪ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?
Created: 1 month ago
A
১২৪০ টি
B
১৪৪০ টি
C
১৪৬০ টি
D
১৬৮০ টি
প্রশ্ন: একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ে ২ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৪ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?
সমাধান:
৪ মিনিট = (৪ × ৬০) সেকেন্ড = ২৪০ সেকেন্ড
১/৩ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ টি
∴ ১ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ × ৩ টি
∴ ২৪০ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ × ৩ × ২৪০ = ১৪৪০ টি
0
Updated: 1 month ago