Which of the following nouns does not add ‘ves’ in the plural form?
A
wife
B
wolf
C
proof
D
half
উত্তরের বিবরণ
• The correct answer is - proof.
• Proof (Noun, adjective, verb)
- English Meaning: a fact or piece of information that shows that something
exists or is true.
- Bangla Meaning: প্রমাণ;
সাক্ষ্যপ্রমাণ; সাবুদ; সাক্ষ্যসাবুদ; নিদর্শন; প্রমাণীকরণ; প্রতিপাদন।
- এর plural হিসেবে 'proofs or proof' use
করা হয়।
অন্যদিকে,
ক) wife (পত্নী; স্ত্রী) এর plural হলো wives.
খ)
wolf (নেকড়ে) এর plural হলো wolves.
ঘ)
half (অর্ধেক) এর plural হলো halves.
- অর্থাৎ, এই তিনটি
noun এর সাথে
'ves' যুগ করে
plural করতে হয়।

0
Updated: 18 hours ago
"Santiago" is the protagonist of Ernest Hemingway's novel-
Created: 18 hours ago
A
The Sun Also Rises
B
The Old Man and the Sea
C
A Farewell to Arms
D
In Our Time
• "Santiago" is the protagonist of Ernest
Hemingway's novel 'The Old Man and the Sea'.
• The Old Man and the Sea:
- Ernest Hemingway wrote the novel 'The Old Man and the Sea'.
- ১৯৫২ সালে প্রকাশিত এই
উপন্যাসটি short heroic
novel হিসেবে পরিচিত।
- Ernest Hemingway রচিত
শেষ major work of
fiction হচ্ছে 'The Old
Man and the Sea'.
- গল্পটি একজন বয়স্ক জেলেকে
(fisherman Santiago) কেন্দ্র
করে যিনি একটি giant Marlin কে ধরার
জন্য একটি epic battle এ নিযুক্ত হন।
- তিনি একজন old Cuban fisherman.
• Main Characters:
- Santiago (Protagonist),
- The Marlin,
- Manolin,
- Joe DiMaggio,
- Perico,
- Martin, etc.
• Ernest Hemingway (1899-1961):
- Ernest Hemingway ছিলেন
একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক।
- তার পুরো নাম Ernest Miller Hemingway.
- তার লেখার সহজ ও সংক্ষিপ্ত
গদ্যশৈলী এবং বাস্তবধর্মী চরিত্রচিত্রণ
তাকে বিংশ শতাব্দীর অন্যতম
গুরুত্বপূর্ণ লেখক হিসেবে প্রতিষ্ঠিত
করেছে।
- The Sun Also Rises তার
প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি 1954 সালে
নোবেল পুরস্কার লাভ করেন।
- এছাড়া The Old Man
and the Sea উপন্যাসের জন্য 1953 সালে পুলিৎজার পুরস্কার
লাভ করেন।
• Notable works:
- The Sun Also Rises,
- The Old Man and the Sea,
- A Farewell to Arms,
- Green Hills of Africa,
- The Fifth Column,
- In Our Time, etc.

0
Updated: 18 hours ago
Fill in the gap with the appropriate preposition:
My father prevailed _____ some friends to let us stay with them.
Created: 18 hours ago
A
to
B
over
C
on
D
with
• Complete sentence:
My father prevailed on some friends to let us stay with them.
- Bangla meaning: আমার বাবা কিছু বন্ধুকে রাজি করেছিলেন যাতে তারা আমাদেরকে তাদের সাথে থাকতে দেয়।
• Prevail on/upon someone to do something
- English Meaning: to persuade someone to do something.
- Bangla Meaning: বুঝিয়ে সুজিয়ে রাজি করানো; উদ্বুদ্ধ করা।
আবার,
• Prevail (over/against) - জয়লাভ করা; সাফল্যের সঙ্গে লড়াই করা।
-যেমন: Truth will always prevail over lies.

0
Updated: 18 hours ago
Who is the author of the play "Pygmalion"?
Created: 1 week ago
A
T. S. Eliot
B
P. B. Shelley
C
G. B. Shaw
D
W. B. Yeats
“Pygmalion” নাটকের রচয়িতা হলেন G. B. Shaw (George Bernard Shaw)। এটি একটি রোমান্টিক কমেডি নাটক, যা ৫টি অঙ্কে (acts) বিভক্ত। প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায়, জার্মান ভাষায়, এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে। নাটকটির মূল বিষয় হলো ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ও প্রেমের জটিলতা।
প্রধান চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill
সারসংক্ষেপ:
-
নাটকটি ইংরেজ সমাজের শ্রেণিবৈষম্য ও ভাষার প্রভাব নিয়ে লেখা।
-
Mrs. Higgins বাজি ধরেন যে তিনি Eliza Doolittle নামের একজন সাধারণ ফুল বিক্রেতার ভাষা ও আচরণ পরিবর্তন করে তাকে অভিজাত রমণীতে রূপান্তর করতে পারবেন।
-
Eliza কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সমাজে নিজের অবস্থান গড়তে সক্ষম হয়, কিন্তু Mrs. Higgins তাকে কেবল একটি পরীক্ষা হিসেবে দেখে।
-
নাটকটি Eliza Doolittle-এর আত্মমর্যাদার জাগরণ ও নিজের পরিচয় অনুসন্ধানের গল্প তুলে ধরে।
George Bernard Shaw (1856–1950)
-
Irish Playwright এবং Critic
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ
-
উপাধি: The greatest modern English dramatist, The father of modern English Drama
উল্লেখযোগ্য নাটক:
-
Man and Superman
-
Arms and the Man
-
Candida
-
Caesar and Cleopatra
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Doctor's Dilemma
-
Man of Destiny
-
Pygmalion
-
Major Barbara

0
Updated: 1 week ago