The original name of O' Henry is-
A
Eric Arthur Blair
B
Captain Hercules Vinegar
C
William Sidney Porter
D
Samuel Langhorne Clemens
উত্তরের বিবরণ
O. Henry হলো মার্কিন লেখক William Sidney Porter-এর ছদ্মনাম।
-
O. Henry (1862–1910):
-
আসল নাম: William Sidney Porter
-
Modern Period-এর একজন বিখ্যাত লেখক
-
pseudonym O. Henry নামেই বেশি পরিচিত
-
লেখায় উঠে আসে নিউইয়র্কের সাধারণ মানুষের জীবনের নানা কাহিনী
-
হাস্যরসাত্মক এবং নাটকীয় বর্ণনা তার ছোটগল্পগুলোর অন্যতম বৈশিষ্ট্য
-
Surprise ending বা আকস্মিক সমাপ্তি চালু করার নতুন প্রবণতা তিনি প্রথম নিয়েছেন
-
গল্পে হাস্যরস, সহানুভূতি এবং মানব প্রকৃতির গভীর উপলব্ধি প্রকাশ পায়
-
-
Notable Works:
-
Roads of Destiny
-
Sixes and Sevens
-
Strictly Business
-
The Four Million
-
The Furnished Room
-
The Gift of the Magi
-
The Last Leaf
-
Heart of the West
-
O. Henry Encore
-
O. Henryana
-
The Ransom of Red Chief
-
The Trimmed Lamp
-
The Voice of the City
-
Waifs and Strays
-
Whirligigs
-
-
Other Authors and Real Names:
-
Eric Arthur Blair → George Orwell
-
Captain Hercules Vinegar → Henry Fielding
-
Samuel Langhorne Clemens → Mark Twain
-
0
Updated: 1 month ago
Choose the sentence that misuses the determiner.
Created: 1 month ago
A
We have plenty of reasons to be proud.
B
They barely heard no sounds in the deep forest.
C
There is little chance of winning the game.
D
He showed a little kindness to the stranger.
Correct Sentence: They heard no sounds in the deep forest।
Explanation:
-
"Barely" নিজেই একটি negative অর্থবাচক শব্দ, তাই এর পরে "no" ব্যবহার করা যায় না।
-
তাই সঠিক বাক্য হলো: They heard no sounds in the deep forest।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) We have plenty of reasons to be proud।
-
"Plenty of" সঠিক determiner, যা countable noun "reasons" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
"Plenty of" (প্রচুর; অঢেল) countable এবং uncountable noun উভয়ের পূর্বে ব্যবহার করা যায়।
-
-
গ) There is little chance of winning the game।
-
"Little" সঠিক determiner, যা uncountable noun "chance" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
"Little" (নগণ্য; নাই বললেই চলে) শুধুমাত্র uncountable noun-এর আগে আসে।
-
-
ঘ) He showed a little kindness to the stranger।
-
"A little" সঠিক determiner, যা uncountable noun "kindness" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
Source:
0
Updated: 1 month ago
Which of the following is correct:
Created: 1 month ago
A
Each of the students are good.
B
Each of the students is good.
C
Each of the student is good.
D
All of the students is good.
বাক্যটি “Each of the students is good” সঠিকভাবে গঠিত কারণ “Each” একটি singular subject। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Each হলো singular subject, যদিও এটি একাধিক ব্যক্তি বা জিনিসকে বোঝায়।
-
Singular subject-এর সাথে singular verb ব্যবহার হয়, তাই এখানে is ব্যবহার করা হয়েছে, are নয়।
-
সঠিক phrase: Each of the students (plural noun “students” ব্যবহার হয় “each of” এর পরে)।
-
এখানে “Each” মানে প্রত্যেক এবং এটি একবচন, তাই singular verb is ব্যবহার করা হয়েছে।
-
Other options:
-
ক) Each of the students are good – “Each” singular, তাই “are” ভুল।
-
গ) Each of the student is good – “student” plural হওয়া উচিত (“students”)।
-
ঘ) All of the students is good – “All” plural, তাই verb are হওয়া উচিত, “is” নয়।
-
0
Updated: 1 month ago
Choose the right form of verb: It is high time we (act) on the matter.
Created: 1 month ago
A
are acting
B
acted
C
have acted
D
could act
Complete Sentence: It is high time we acted on the matter.
এই বাক্যটি “It is high time we acted on the matter” নির্দেশ করে যে বিষয়টি অনুযায়ী কাজ করার উপযুক্ত সময় এসেছে। এখানে আমরা “It is high time” ব্যবহারের নিয়ম এবং এর প্রয়োগ স্পষ্টভাবে দেখতে পারি।
-
It is time / It is high time এর পর যদি subject আসে, তাহলে subject-এর পরের verb past form এ থাকবে।
-
উদাহরণ: বাক্যটির verb হলো acted।
-
-
It is time / It is high time এর পরে যদি subject না আসে এবং সরাসরি verb আসে, তাহলে ঐ verb-এর Infinitive form ব্যবহার করা হবে।
-
উদাহরণ: It is high time to change our attitude.
-
0
Updated: 1 month ago