নিচের কোন বানানটি ভুল?
A
মরূদ্যান
B
অটোবি
C
অঞ্জলি
D
কটূক্তি
উত্তরের বিবরণ
প্রদত্ত শব্দগুলোর মধ্যে ভুল বানান হলো অটোবি।
-
এর সঠিক বানান হলো অটবি
-
অর্থ: বন, অরণ্য, বৃক্ষ, বিটপী
উৎস:
0
Updated: 1 month ago
আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
Created: 1 month ago
A
১২ জন
B
১৬ জন
C
১৫ জন
D
১০ জন
প্রশ্ন: আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
সমাধান:
প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
মোট ১০ + ৪ = ১৪ জন।
আমার ঘরে আমি সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।
0
Updated: 1 month ago
১৭, ১৮, ২০, ২৩, ২৭, ?, ৩৮,..............
উপর্যুক্ত অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
২৯
B
৩০
C
৩২
D
৩৪
উপর্যুক্ত অনুক্রমে সংখ্যাগুলো একটি ধাপে ধাপে বৃদ্ধি পায়। প্রথম পদ থেকে শুরু করে প্রতিটি পরবর্তী সংখ্যায় ক্রমবর্ধমান ধাপ যোগ করা হয়। তাই প্রশ্নবোধক স্থানে বসার সংখ্যা হলো ৩২।
-
প্রদত্ত অনুক্রম: ১৭, ১৮, ২০, ২৩, ২৭, ?, ৩৮
-
অনুক্রমের নিয়ম:
-
১৭ + ১ = ১৮
-
১৮ + ২ = ২০
-
২০ + ৩ = ২৩
-
২৩ + ৪ = ২৭
-
২৭ + ৫ = ৩২
-
৩২ + ৬ = ৩৮
-
-
সুতরাং, প্রশ্নবোধক স্থানে বসবে ৩২।
0
Updated: 1 month ago
"স্নুষা" শব্দটির সমার্থক কোনটি?
Created: 1 month ago
A
স্থিতিশীল
B
শ্লেষ
C
পুত্রবধূ
D
মেড়া
স্নুষা শব্দটির সমার্থক হলো পুত্রবধূ।
অন্যদিকে:
-
স্থায়ী: স্থির, স্থিতিশীল, টেকসই, শক্ত, মজবুত, পাকাপোক্ত
-
শ্লেষ: বিদ্রূপ
-
মেড়া: ভেড়া, মেষ, মূর্খ ও নির্বোধ ব্যক্তি
উৎস:
0
Updated: 1 month ago