A
মৃদু রঞ্জন রশ্মি
B
বিটা রশ্মি
C
গামা রশ্মি
D
কসমিক রশ্মি
উত্তরের বিবরণ
রঙিন টেলিভিশন থেকে কিছু ক্ষুদ্র পরিমাণের ক্ষতিকর রঞ্জন রশ্মি নির্গত হয়।
রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য ব্যবহৃত মৌলিক যন্ত্রপাতিগুলো সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রেও একই রকমই ব্যবহৃত হয়।
তবে রঙিন চিত্র প্রেরণ ও গ্রহণের জন্য রঙিন টেলিভিশনে অতিরিক্ত কিছু বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়।
রঙিন টেলিভিশনের ক্যামেরায় লাল, নীল এবং সবুজ—এই তিনটি মূল রঙের জন্য পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে।
গ্রাহকের টেলিভিশন সেটেও এই তিনটি রংয়ের জন্য তিনটি ইলেকট্রন গান ব্যবহার করা হয়।
পর্দাটিও তিন রকমের ফসফর দানার সমন্বয়ে গঠিত।
যখন ইলেকট্রন গান থেকে নির্গত ইলেকট্রন বিম ফসফর দানার ওপর পড়ে, তখন সেই নির্দিষ্ট রঙের ফসফরই আলোকিত হয়।
ফলস্বরূপ, পর্দায় একযোগে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু তৈরি হয়, এবং এদের মিশ্রণে টেলিভিশনের পর্দায় বিভিন্ন রঙিন ছবি ফুটে ওঠে।
পর্দার ফসফরগুলো ইলেকট্রন আঘাতের ফলে ক্ষুদ্র পরিমাণের মৃদু রঞ্জন রশ্মি উৎপন্ন করে, যা অত্যন্ত নগণ্য হওয়ায় সাধারণত গুরুত্ব দেয়া হয় না।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
এসবেসটস কি?
Created: 2 weeks ago
A
অগ্নি নিরোধক খনিজ পদার্থ
B
কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
C
বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
D
এক ধরনের রাসায়নিক পদার্থ
এসবেস্টস একধরনের অগ্নি প্রতিরোধী খনিজ উপাদান।
-
এটি ম্যাগনেসিয়াম-ভিত্তিক একটি আকরিক হিসেবে পরিচিত।
-
তাপ ও আগুন প্রতিরোধের অসাধারণ ক্ষমতার কারণে এটি বৈদ্যুতিক এবং ভবন নিরোধক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।
-
প্রত্যেক ফায়ার সার্ভিস সহায়ক কর্মী একই ধরনের এসবেস্টস তন্তুর সংস্পর্শে এসেছিলেন।
-
তাছাড়া, আগুন নির্বাপণ কেন্দ্রের বিভিন্ন নির্মাণসামগ্রী, ফায়ার ট্রাকের যন্ত্রাংশ ও সুরক্ষা সরঞ্জাম তৈরিতে এসবেস্টস ব্যবহৃত হতো।

0
Updated: 2 weeks ago
সূর্যে শক্তি উৎপন্ন হয়-
Created: 2 weeks ago
A
পরমাণুর ফিশন পদ্ধতিতে
B
পরমাণুর ফিউশন পদ্ধতিতে
C
রাসায়নিক বিক্রিয়ার ফলে
D
তেজস্ক্রিয়তার ফলে
সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে।
- সূর্য থেকে যে শক্তি পাওয়ার যায় তাকে বলা হয় সৌরশক্তি।
- সূর্য সকল শক্তির উৎস।
- পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্যের কিরণ থেকে তৈরি হয়েছে।
- প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়।
- এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
Created: 2 weeks ago
A
কিডনির পাথর গলাতে
B
পিত্তপাথর গলাতে
C
গলগণ্ড রোগ নির্ণয়ে
D
নতুন পরমাণু তৈরিতে
কিছু আইসোটোপের নিউক্লিয়াস স্বাভাবিকভাবে স্থিতিশীল না হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়।
এই ধরনের অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে বিভিন্ন ধরনের কণা এবং কখনো কখনো ইলেক্ট্রোম্যাগনেটিক রশ্মি নির্গত হয়। এমন অস্থির প্রকৃতির আইসোটোপকে রেডিওআইসোটোপ (radioisotope) বলা হয়।
রেডিওআইসোটোপ চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ, আয়োডিন-১৩১ (Iodine-131) নামক একটি রেডিওআইসোটোপ রয়েছে যার অর্ধায়ু (half-life) প্রায় ৮ দিন। এটি থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিরীক্ষণ, গলগণ্ড ও থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা এবং মস্তিষ্ক ও যকৃতের টিউমার শনাক্তে ব্যবহৃত হয়।
উৎস: পদার্থবিজ্ঞান (নবম-দশম শ্রেণি), বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং Britannica Encyclopedia

0
Updated: 2 weeks ago