নিচের কোনটি মৌলিক সংখ্যা?
A
১২৩
B
১৪১
C
১৪৩
D
১৫১
উত্তরের বিবরণ
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৫১ একটি মৌলিক সংখ্যা, কারণ এটি শুধুমাত্র ১ এবং ১৫১ দ্বারা বিভাজ্য।
-
১২৩ = ৩ × ৪১ (মৌলিক নয়)
-
১৪১ = ৩ × ৪৭ (মৌলিক নয়)
-
১৪৩ = ১১ × ১৩ (মৌলিক নয়)
-
১৫১ = ১ × ১৫১ (মৌলিক)
অতএব, প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৫১ মৌলিক।

0
Updated: 17 hours ago
যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = ?
Created: 3 weeks ago
A
DFMPEZ
B
OGNQFZ
C
NGMQEZ
D
OGNPEZ
প্রশ্ন: যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = ?
সমাধান:
যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = OGNPEZ
B → (+ 2) → D
R → (+ 2) → T
I → (+ 2) → K
C → (+ 1) → D
K → (+ 1) → L
S → (+ 1) → T
অনুরূপভাবে,
M → (+ 2) → O
E → (+ 2) → G
L → (+ 2) → N
O → (+ 1) → P
D → (+ 1) → E
Y → (+ 1) → Z
অর্থাৎ MELODY = OGNPEZ

0
Updated: 3 weeks ago
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২ : ০০ টা। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
Created: 2 weeks ago
A
সন্ধ্যা ৬ টা
B
সকাল ৫ টা
C
বিকাল ৫ টা
D
সকাল ১১ টা
প্রশ্ন:
-
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২:০০। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
সমাধান:
-
সময়ের পার্থক্য: প্রতি ১° দ্রাঘিমাংশে ৪ মিনিটের পার্থক্য।
-
৪৫° পূর্ব দ্রাঘিমাংশে পার্থক্য:
-
পূর্বদিকে সময় বৃদ্ধি পায়, তাই:
উত্তর:

0
Updated: 2 weeks ago
10 ওয়াটের একটি মিনি ফ্যান দৈনিক 8 ঘণ্টা চললে 2 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
Created: 17 hours ago
A
8 Kwh
B
0.8 Kwh
C
0.16 Kwh
D
1.6 Kwh
প্রশ্ন: 10 ওয়াটের একটি মিনি ফ্যান দৈনিক 8 ঘণ্টা চললে 2 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
সমাধান:
দেওয়া আছে,
ক্ষমতা, P = 10 ওয়াট
সময়, t = 8 × 2 = 16 ঘণ্টা
আমরা জানি,
W = Pt
= 10 × 16
= 160 W-h
= 160/1000 Kw-h
= 0.16 Kw-h

0
Updated: 17 hours ago