স্প্রিং A-তে একটি বল প্রয়োগের ফলে সেটি 60 সে.মি. সংকুচিত হলে স্প্রিং B-তে একই বল প্রয়োগ করা হলে সেটি কতটুকু সংকুচিত হবে?
A
30 সে.মি.
B
60 সে.মি.
C
90 সে.মি.
D
120 সে.মি.
উত্তরের বিবরণ
প্রশ্ন: স্প্রিং A-তে একটি বল প্রয়োগের ফলে সেটি 60 সে.মি. সংকুচিত হলে স্প্রিং B-তে একই বল প্রয়োগ করা হলে সেটি কতটুকু সংকুচিত হবে?
সমাধান:
আমরা জানি,
সমান্তরালভাবে থাকা স্প্রিংগুলি তাদের মধ্যে প্রয়োগকৃত বলকে সমানভাবে ভাগ করে।
স্প্রিং A-তে বল প্রয়োগের ফলে সেটি 60 সে.মি. সংকুচিত হলে স্প্রিংদ্বয়ের প্রত্যেকটি 60 সে.মি. সংকুচিত হয়।
∴ একই বল স্প্রিং B-তে প্রয়োগ করা হলে সেটির সংকোচন হবে স্প্রিং A-এর প্রতিটি স্প্রিং এর দ্বিগুণ।
∴ সংকোচনের পরিমাণ হবে = (60 × 2) সে.মি. = 120 সে.মি.
0
Updated: 1 month ago
উপরের চিত্রে কতটি ত্রিভুজ আছে?
Created: 1 month ago
A
৯টি
B
১২টি
C
১১টি
D
১০টি
চিত্রে ১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৬ টি।
চিত্রে ২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (12, 34, 56) আছে ৩ টি।
চিত্রে ৪টি করে ঘর নিয়ে ত্রিভুজ (1234, 3456) আছে ২টি।
∴ মোট ত্রিভুজ আছে = (৬ + ৩ + ২) = ১১ টি
0
Updated: 1 month ago
একটি ছেলেকে দেখিয়ে রিমি বলল, "সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।" ছেলেটি রিমির কী হয়?
Created: 1 month ago
A
ভাই
B
বাবা
C
মামা
D
নানা
প্রশ্ন: একটি ছেলেকে দেখিয়ে রিমি বলল, "সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।" ছেলেটি রিমির কী হয়?
সমাধান:
রিমির মামার বাবা হলো রিমির নানা
রিমির নানার একমাত্র মেয়ে রিমির মা
রিমির মায়ের ছেলে হলো রিমির ভাই
- ছেলেটি রিমির ভাই হয়।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 1 month ago
A
6
B
5
C
3
D
2
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 
সমাধান:
১ম ও ৩য় পায়ের সংখ্যার যোগফল থেকে ২য় ও ৪র্থ পায়ের যোগফল বিয়োগ করলে লেজের সংখ্যাটি পাওয়া যায়।
১ম চিত্রে, 8 + 2 = 10
5 + 1 = 6
10 - 6 = 4
২য় চিত্রে, 11 + 3 = 14
6 + 5 = 11
14 - 11 = 3
∴ প্রশ্নবোধক স্থানে 3 বসবে।
0
Updated: 1 month ago