The synonym of 'Dilapidated'-
A
Smart
B
Agitated
C
Shabby
D
Fortified
উত্তরের বিবরণ
• The synonym of 'Dilapidated'- Shabby.
• Dilapidated (adjective)
- English Meaning: old and in poor condition; (esp. of a structure) in bad
condition and needing repair.
- Bangla Meaning: জীর্ণ;
ধ্বংসপ্রাপ্ত; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত।
• Given options:
ক) Smart - চটপটে; ছিমছাম।
খ)
Agitated - উত্তেজিত; বিক্ষুব্ধ।
গ)
Shabby - জীর্ণ;
হীন; নিকৃষ্ট।
ঘ)
Fortified - সুরক্ষিত; সমর্থন করা; উত্কর্ষবৃদ্ধি করা।
• সুতরাং,
অপশনগুলোর অর্থ বিবেচনা করে
দেখা যায়, The synonym of
'Dilapidated'- Shabby.

0
Updated: 18 hours ago
Birds of ___ feather flock together.
Created: 4 days ago
A
a
B
an
C
the
D
No article
• Article:
- A, An & The কে article বলে। এরা
noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন:
1. Indefinite: A, An 2. Definite: The
• Article এর নিয়মানুযায়ী,
সমজাতীয় কিছু(the
same, the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে
a/an বসে।
যেমন
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.

0
Updated: 4 days ago
"The Faerie Queene" is a -
Created: 1 week ago
A
Sonnet sequence
B
Epic poem
C
Drama
D
Novel
“The Faerie Queene” হলো একটি Epic Poem, রচিত Edmund Spenser দ্বারা। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম দীর্ঘ কবিতা এবং একটি Religious-Moral-Political Allegory হিসেবে পরিচিত।
-
সারসংক্ষেপ:
-
প্রথম প্রকাশিত: ১৫৯০
-
কবিতাটি 12 বইয়ে বিভক্ত, প্রতিটি বইতে এমন একজন knight-এর গল্প বর্ণনা করা হয়েছে, যিনি একটি নির্দিষ্ট নৈতিক গুণকে উপস্থাপন করে
-
উদাহরণ: Book I-এ Red Cross Knight বা Holiness-এর কাহিনী
-
Knights-রা Faerie Queene এর প্রতি সেবা করে, যিনি Glory এবং Queen Elizabeth I কে প্রতীকীভাবে উপস্থাপন করেন
-
-
Edmund Spenser:
-
পরিচিত “The Poet of Poets” হিসেবে
-
Elizabethan Period-এর বিখ্যাত সাহিত্যিক
-
তাকে বলা হয় “The Child of Renaissance and Reformation”
-
বিখ্যাত মহাকাব্য: The Faerie Queene, যা রানী Elizabeth-এর প্রশংসা করে লেখা এবং Allegory হিসেবে পরিচিত
-
-
Other Famous Poems:
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
The Shepheardes Calender
-
The Faerie Queene (Epic)
-
Amoretti (collection of 89 sonnets)
-

0
Updated: 1 week ago
Who is not a Romantic poet?
Created: 1 month ago
A
P. B. Shelley
B
Jane Austen
C
John Keats
D
Lord Byron
সঠিক উত্তর: Jane Austen একজন novelist, Romantic poet নয়।
মূল বিষয়:
-
Jane Austen:
-
English novelist
-
রোমান্টিক যুগের কবি নয়
-
উনিশ শতকের ইংরেজ সমাজের বাস্তবচিত্র উপন্যাসে তুলে ধরেছেন
-
তার রচনায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে গুরুত্ব দেওয়া হয়েছে
-
Jane Austen-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Sense and Sensibility (1811)
-
Pride and Prejudice (1813)
-
Mansfield Park (1814)
-
Northanger Abbey (1818, posthumously)
-
Persuasion (1818, posthumously)
-
Emma (1815)
Romantic যুগের কবিরা (তুলনামূলকভাবে):
-
P. B. Shelley
-
John Keats
-
Lord Byron
সারসংক্ষেপ: Jane Austen কবি নন; তিনি একজন রোমান্টিক যুগের novelist।

0
Updated: 1 month ago