We resurfaced the floor because it wasn't even.
Here, the underlined word 'even' is a/an-
A
Noun
B
Adjective
C
Adverb
D
Verb
উত্তরের বিবরণ
• We resurfaced the floor because it wasn't even. (আমরা ফ্লোরটি নতুনভাবে
পলিশ করলাম কারণ এটি সমান
ছিল না।)
- Here, the underlined word 'even' is an adjective.
• Even (adjective)
- English Meaning: flat and smooth, or on the same level.
- Bangla Meaning: সমতল;
মসৃ; ভারসাম্যপূর্ণ।
• Even শব্দটি
adjective, adverb, verb হিসেবে
ব্যবহৃত হতে পারে।
- তবে Be verb -এর পরে সাধারণত
adjective বসে।
- তাই "even"
এখানে adjective.
অন্যদিকে,
• Even (adverb) - used to show that something is surprising, unusual,
unexpected, or extreme.
- যেমন: I don't even
know where it is.
• Even (verb) - to make two things equal: to make even.
- যেমন: That result
evens the series at two games apiece.
• প্রাচীন
(archaic) অর্থে 'Even' noun হিসেবেও ব্যবহৃত হয়।
- যেমন: a member of an indigenous people living in the
Kamchatka peninsula of eastern Siberia.

0
Updated: 18 hours ago
The full name of W. B. Yeats is -
Created: 2 days ago
A
William Bill Yeats
B
William Butler Yeats
C
Winston Barrett Yeats
D
William Bernard Yeats
William Butler Yeats (1865–1939) একজন আইরিশ কবি ও নাট্যকার, যাকে Ireland-এর National Poet বলা হয়। তিনি তার সাহিত্যকর্মে symbolism ও mysticism ব্যবহার করেছেন এবং আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছেন। জন্মভূমির প্রতি তার ভালোবাসা তার কবিতায় স্পষ্টভাবে প্রতিফলিত। ১৯২৩ সালে তিনি প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়া, তিনি Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধান কবিতা:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1913
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
প্রধান নাটক (Plays):
-
At the Hawk’s Well
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
প্রবন্ধ ও Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
উৎস:

0
Updated: 2 days ago
Jonathan Swift is best known as a -
Created: 1 week ago
A
Mock heroic poet
B
Satirist Poet
C
University wit
D
Political pamphleteer
Jonathan Swift মূলত একজন বিখ্যাত Satirist Poet হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন Anglo-Irish লেখক ও clergyman, যিনি ইংরেজি সাহিত্যে ব্যঙ্গরচনার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর রচনাগুলো সমাজ, ধর্ম ও রাজনীতির অসঙ্গতি ও ভণ্ডামিকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছে।
-
Jonathan Swift একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন।
-
তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত satirist।
-
তাঁর ছদ্মনাম ছিল Isaac Bickerstaff।
তাঁর বিখ্যাত রচনা:
-
Gulliver's Travels (Novel)
-
The Battle of the Books
-
A Tale of a Tub (Prose satire)
-
A Modest Proposal (Satiric essay)
-
Argument Against Abolishing Christianity (Essay)
-
A Journey to Stella (Collection of letters to Stella)

0
Updated: 1 week ago
Who is the main villain in 'Othello'?
Created: 2 days ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:

0
Updated: 2 days ago