Fill in the blank with the correct verb:
Mr. Rasel would rather ____ home last night.
A
stay
B
stayed
C
staying
D
have stayed
উত্তরের বিবরণ
Would rather ব্যবহারের নিয়ম ও উদাহরণ বোঝার জন্য আমরা নিম্নলিখিত তথ্যগুলো দেখতে পারি।
-
Complete sentence: Mr. Rasel would rather have stayed home last night.
-
বাংলা অর্থ: রাসেল সাহেব গত রাতে বরং বাড়িতেই থাকতেন।
-
-
Would rather-এর ব্যবহার:
-
সাধারণভাবে, কোনো কাজ করা বরং ভালো বোঝাতে would rather + verb (base form) ব্যবহৃত হয়।
-
এটি দুটি কাজের মধ্যে প্রথমটিকে দ্বিতীয়টির চেয়ে শ্রেয় হিসেবে দেখায়।
-
Structure: Sub + would rather + verb (present form) + than + verb/noun
-
উদাহরণ: I would rather die than beg.
-
-
-
অতীতে কোনো কাজ করা বরং ভালো ছিল বোঝাতে would rather have + past participle ব্যবহৃত হয়।
-
প্রদত্ত বাক্যে last night উল্লেখ থাকায় have stayed সঠিক ব্যবহার।
-
তাই শূন্যস্থানে সঠিক উত্তর হলো: have stayed।
-
0
Updated: 1 month ago
'Mr. Darcy' is a famous character created by-
Created: 1 month ago
A
Charles Dickens
B
Emily Bronte
C
Jane Austen
D
George Orwell
‘Mr. Darcy’ – Jane Austen-এর একটি প্রসিদ্ধ চরিত্র
-
Character:
-
Mr. Fitzwilliam Darcy বা সংক্ষেপে Mr. Darcy হলো Jane Austen-এর বিখ্যাত romantic novel Pride and Prejudice–এর কেন্দ্রীয় চরিত্র।
-
তিনি Elizabeth Bennet-এর প্রেমিক ও গল্পের প্রধান নায়ক।
-
-
Pride and Prejudice:
-
Romantic period-এর একটি classic English novel।
-
কাহিনী শুরু হয় 19শ শতকের গ্রামীণ ইংল্যান্ডে।
-
Darcy ও Elizabeth একে অপরের প্রেমে পড়েন, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে প্রাথমিক বিভ্রান্তি ও সামাজিক পার্থক্যের কারণে বাঁধা আসে।
-
গল্পটি Bennet পরিবারের চারপাশে ঘুরে, যেখানে পরিবারের মা তার পাঁচ কন্যার জন্য সম্ভাব্য বউঝাই ও সঙ্গীর সন্ধান করছেন।
-
-
Main Characters:
-
Mr. Darcy
-
Elizabeth Bennet
-
Jane Bennet
-
Mr. Bennet
-
Mrs. Bennet
-
Charles Bingley
-
Lady Catherine de Bourgh
-
-
Jane Austen (1775–1817):
-
English novelist, Romantic period-এর প্রধান লেখক।
-
তার উপন্যাসগুলো 19শ শতকের ইংরেজ সমাজের বাস্তবচিত্র তুলে ধরে।
-
Ordinary people-এর দৈনন্দিন জীবনের মাধ্যমে উপন্যাসকে আধুনিক চরিত্র দিয়েছেন।
-
-
Notable Works:
-
Sense and Sensibility (1811)
-
Pride and Prejudice (1813)
-
Mansfield Park (1814)
-
Northanger Abbey (posthumous, 1818)
-
Persuasion (posthumous, 1818)
-
Emma (1815)
-
0
Updated: 1 month ago
Choose the correct passive voice of:
"I am going to fix the broken pipe."
Created: 2 months ago
A
The broken pipe will be fixed by me.
B
The broken pipe is going to fix by me.
C
The broken pipe is going to be fixed by me.
D
The broken pipe has been fixed by me.
Correct Answer
গ) The broken pipe is going to be fixed by me. ✅
Explanation:
-
May, might, can, could, must, ought to, going to যুক্ত Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম:
-
এদের পরে be বসে
-
তারপর মূল verb এর Past Participle বসে
-
শেষে by + subject এর objective form যুক্ত হয়
-
Structure:
👉 Object (Subjective form) + may/might/can/could/must/ought to/going to + be + Past Participle + by + Subject (Objective form)
Example:
-
Active: I am going to fix the broken pipe.
-
Passive: The broken pipe is going to be fixed by me.
Other Options
ক) The broken pipe will be fixed by me. → এটি Simple Future Passive, কিন্তু মূল বাক্যের “going to” structure নেই।
খ) The broken pipe is going to fix by me. → ভুল, কারণ এখানে be অনুপস্থিত।
ঘ) The broken pipe has been fixed by me. → এটি Present Perfect Passive, মূল বাক্যের tense এর সাথে মেলে না।
0
Updated: 2 months ago
What is meaning of 'face the music '?
Created: 6 days ago
A
run away from a problem
B
create a problem
C
deal with a problem
D
hide the truth
Face the music অর্থ হলো আপনি যা করেছেন তার জন্য সমালোচনা বা শাস্তি গ্রহণ করা।
মূল বিষয়গুলো:
-
ব্যবহার হয় তখন যখন কারো ভুল বা কর্মকাণ্ডের ফলাফলের সম্মুখীন হতে হয়।
-
এর অর্থ হলো দায়িত্ব স্বীকার করা এবং পরিণতির মুখোমুখি হওয়া।
0
Updated: 6 days ago