One who pretends illness to avoid duty-
A
Fatalist
B
Malingerer
C
Accomplice
D
Effeminate
উত্তরের বিবরণ
• One who pretends illness to avoid duty- Malingerer.
• Malingerer (Noun)
- English Meaning: A person who pretends to be ill in order to avoid having to
work.
- Bangla Meaning: যে ব্যক্তি কর্তব্য এড়াতে অসুস্থতার ভান করে।
• অন্যদিকে,
ক) Fatalist
- English Meaning: Someone who believes that people cannot change the way
events will happen and that events, especially bad ones, cannot be avoided.
- Bangla Meaning: অদৃষ্টবাদ;
নিয়তিবাদ; সবকিছুই নিয়তি-নির্ধারিত-এই বিশ্বাস।
গ) Accomplice
- English Meaning: one associated with another especially in wrongdoing.
- Bangla Meaning: (বিশেষত
দুষ্কর্মের) সঙ্গী বা সহায়তাকারী; সহযোগী।
ঘ) Effeminate
- English Meaning: having feminine qualities untypical of a man : not manly in
appearance or manner.
- Bangla Meaning: (পুরুষদের ক্ষেত্রে, নিন্দার্থে) মেয়েলি (স্বভাবের)।

0
Updated: 18 hours ago
What is Sidney’s main complaint about contemporary English drama?
Created: 4 months ago
A
It lacks rhyme
B
It mixes tragedy and comedy carelessly
C
It uses too much music
D
It follows Greek rules strictly
Sidney মূলত সমসাময়িক ইংরেজি নাটকের সমালোচনা করেছেন কারণ সেখানে ট্র্যাজেডি এবং কমেডি মিশ্রিত করা হয় যত্নহীনভাবে। তিনি মনে করেন, এই ধরনের মিশ্রণ নাটকের গুণমান কমিয়ে দেয়। নাটকে বিভিন্ন সময় ও দেশের ঘটনা একসাথে দেখানো হয় যা নিয়ম ভঙ্গ করে। তাই তিনি আধুনিক নাটকের এই অসঙ্গতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

0
Updated: 4 months ago
Who is the moral guide for Elizabeth in the novel?
Created: 3 weeks ago
A
Mr. Bennet
B
Mrs. Gardiner
C
Lady Catherine
D
Caroline Bingley
Mrs. Gardiner Elizabeth-এর খালা। তিনি Elizabeth-কে Wickham থেকে দূরে থাকতে বলেন এবং Darcy-র গুণ চিনতে শেখান। Austen দেখান—Gardiner পরিবার Bennet পরিবারের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও নৈতিক। Mrs. Gardiner Elizabeth-এর জীবনে এক ধরনের mentor figure, যিনি তাকে সঠিক পথে পরিচালনা করেন।

1
Updated: 3 weeks ago
Choose the correct spelling:
Created: 1 month ago
A
Proceding
B
Proclamation
C
Proffession
D
Protactor
Correct Spelling: Proclamation
• Answer:
-
খ) Proclamation
• Proclamation (Noun)
-
English Meaning: A public or official announcement dealing with a matter of great importance.
-
Bangla Meaning: ঘোষণা-পত্র; ইশতাহার; প্রচার
• Other Options:
-
ক) Proceding → Proceeding — কর্মপন্থা; কাজের ধারা; আচরণ
-
গ) Proffession → Profession — পেশা; জীবিকা (বিশেষত যে জীবিকায় উচ্চমানের শিক্ষাদীক্ষা ও বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন; যেমন আইন, স্থাপত্য, চিকিৎসা)
-
ঘ) Protactor → Protector — রক্ষক; সংরক্ষক; রক্ষাকারী বস্তু বা ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago