নিচের কোনটি মৌলিক সংখ্যা?
A
১২৩
B
১৪১
C
১৪৩
D
১৫১
উত্তরের বিবরণ
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৫১ একটি মৌলিক সংখ্যা, কারণ এটি শুধুমাত্র ১ এবং ১৫১ দ্বারা বিভাজ্য।
-
১২৩ = ৩ × ৪১ (মৌলিক নয়)
-
১৪১ = ৩ × ৪৭ (মৌলিক নয়)
-
১৪৩ = ১১ × ১৩ (মৌলিক নয়)
-
১৫১ = ১ × ১৫১ (মৌলিক)
অতএব, প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৫১ মৌলিক।
0
Updated: 1 month ago
উপস্থিত বুদ্ধি কীসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
Created: 2 months ago
A
সবসময় সঠিক পরিকল্পনা করে কাজ করার জন্য
B
অতীত সম্পর্কে চিন্তা করার জন্য
C
দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
D
ধীরে ধীরে সমস্যার সমাধান করার জন্য
প্রশ্ন:
-
উপস্থিত বুদ্ধি কীসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ?
সমাধান:
-
উপস্থিত বুদ্ধি মানে হলো:
-
যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া
-
কার্যকর পদক্ষেপ গ্রহণ করা
-
সঠিক উত্তর:
0
Updated: 2 months ago
২০, ২৬, ১৮, ২৯, ১৬, ৩২, ১৪, ৩৫, ১২,…........... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
৩৮
B
২০
C
৪২
D
১৩
প্রশ্ন: ২০, ২৬, ১৮, ২৯, ১৬, ৩২, ১৪, ৩৫, ১২,…........... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
এখানে
দুইটি ধারা বিদ্যমান
১ম ধারাটি ২০, ১৮, ১৬, ১৪, ১২................ [পার্থক্য ২ করে কমেছে]
২য় ধারাটি ২৬, ২৯, ৩২, ৩৫, ৩৮,................ [পার্থক্য ৩ বৃদ্ধি পেয়েছে]
ধারাটির পরবর্তী সংখ্যাটি = ৩৮
0
Updated: 1 month ago
A শীটটি ডটেট লাইন বরাবর উপরের দিকে ভাঁজ করা হলে, কোন চিত্রটি পাওয়া যায়?
Created: 1 month ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: A শীটটি ডটেট লাইন বরাবর উপরের দিকে ভাজ করা হলে, কোন চিত্রটি পাওয়া যায়?
সমাধান:
2 নং চিত্রটি পাওয়া যাবে।
0
Updated: 1 month ago