She herself wrote the letter.
Here, 'herself' is a/an-
A
Reflexive Pronoun
B
Personal Pronoun
C
Emphatic Pronoun
D
Relative Pronoun
উত্তরের বিবরণ
• She herself wrote the letter.
- Here, 'herself' is an Emphatic Pronoun.
• Emphatic Pronoun:
- Reflexive pronoun যখন
বাক্যে subject/object
-এর উপর জোর দিতে
ব্যবহার করা হয়, তখন
তাকে Emphatic Pronoun বলে।
- অর্থাৎ,
subject/object -এর পরেই যদি Reflexive pronoun ব্যবহৃত হয়,
তখন সেই Reflexive pronoun টি Emphatic Pronoun হয়ে যায়।
- প্রশ্নে উল্লিখিত বাক্যে, জোর দিয়ে বলা
হয়েছে যে 'সে নিজেই
চিঠিটি লিখেছে '।
• Reflexive pronoun:
- যে সকল pronoun, personal
pronoun -এর সাথে self/selves যোগে গঠিত হয়ে
subject ও object একই ব্যক্তিকে বোঝায়
সেগুলোকে Reflexive
pronoun বলে।
- কিছু Reflexive
pronoun হচ্ছে -
myself, himself, herself, itself, ourselves, yourselves, themselves, etc.
• Reflexive Pronoun vs Emphatic Pronoun:
- Verb বা preposition
-এর পরে বসলে Reflexive pronoun.
- যেমন: I cut myself.
- আর
Noun/pronoun ( subject/object) -এর
পরে বসলে Emphatic Pronoun হবে।
- যেমন: I myself saw
the accident happen.

0
Updated: 18 hours ago
If you cry wolf too often, people will stop believing you.
Here, the phrase "cry wolf" means -
Created: 2 days ago
A
To ask for help when it is really needed.
B
To pretend to be innocent.
C
To show courage in danger.
D
To give a false alarm repeatedly.
• The required answer is - To give a false alarm
repeatedly.
• Cry wolf (Idiom)
- English Meaning: Call for help when it is not needed, with the effect that
one is not believed when one really does need help.
- Bangla Meaning: অপ্রয়োজনে
সাহায্য চেয়ে প্রয়োজনের সময়
সাহায্য না পাওয়া
• Example Sentence: If you cry wolf too often, people will stop
believing you.
- Bangla Meaning: যদি তুমি অপ্রয়োজনে সাহায্য
চেয়ে বেড়াও, মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে
ফেলবে।

0
Updated: 2 days ago
Choose the correct sentence.
Created: 5 days ago
A
No sooner have they started the meeting than the fire alarm went off.
B
No sooner had they started the meeting than the fire alarm had went off.
C
No sooner had they started the meeting then the fire alarm went off.
D
No sooner had they started the meeting than the fire alarm went off.
Complete sentence: No sooner had they started the meeting
than the fire alarm went off.
- Bangla Meaning: মিটিং
শুরু হতেই ফায়ার এলার্মটা
বাজতে লাগল।
• No sooner had.....than হচ্ছে
Correlative conjunction.
- No sooner had.....than যুক্ত
বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than +
subject + 2nd clause (verb এর
past form).
• No sooner had, Hardly had, Scarcely had সবগুলোই
"করতে না করতেই/ হতে
না হতেই" এ রকম অর্থে
ব্যবহৃত হয়।
• নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়)
ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত
হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়)
ব্যবহৃত হয়।
More Examplse:
- No sooner had she arrived at the station than the train departed.
- No sooner had I finished my homework than the phone rang.
- No sooner had we left the house than it began to rain.

0
Updated: 5 days ago
The tragedy 'Samson Agonistes' was penned by ______.
Created: 5 days ago
A
Christopher Marlowe
B
Henrick Ibsen
C
John Milton
D
Arthur Miller
Samson Agonistes একটি নাট্যকৃতি যা John Milton রচিত এবং ১৬৭১ সালে প্রকাশিত হয়। এটি গ্রিক মডেলের উপর ভিত্তি করে রচিত এবং অনেক সমালোচক এটিকে “greatest English drama” হিসেবে অভিহিত করেছেন।
নাটকটি মূলত পড়ার জন্য লেখা হয়, মঞ্চে উপস্থাপনার জন্য নয়। কাজটি Samson-এর জীবনের শেষ অধ্যায় নিয়ে এবং এটি বাইবেলীয় Book of Judges এর কাহিনীকে পুনরায় বর্ণনা করে।
-
এটি closet tragedy নামেও পরিচিত।
-
নাটকের বিষয়বস্তু মূলত Samson-এর জীবনের শেষ পর্ব ও তার সংগ্রামকে কেন্দ্র করে।
-
এই ধরনের নাটক সাধারণত পড়ার উপযোগী, সরাসরি মঞ্চস্থ করার জন্য নয়।
John Milton ১৬০৮ সালে লন্ডন, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি একজন English poet, pamphleteer এবং historian ছিলেন। শেক্সপিয়ারের পর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ English লেখক হিসেবে বিবেচিত।
যদিও তিনি মূলত কবি হিসেবে পরিচিত, তবুও কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও রচনা করেছেন। তাকে বলা হয় the Epic Poet এবং তিনি Blank Verse-এর মহান মাস্টার হিসেবেও পরিচিত।
Milton-এর কিছু উল্লেখযোগ্য কাজ:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)

0
Updated: 5 days ago