একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি করতে হবে?
A
মোটা হাতলের স্ক্র- ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
B
চিকন হাতলের স্ক্র- ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
C
দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
একই মাপের দুটি স্ক্রকে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করানোর জন্য দুটি স্ক্র-ড্রাইভারকে একই সংখ্যকবার ঘুরানো প্রয়োজন। যদিও মোটা হাতলওয়ালা স্ক্র-ড্রাইভারটি ঘুরানো তুলনায় সহজ, কিন্তু সমান গভীরতা নিশ্চিত করতে চিকন ও মোটা হাতল দুইটিকেই সমানবার ঘুরাতে হবে।
-
একই মাপের দুটি স্ক্রকে কাঠে সমানভাবে প্রবেশ করাতে দুই স্ক্র-ড্রাইভারকে সমান সংখ্যকবার ঘুরানো দরকার
-
মোটা হাতলওয়ালা ড্রাইভার ঘুরানো সহজ
-
সমান গভীরতা নিশ্চিত করতে দুই ধরনের হাতলওয়ালা ড্রাইভারকেই সমানভাবে ব্যবহার করতে হবে

0
Updated: 17 hours ago
প্রদত্ত X চিত্রটিকে পানিতে নিচের কোনটির মত প্রতিবিম্ব দেখাবে?
Created: 5 days ago
A
D
B
A
C
B
D
C
প্রদত্ত ছবিটির পানিতে প্রতিবিম্ব:

0
Updated: 5 days ago
ঘড়িতে যখন ৫ : ৫০ বাজে, তখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি?
Created: 5 days ago
A
১৩৫°
B
১২৫°
C
১১৫°
D
১৪৫°
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | {(১১ × ৫০) - (৬০ × ৫)}/২ |
= | (৫৫০ - ৩০০)/২ |
= | ২৫০/২ |
= | ১২৫ |
= ১২৫°

0
Updated: 5 days ago
৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
Created: 3 days ago
A
৭ সেকেন্ড
B
৩ সেকেন্ড
C
৪ সেকেন্ড
D
৫ সেকেন্ড
প্রশ্ন: ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ৫০ মিটার
ট্রেনের গতি = ৩৬ কি.মি/ঘন্টা = ৩৬ × {১০০০/(৬০ × ৬০)} = ১০ মিটার/সেকেন্ড
রাস্তার পাশের খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
এখন,
ট্রেনটি ১০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ১/১০ সেকেন্ডে
∴ ৫০ মিটার অতিক্রম করে = (৫০/১০) সেকেন্ডে = ৫ সেকেন্ডে

0
Updated: 3 days ago