Fill in the gap with the appropriate preposition:
My father prevailed _____ some friends to let us stay with them.
A
to
B
over
C
on
D
with
উত্তরের বিবরণ
• Complete sentence:
My father prevailed on some friends to let us stay with them.
- Bangla meaning: আমার বাবা কিছু বন্ধুকে রাজি করেছিলেন যাতে তারা আমাদেরকে তাদের সাথে থাকতে দেয়।
• Prevail on/upon someone to do something
- English Meaning: to persuade someone to do something.
- Bangla Meaning: বুঝিয়ে সুজিয়ে রাজি করানো; উদ্বুদ্ধ করা।
আবার,
• Prevail (over/against) - জয়লাভ করা; সাফল্যের সঙ্গে লড়াই করা।
-যেমন: Truth will always prevail over lies.

0
Updated: 18 hours ago
What is the closest meaning of the word “Obloquy”?
Created: 1 week ago
A
High praise
B
Secret admiration
C
Kind encouragement
D
Public criticism and disgrace
Obloquy (noun) অর্থ হলো গণধিক্কার, সমালোচনা বা অপযশ যা সম্মান ও মর্যাদা কমায়।
-
ইংরেজি অর্থ:
-
Strong public criticism
-
Loss of respect and honour
-
-
বাংলা অর্থ: গণধিক্কার; নিন্দা; অপযশ
-
Synonyms: Insult (নিন্দা), Disgrace (সমালোচনা), Abuse (গালাগালি), Censure (তীর্যক মন্তব্য), Affront (অপমান করা)
-
Antonyms: Approval (অনুমোদন), Flattery (স্তাবকতা), Respect (সম্মান), Honor (সম্মান, মর্যাদা), Compliment (প্রশংসা)
-
উদাহরণ বাক্য:
-
It is a modern, sentimental fiction that always to ladle virtue over the working-class characters and obloquy over the rich ones.
-
I do not mean to suggest that these wide receivers are uniquely deserving of obloquy.
-
সঠিক অর্থ: Public criticism and disgrace

0
Updated: 1 week ago
Adnan can eat ___ his brother.
Created: 1 month ago
A
twice as
B
twice as much as
C
twice as more as
D
twice times
• সঠিক উত্তর: খ) twice as much as
-
Full Sentence:
Adnan can eat twice as much as his brother.
-
অর্থ (বাংলা):
আদনান তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ খেতে পারে।
-
ব্যাখ্যা:
"Twice as much as" হলো সঠিক comparative structure, যখন uncountable quantities (যেমন খাবারের পরিমাণ) তুলনা করা হয়।
Full Sentence:
Adnan can eat twice as much as his brother.
অর্থ (বাংলা):
আদনান তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ খেতে পারে।
ব্যাখ্যা:
"Twice as much as" হলো সঠিক comparative structure, যখন uncountable quantities (যেমন খাবারের পরিমাণ) তুলনা করা হয়।
• অন্যান্য Options
-
ক) twice as
-
অসম্পূর্ণ (Incomplete)।
-
সঠিক অর্থ বোঝানোর জন্য বলা প্রয়োজন twice as much/many as।
-
গ) twice as more as
-
ভুল comparative form।
-
"Twice" এর সাথে "more" একসাথে ব্যবহার করা যায় না।
-
সঠিক: twice as much as, not twice as more as।
-
ঘ) twice times
-
ভুল এবং redundant।
-
কারণ "twice" এর অর্থই two times, তাই "twice times" ব্যবহার করা যায় না।
ক) twice as
-
অসম্পূর্ণ (Incomplete)।
-
সঠিক অর্থ বোঝানোর জন্য বলা প্রয়োজন twice as much/many as।
গ) twice as more as
-
ভুল comparative form।
-
"Twice" এর সাথে "more" একসাথে ব্যবহার করা যায় না।
-
সঠিক: twice as much as, not twice as more as।
ঘ) twice times
-
ভুল এবং redundant।
-
কারণ "twice" এর অর্থই two times, তাই "twice times" ব্যবহার করা যায় না।
📖 Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
What is a common theme in Elegy?
Created: 1 week ago
A
Celebration of nature
B
The triumph of love
C
The glory of war
D
The mourning for death
Elegy হলো এক ধরনের গীতিকবিতা, যার মূল উদ্দেশ্য হলো কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা বা কোনো মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করা। সাধারণত এতে গভীর ভাবগাম্ভীর্য থাকে এবং এটি ধীর ও শোকপূর্ণ সুরে লেখা হয়।
-
সংজ্ঞা: A lyric poem mourning for death of an individual or lamenting over a tragic event is called Elegy.
-
এটি প্রিয়জনের মৃত্যুর শোক প্রকাশ দিয়ে শুরু হয়।
-
সাধারণত এর প্রকৃতি meditative এবং স্বরভঙ্গি grave হয়।
-
সমাপ্তিতে বক্তা প্রায়ই সান্ত্বনা ও শান্তনা খোঁজার চেষ্টা করেন।
English literature-এর বিখ্যাত elegy:
-
In Memoriam — Alfred Tennyson
-
Lycidas — John Milton
-
Adonais — P. B. Shelley
-
Elegy Written in a Country Churchyard — Thomas Gray
Lycidas (John Milton):
-
এটি একটি শোকগাথা, যা কবি তাঁর বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজডুবিতে মৃত্যুর প্রেক্ষিতে রচনা করেছিলেন।
অতএব, Elegy কেবল শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মৃত্যু, হারানো এবং জীবনের ক্ষণস্থায়ীতার ওপর গভীর দার্শনিক চিন্তাধারার প্রতিফলনও ঘটায়।
Source:

0
Updated: 1 week ago