Fill in the gap with the right form of the verb:
We helped him ______ the work.
A
with finishing
B
finishing
C
finish
D
finished
উত্তরের বিবরণ
Complete Sentence: We helped him finish the work.
-
বাংলা অর্থ: আমরা তাকে কাজটি শেষ করতে সাহায্য করেছি।
-
Causative Verb:
-
অর্থ: Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়
-
প্রচলিত causative verbs: Help, Get, Have, Let, Make
-
Make, Have, Get-এর মাধ্যমে অনেক verb-কে causative verb বানানো যায়
-
-
Structure of Help as a Causative Verb:
-
Subject + help (any tense) + action doer + base form / infinitive (to + base form) + extension
-
-
Example:
-
We have to help her find her keys
-
-
অন্য অপশনগুলো এই নিয়ম অনুসারে সঠিক নয়
0
Updated: 1 month ago
Franz Kafka is a -
Created: 1 month ago
A
French writer
B
Russian writer
C
German writer
D
African writer
Franz Kafka ছিলেন একজন প্রভাবশালী জার্মান ভাষার লেখক, যিনি Existentialist এবং Modernist সাহিত্যের ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রচনায় মানবজীবনের বিচ্ছিন্নতা, অস্বস্তি, অযৌক্তিকতা, এবং আমলাতান্ত্রিক জটিলতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
বিশেষভাবে তার উপন্যাস “Der Prozess” (১৯২৫; The Trial) এবং ছোটগল্প “Die Verwandlung” (১৯১৫; The Metamorphosis)-এ ২০শ শতকের ইউরোপ ও উত্তর আমেরিকার মানুষের উদ্বেগ এবং বিচ্ছিন্নতার প্রতিচ্ছবি পাওয়া যায়। Kafka ছিলেন একজন ব্যতিক্রমী ও রহস্যময় সাহিত্যিক, যার রচনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
Notable works:
-
The Trial (novel)
-
The Castle
-
Meditation
-
Amerika (novel)
-
In the Penal Colony
-
The Metamorphosis (novella)
-
The Judgment
-
Description of a Struggle
-
Letter to Father
Source:
0
Updated: 1 month ago
They prepared ___ lovely dinner for the guests.
Created: 2 months ago
A
a
B
an
C
the
D
Zero article
নিয়ম:
-
Meals-এর আগে সাধারণত a/an ব্যবহার করা হয় না।
-
উদাহরণ: I have breakfast at 8 a.m.
-
এখানে breakfast noun, কিন্তু সাধারণ নামের meal, তাই article লাগে না।
-
-
Meals-এর আগে যদি adjective থাকে, তাহলে a/an ব্যবহার করা হয়।
-
উদাহরণ: We had a good breakfast yesterday.
-
এখানে good adjective, তাই a লাগে।
-
Complete sentence:
-
They prepared a lovely dinner for the guests.
-
এখানে lovely adjective, তাই a বসানো হয়েছে।
Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
0
Updated: 2 months ago
Which one is correct?
Created: 1 month ago
A
Diarrhoea
B
Dirrhaea
C
Direa
D
Dyrrhoea
The correct spelling is ‘Diarrhoea’.
Diarrhoea:
-
English meaning: An illness in which waste matter is passed from the bowels more frequently than usual and in a liquid or watery form.
-
Bangla meaning: উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।
-
Example sentence: He suffered from diarrhoea after eating street food.
Bangla meaning: রাস্তার খাবার খাওয়ার পর তার ঘন ঘন পাতলা পায়খানা শুরু হয়।
0
Updated: 1 month ago