Fill in the blank with the correct verb:
Mr. Rasel would rather ____ home last night.
A
stay
B
stayed
C
staying
D
have stayed
উত্তরের বিবরণ
• Complete sentence: Mr. Rasel would rather have
stayed home last night.
- Bangla Meaning: রাসেল
সাহেব গত রাতে বরং
বাড়িতেই থাকতেন।
• would rather -এর
ব্যবহার:
- কোনো কিছু করা বরং
ভালো অর্থে would rather + verb -এর base form ব্যবহৃত হয়।
- would rather দিয়ে দুটি কাজের মধ্যে
দ্বিতীয়টির চেয়ে প্রথমটি শ্রেয়,
এ রকম বোঝায়।
- Structure: Sub + would rather + verb এর
present form + than + verb/noun.
- যেমন: I would rather
die than beg.
• তবে অতীতে কোনো কিছু করা বরং ভালো ছিল অর্থে
would rather have + verb -এর
past participle ব্যবহৃত হয়।
- প্রদত্ত বাক্যে
last night থাকায় 'have stayed' সঠিক উত্তর হিসেবে নিতে হবে।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে- have stayed.

0
Updated: 18 hours ago
What does Ulysses mean by “gray spirit”?
Created: 3 weeks ago
A
His soul in old age
B
A dead soul
C
His kingdom
D
His son’s nature
“Gray spirit” বলতে ইউলিসিস তাঁর নিজের বৃদ্ধ আত্মাকে বোঝাচ্ছেন। বয়স বাড়লেও তাঁর মন এখনো জ্ঞান ও অভিযানের জন্য তৃষ্ণার্ত। তিনি বলেন তাঁর ধূসর আত্মা এখনো নতুন কিছু জানতে আকুল। এই অভিব্যক্তি তাঁর অদম্য মনোবল ও বার্ধক্যেও সক্রিয় থাকার ইচ্ছা প্রকাশ করে।

1
Updated: 3 weeks ago
The most famous satirist in English literature is -
Created: 3 weeks ago
A
Jonathan Swift
B
Alexander Pope
C
Joseph Addison
D
Richard Steel
ইংরেজি সাহিত্যের প্রসিদ্ধ ব্যঙ্গাত্মক লেখক: Jonathan Swift
Jonathan Swift (1667–1745):
-
তিনি একজন Anglo-Irish লেখক ও যাজক ছিলেন।
-
তার স্ত্রীর নাম ছিল Abigail Erick।
-
তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং Tories পার্টির পক্ষে প্যাম্পলেট লিখেছেন।
-
তাঁর সবচেয়ে পরিচিত ব্যঙ্গাত্মক (satirical) রচনা হলো ‘Gulliver’s Travels’।
-
তিনি প্রায়শই ছদ্মনাম Isaac Bickerstaff ব্যবহার করতেন।
প্রধান রচনাসমূহ:
-
Gulliver’s Travels
-
A Modest Proposal
-
Journal to Stella
-
The Battle of Books
-
A Tale of a Tub
উৎস: Britannica.com

0
Updated: 3 weeks ago
Which of the following is closest in meaning to “Imbue”?
Created: 2 weeks ago
A
Weaken
B
Neglect
C
Instill
D
Erase
• The closest in meaning to 'Imbue' is - Instill.
• Imbue (verb)
English Meaning: to inspire or permeate with a feeling, quality, or idea.
Bangla Meaning: প্রভাবিত করা; প্রবাহিত করা; সঞ্চার করা।
অপশন আলোচনা:
- Weaken - দুর্বল করা; শক্তি কমানো।
- Neglect - অবহেলা করা; উপেক্ষা করা।
- Instill - ঢালা; প্রবাহিত করা; প্রয়োগ করা।
- Erase - মুছে ফেলা; ধ্বংস করা।

0
Updated: 2 weeks ago