The original name of O' Henry is-
A
Eric Arthur Blair
B
Captain Hercules Vinegar
C
William Sidney Porter
D
Samuel Langhorne Clemens
উত্তরের বিবরণ
• The original name of O' Henry is William Sidney Porter.
• O' Henry (1862-1910):
- O' Henry লেখকের আসল নাম নয়,
বরং এটি মার্কিন লেখক
William Sidney Porter -এর
একটি ছদ্ম নাম।
- তিনি Modern Period এর একজন বিখ্যাত
লেখক এবং তাঁর pseudonym O' Henry নামেই বেশি
পরিচিত।
- তার লেখায় উঠে এসেছে নিউইয়র্কের
সাধারণ মানুষের জীবনের নানা কাহিনী।
- হাস্যরসাত্মক আর নাটকীয় বর্ণনা
তার ছোটগল্পগুলোর অন্যতম বৈশিষ্ট্য।
- Surprise ending বা গল্পগুলো আকস্মিক শেষ হয়ে যাওয়ার
নতুন একটি প্রবনতা তিনিই
প্রথম চালু করেছিলেন।
- তার গল্পগুলিতে হাস্যরস, সহানুভূতি এবং মানব প্রকৃতির
গভীর উপলব্ধি দেখা যায়।
• Notable works:
- Roads of Destiny,
- Sixes and Sevens,
- Strictly Business,
- The Four Million,
- The Furnished Room,
- The Gift of the Magi,
- The Last Leaf,
- Heart of the West,
- O. Henry Encore,
- O. Henryana,
- The Ransom of Red Chief,
- The Trimmed Lamp,
- The Voice of the City,
- Waifs and Strays,
- Whirligigs, etc.
• অন্যদিকে,
- Eric Arthur Blair is the real name of George Orwell.
- Captain Hercules Vinegar ছদ্মনামে
লিখেছেন Henry
Fielding.
- Samuel Langhorne Clemens was the real name of Mark Twain.

0
Updated: 18 hours ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 4 weeks ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 4 weeks ago
Seamus Heaney was -
Created: 1 month ago
A
American author
B
Russian author
C
Irish author
D
French author

0
Updated: 1 month ago
Which of the following has only a principal clause?
Created: 2 weeks ago
A
Call me when you arrive.
B
No sooner had I arrived than the show started.
C
He finished his homework.
D
I will help you if you need me.
• Principal Clause:
-
Principal Clause হলো এমন একটি clause যার মধ্যে subject এবং predicate (verb) থাকে এবং যা নিজে থেকেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। এটি অন্য কোনো clause-এর উপর নির্ভরশীল নয়।
• মূল বৈশিষ্ট্য:
-
Subject থাকবে।
-
Predicate (Verb) থাকবে।
-
Complete Thought প্রকাশ করবে।
-
একা দাঁড়াতে পারবে, অর্থাৎ standalone হতে পারবে।
• উদাহরণ:
-
বাক্য: "He finished his homework."
-
Subject: He
-
Verb: finished
-
এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে এবং অন্য clause-এর ওপর নির্ভরশীল নয়।
-
-
সুতরাং, এটি একটি Principal Clause।

0
Updated: 2 weeks ago