She seems to work harder when she's in ____ bad temper.
A
a
B
an
C
the
D
No article
উত্তরের বিবরণ
• Complete sentence:
She seems to work harder when she's in a bad temper.
- Bangla meaning: যখন তার মেজাজ খারাপ থাকে তখন সে আরও বেশি পরিশ্রম করে বলে মনে হয়।
• be in a bad, foul, etc. temper
- English Meaning: to be feeling angry.
- Bangla Meaning: রাগ অনুভব করা; মেজাজ খারাপ হওয়া।
• কিছু কিছু
phrase -এ article হিসেবে
a/an বসে।
- যেমন: in a hurry, in a nutshell, in a fix, in a bad
temper, etc.

0
Updated: 18 hours ago
Select the antonym of "Meticulous".
Created: 5 days ago
A
Careful
B
Methodical
C
Punctilious
D
Haphazard
• The opposite of
'Meticulous' is – Haphazard.
• Meticulous (adjective)
English Meaning: showing great attention to detail; very careful and precise.
Bangla Meaning: অতিশয় যত্নশীল; খুঁতখুঁতে; খুব সতর্কভাবে ও নিখুঁতভাবে কাজ করা।
অপশন আলোচনা:
Careful – সতর্ক; মনোযোগসহকারে কাজ করা।
Methodical – পদ্ধতিগত; নিয়ম মেনে কাজ করে এমন।
Punctilious – অতিরিক্ত নিয়ম-কানুন মেনে চলে এমন; খুঁতখুঁতে।
Haphazard – এলোমেলো; পরিকল্পনাহীন; যা নিয়ম না মেনে বা কোনো পরিকল্পনা ছাড়া করা হয়।

0
Updated: 5 days ago
Which of the following is an antonym of “Redeem”?
Created: 1 week ago
A
Archaic
B
Regain
C
Abandon
D
Clemency
সঠিক উত্তর হলো – গ) Abandon.
Abandon (verb): পরিত্যাগ করা, কোনোকিছু বা কাউকে ছেড়ে দেওয়া।
Redeem (verb):
-
English Meaning:
-
To make somebody/something seem less bad
-
To do something to improve the opinion that people have of you, especially after you have done something bad
-
-
Bangla Meaning:
-
কিছু করে বা অর্থ পরিশোধ করে উদ্ধার করা; পুনরুদ্ধার করা — Redeem a pawned necklace; Redeem one's honour
-
(প্রতিশ্রুতি বা দায়িত্ব) পালন বা রক্ষা করা
-
অর্থ পরিশোধ করে বা মুক্তিপণ দিয়ে মুক্ত করা; ত্রাণ করা — Redeem a slave/prisoner
-
ক্ষতিপূরণ করা; প্রায়শ্চিত্ত করা — His redeeming feature
-
Synonyms:
-
Pay off (পরিশোধ)
-
Restore (পুনরুদ্ধার)
-
Repay (শোধ দেওয়া)
-
Regain (পুনরুদ্ধার করা)
-
Complete (সমাপ্ত করা)
Antonyms:
-
Abandon (পরিত্যাগ করা)
-
Disregard (ছেড়ে দেওয়া)
-
Default (কর্তব্যে অক্ষম হওয়া)
-
Forfeit (ছেড়ে দেওয়া)
Other Forms:
-
Redeemable (adjective) — উদ্ধারযোগ্য; মোচনীয়
-
Redeemer (noun) — যিশুখ্রিষ্ট; ত্রাণকর্তা
-
Redemption (noun) — মুক্তি
Example Sentences:
-
He has a chance to redeem himself after last week's mistakes.
-
Owners could continue to redeem their silver certificates without let or hindrance.
Other options:
-
Archaic (প্রাচীন; সেকেলে)
-
Clemency (ক্ষমাশীলতা; নম্রতা; কোমলতা; মৃদুতা)

0
Updated: 1 week ago
Who is the author of "Prometheus Unbound"?
Created: 2 weeks ago
A
William Wordsworth
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
Lord Byron
Percy Bysshe Shelley ও Prometheus Unbound
Prometheus Unbound:
-
এটি পার্সি বিসশে শেলির লেখা একটি লিরিক্যাল নাটক।
-
নাটকটি চারটি অংশে বিভক্ত এবং 1820 সালে প্রকাশিত হয়।
-
শেলির প্রধান রচনাগুলোর মধ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
-
রচনায় কবি তাঁর কাব্যিক দক্ষতা ও রাজনৈতিক চিন্তার সমন্বয় দেখিয়েছেন।
-
কাহিনী: প্রমিথিউস তার শাসক জুপিটার এবং অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
Percy Bysshe Shelley (1792–1822):
-
Shelley ছিলেন ইংরেজি সাহিত্যের Romantic Period-এর একজন বিশিষ্ট কবি।
-
তিনি ব্যক্তিগত প্রেম এবং সামাজিক ন্যায়ের প্রতি আবেগময় অনুসন্ধান তাঁর কবিতায় রূপান্তরিত করেছিলেন।
-
Shelley-এর কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য হয়।
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Epipsychidion (poem)
-
Hymn to Intellectual Beauty (poem)
-
Mont Blanc (poem)
-
Ode to the West Wind (poem)
-
Ozymandias (poem)
-
Peter Bell the Third (book)
-
Prometheus Unbound (lyrical drama)
-
Queen Mab (poem)
-
Rosalind and Helen (poem)
-
The Cenci (play)
-
The Cloud (poem)
-
The Masque of Anarchy (poem)
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago