What is the antonym of 'Exculpate'?
A
Incriminate
B
Abrogate
C
Discharge
D
Vindicate
উত্তরের বিবরণ
• The antonym of 'Exculpate' is - Incriminate.
• Exculpate (Verb transitive)
- English Meaning: Show or declare that (someone) is not guilty of wrongdoing.
- Bangla Meaning: অভিযোগাদি
থেকে নিষ্কৃতি দেওয়া।
• Given options:
ক) Incriminate
- দোষারোপ করা; অভিযুক্ত করা।
খ)
Abrogate - (আনুষ্ঠানিক)
ক্ষমতাবলে বাতিল/রদ/স্থগিত করা।
গ)
Discharge - দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া;
অপরাধ থেকে খালাস দেওয়া।
ঘ)
Vindicate - (বিবাদ বা আক্রমণের উপজীব্য
কোনোকিছুর সত্যতা, ন্যায্যতা, যথার্থতা ইত্যাদি) প্রমাণ বা প্রতিপাদন করা।
• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The antonym of 'Exculpate' is - Incriminate.

0
Updated: 18 hours ago
Which word is closest in meaning to 'Franchise'?
Created: 3 weeks ago
A
utility
B
frankness
C
privilege
D
superficial
Franchise - পূর্ণ নাগরিক অধিকার, ভোটাধিকার।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Utility - উপযোগিতা; উপযোগ।
খ) Frankness - অকপটতা; অমায়িকতা।
গ) Privilege - নাগরিক অধিকার,বিশেষ সুবিধা বা অধিকার।
ঘ) Superficial - পৃষ্ঠ বা উপরিতল সম্বন্ধী; উপরিগত; অগভীর; বাহ্য; বহিঃস্থ; পৃষ্ঠস্থ।
• সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -Privilege এবং Franchise শব্দটি সমার্থক অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 weeks ago
Which word is an antonym of "grandiloquent"?
Created: 4 days ago
A
Concise
B
Vacillating
C
Pretentious
D
Magniloquent
Grandiloquent একটি adjective, যা বোঝায় ভাষা বা বক্তৃতার ক্ষেত্রে অত্যধিক জটিল বা আড়ম্বরপূর্ণ স্টাইল, যা প্রাধান্য বা প্রশংসা আকর্ষণ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত বড় বড় কথা বলা বা বাগাড়ম্বরপূর্ণ আচরণ নির্দেশ করে।
-
Grandiloquent (adjective)
English Meaning: A style or way of using language that is complicated to attract admiration and attention, especially to make someone or something seem important
Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ -
Correct Answer (Antonym): Concise (সংক্ষিপ্ত)
-
Synonyms: Bombastic (আড়ম্বরপূর্ণ), Magniloquent ((শব্দ/বক্তৃতার ক্ষেত্রে) বাগাড়ম্বরপূর্ণ; (ব্যক্তির ক্ষেত্রে) বড় বড় কথা বলা), Pretentious (আত্মাভিমানী; আত্মশ্লাঘা)
-
Antonyms: Unpretentious (নিরহঙ্কার), Concise (সংক্ষিপ্ত)
-
Other Forms:
-
Grandiloquence (noun)
-
-
Other Option: Vacillating (দ্বিধা; দ্বিধান্বিত; আন্দোলিত)
-
Example Sentences:
-
Stop being so grandiloquent—tell me in simple words what happened!
-
The CEO's grandiloquent announcement about 'revolutionizing the industry' lacked concrete plans, leaving investors unimpressed.
-
-
Source:

0
Updated: 4 days ago
Select the sentence in which 'after' is a conjunction:
Created: 1 day ago
A
The storm came soon after.
B
The boy takes after his father.
C
The police went away after we had left.
D
After ages the nation is likely to sing his glory.
ঠিক
উত্তর: গ) The police went away
after we had left.
- Conjunction হল যে শব্দ দুটি
clause বা বাক্যাংশকে যুক্ত করে।
- এখানে
"after" একটি
conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি দুটি clause যুক্ত করেছে:Main clause: "The
police went away".
- Subordinate clause: "we had left".
After: [conjunction]
English meaning: at a time later than something; when something has finished.
Bangla meaning: পর; পরে
-----------
ক) The storm came soon
after.
এখানে
"after" হলো
adverb, কারণ এর পরে কোন
noun বা clause নেই।
খ) The boy takes after
his father.
এখানে
"after" হলো
preposition, অর্থাৎ
"like" বা
"resemble" বোঝাচ্ছে।
ঘ) After ages the
nation is likely to sing his glory.
এখানে
"after" হলো
preposition, কারণ
"ages" হলো
noun।

0
Updated: 1 day ago