একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি করতে হবে?
A
মোটা হাতলের স্ক্র- ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
B
চিকন হাতলের স্ক্র- ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
C
দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
একই মাপের দুটি স্ক্রকে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করানোর জন্য দুটি স্ক্র-ড্রাইভারকে একই সংখ্যকবার ঘুরানো প্রয়োজন। যদিও মোটা হাতলওয়ালা স্ক্র-ড্রাইভারটি ঘুরানো তুলনায় সহজ, কিন্তু সমান গভীরতা নিশ্চিত করতে চিকন ও মোটা হাতল দুইটিকেই সমানবার ঘুরাতে হবে।
-
একই মাপের দুটি স্ক্রকে কাঠে সমানভাবে প্রবেশ করাতে দুই স্ক্র-ড্রাইভারকে সমান সংখ্যকবার ঘুরানো দরকার
-
মোটা হাতলওয়ালা ড্রাইভার ঘুরানো সহজ
-
সমান গভীরতা নিশ্চিত করতে দুই ধরনের হাতলওয়ালা ড্রাইভারকেই সমানভাবে ব্যবহার করতে হবে
0
Updated: 1 month ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 2 months ago
A
8 টি
B
10 টি
C
12 টি
D
14 টি
মানসিক দক্ষতা
ত্রিভুজ (Triangle)
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?

সমাধান:

উপরের চিত্রে একক ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের ভিতরে কোনো বাহু ছেদ করে নি এমন ত্রিভুজ ABC, ADC, ADE, JFG, IJG, IGH অর্থাৎ 6 টি ।
এক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ACE, AIJ, FIG, GCD অর্থাৎ 4 টি।
দুই বা দুইয়ের অধিক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ABG, AIG, ACG, FIH অর্থাৎ 4 টি।
∴ মোট ত্রিভুজ = (6 + 4 + 4) টি = 14 টি
0
Updated: 2 months ago
যাদব ২৪০ টাকায় একই রকম কতকগুলো কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কলম কনেছিল-
Created: 2 weeks ago
A
১৩টি
B
১৪টি
C
১৫টি
D
১৬টি
সমাধান:
ধরা যাক, কলমের সংখ্যা =
তাহলে প্রতি কলমের দাম = টাকা
যদি একটি কলম বেশি পেত, অর্থাৎ কলম নিত,
তাহলে প্রতি কলমের দাম হতো টাকা
প্রশ্ন অনুযায়ী,
উত্তর: ১৫টি
0
Updated: 2 weeks ago
SUNFLOWER শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
Created: 1 month ago
A

B

C

D

প্রশ্ন: SUNFLOWER শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
সমাধান:
সঠিক উত্তর- ঘ) 
অর্থাৎ
0
Updated: 1 month ago