The simple form of:
Though he has a busy schedule, he finds time to exercise.
A
Because of his having a busy schedule, he finds time to exercise.
B
In spite of his having a busy schedule, he finds time to exercise.
C
In spite of his being a busy schedule, he finds time to exercise.
D
Despite of his having a busy schedule, he finds time to exercise.
উত্তরের বিবরণ
- Complex Sentence:
Though he has a busy schedule, he finds time to exercise.
- Simple Sentence: In spite of his having a busy schedule, he finds time to
exercise.
• Though/ Although Clause- এ
has/have/ had থাকলে সে ক্ষেত্রে
Complex Sentence কে Simple Sentence
এ রূপান্তরের নিয়ম:
- Though/ Although এর পরিবর্তে Despite/ In Spite of বসে।
- Subject অনুসারে এর Possessive form বসে।
- has/have/had এর পরিবর্তে having বসে।
- প্রদত্ত Sentence এর বাকী অংশ বসবে।

0
Updated: 18 hours ago
What type of poem is "Lamia" by John Keats?
Created: 1 week ago
A
Ode
B
Narrative poem
C
Dramatic monologue
D
Sonnet
“Lamia” হলো একটি Narrative Poem, যা ১৮১৯ সালে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়। কবিতাটি Robert Burton এর Anatomy of Melancholy থেকে অনুপ্রাণিত।
-
সারসংক্ষেপ:
-
Lamia এক সুন্দরী নারী ছিল, কিন্তু শাস্তির ফলে সে একটি বিষাক্ত সাপে পরিণত হয়।
-
দেবতা Hermes তার সাহায্য করলে Lamia আবার মানুষের রূপ ফিরে পায়।
-
করিন্থ নগরীতে এসে সে তরুণ Lycius এর প্রতি গভীর প্রেম অনুভব করে এবং তার জাদু দিয়ে Lycius কে মুগ্ধ করে।
-
Lycius প্রেমে অন্ধ হয়ে তার দার্শনিক শিক্ষক Apollonius এর উপদেশ অগ্রাহ্য করে এবং Lamia-কে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
-
বিয়ের অনুষ্ঠানে Apollonius Lamia-র আসল পরিচয় প্রকাশ করে—সে এক সময় সাপ ছিল।
-
সত্য ফাঁস হবার সঙ্গে সঙ্গে Lamia রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যায় এবং Lycius মুহূর্তেই মারা যায়।
-
-
John Keats:
-
British Poet এবং Romantic Period-এর লেখক
-
English Romantic Lyric Poet, যিনি স্বল্প জীবন কাটিয়েও কবিতায় vivid imagery, sensuous appeal, এবং classical legend-এর মাধ্যমে দর্শনীয় ভাব প্রকাশ করার চেষ্টা করেছেন
-
উপাধি: Poet of Beauty, Poet of Sensuousness
-
পাশাপাশি Physician, Surgeon, এবং Doctor ছিলেন
-
সাহিত্যকর্মের মধ্যে আছে: Sonnets, Odes, এবং Epics
-
-
Famous Works:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Ode on Melancholy
-
Isabella
-
Lamia
-

0
Updated: 1 week ago
A part of a longer story or a larger sequence is called-
Created: 2 weeks ago
A
Canto
B
Couplet
C
Epitaph
D
Episode
Episode হলো একটি দীর্ঘ গল্প বা নাটকের অংশ, যা নিজেই সম্পূর্ণ হলেও পরবর্তী অংশের জন্য কিছু সূত্র রেখে যায় এবং গল্পের মোট কাঠামোতে অবদান রাখে।
-
Episode (উপাখ্যান)
-
একটি দীর্ঘ গল্প, নাটক বা সাহিত্যকর্মকে ছোট ছোট পর্বে বিভক্ত করে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়।
-
প্রতিটি episode নিজেই পূর্ণ হলেও পরবর্তী episode-এর জন্য কিছু ইঙ্গিত রেখে যায়।
-
গল্পের সামগ্রিক নকশায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
উদাহরণ: Jane Austen-এর Pride and Prejudice-এ Lydia-এর elopement এবং তার প্রভাবের বর্ণনা একটি episode।
-
অন্যান্য সম্পর্কিত সাহিত্যিক পদসমূহ
-
Canto
-
দীর্ঘ কবিতা বা মহাকাব্যের প্রধান ভাগ।
-
Italian শব্দ, Latin থেকে উদ্ভূত, যার অর্থ “song” বা “singing”।
-
ইংরেজিতে এটি কবিতার একটি বিভাগ বোঝাতে ব্যবহৃত হয়।
-
-
Epitaph (সমাধিলিপি)
-
মৃত ব্যক্তির সম্পর্কে সংক্ষিপ্ত বাণী, প্রায়শই তার সমাধিতে খোদাই করা থাকে।
-
Epitaph কবিতার আকারেও হতে পারে এবং কখনো কখনো কবি বা লেখক জীবদ্দশায় এটি লিখেছেন।
-
Greek শব্দ epitaphios থেকে উদ্ভূত, যার অর্থ “funeral oration”।
-
-
Couplet (দ্বিপদী)
-
সমান মাপের এবং অন্ত্যমিলযুক্ত দুটি লাইন বা চরণ।
-
কবিতায় একত্রে রাইম করা দুটি লাইনকে couplet বলা হয়।
-

0
Updated: 2 weeks ago
"The Time Machine" is a -
Created: 1 week ago
A
Religious Novel
B
Non-Religious Novel
C
Historical Novel
D
Scientific Novel
“The Time Machine” হলো একটি Scientific Novel, রচিত H. G. Wells দ্বারা। এটি ১৮৯৫ সালে প্রকাশিত হয় এবং Wells-এর প্রথম উপন্যাস হিসেবে সাহিত্যজগতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে। Novelটি Earliest works of science fiction এবং “time travel” উপশ্রেণীর প্রবর্তক হিসেবে পরিচিত।
-
সারসংক্ষেপ:
-
গল্পের কেন্দ্রবিন্দু একজন Victorian Scientist, যিনি দাবি করেন তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা তাকে সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করতে সক্ষম করে
-
Time Machine-এর মাধ্যমে তিনি ভবিষ্যতে ৮০২,৭০১ সালের লন্ডনে পৌঁছান
-
Novelটি একটি Scientific Romance, যা ১৯শ শতকের বিবর্তনের প্রতি ধারনা এবং প্রগতিশীল বিশ্বাসকে চ্যালেঞ্জ করে
-
-
H. G. Wells:
-
পূর্ণ নাম: Herbert George Wells
-
English Novelist, Journalist, Sociologist, এবং Historian
-
বিখ্যাত Science Fiction novels: The Time Machine, The War of the Worlds
-
-
অন্য উল্লেখযোগ্য Science Fiction কাজসমূহ:
-
The Invisible Man
-
The War of the Worlds
-
The Island of Doctor Moreau
-
The First Men in the Moon
-

0
Updated: 1 week ago