"Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air."
Who of the following wrote these lines?
A
Lord Byron
B
Thomas Gray
C
Alexander pope
D
P. B. Shelley
উত্তরের বিবরণ
“Full many a flower is born to blush unseen, And waste its sweetness on the desert air.”
-
এই পঙক্তি লিখেছেন Thomas Gray তাঁর Elegy Written in a Country Churchyard-এ।
-
ভাবার্থ:
-
কবি বলছেন, অনেক সুন্দর ও মূল্যবান জিনিস জন্ম নেয়, কিন্তু তা কারও দৃষ্টিগোচর হয় না বা কেউ তার গুণের প্রশংসা করে না।
-
ফলে সেই সৌন্দর্য বা গুণ নির্জন স্থানে অপচয় হয়ে যায়, কারণ তা কেউ দেখে না বা উপভোগ করে না।
-
-
Elegy Written in a Country Churchyard:
-
প্রকাশিত: ১৭৫১
-
ধরণ: ধ্যানমূলক এলেজি (Meditative Elegy)
-
বিষয়: গ্রামের সাধারণ মানুষের জীবনে প্রতিভা থাকলেও দারিদ্র্য ও অজ্ঞতার কারণে তা বিকশিত হয়নি
-
-
Thomas Gray (1716–1771):
-
The Age of Sensibility-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক
-
ইংরেজ কবি, পন্ডিত এবং অধ্যাপক
-
আবেগময় এবং প্রতিফলিত কবিতার জন্য পরিচিত
-
খ্যাতি: Graveyard poet
-
An Elegy Written in a Country Churchyard ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এলেজি
-
-
Famous Quotations:
-
"Where ignorance is bliss, it is folly to be wise."
-
"Full many a flower is born to blush unseen, And waste its sweetness on the desert air."
-
"The paths of glory lead but to the grave."
-
"Sorrow never comes too late."
-
-
Notable Works:
-
An Elegy Written in a Country Churchyard
-
Ode on a Distant Prospect of Eton College
-
The Bard
-
The Progress of Poesy
-
0
Updated: 1 month ago
(Qs. 36-40) Out of four alternatives, choose the best one that can be substituted for the given words/ sentences. That which cannot be avoided.
Created: 1 month ago
A
Inevitable
B
Irreparable
C
Incomparable
D
Indisputable
Inevitable (Adjective)
-
English Meaning: That you cannot avoid or prevent.
-
Bangla Meaning: অনিবার্য; অপরিহার্য; অবশ্যম্ভাবী; অনতিক্রম্য
Other Options:
-
Irreparable: Too bad or too serious to repair or put right → অপূরণীয়
-
Incomparable: So good or impressive that nothing can be compared to it → তুলনীয় নয়; অতুল্য
-
Indisputable: That is true and cannot be disagreed with or denied → অবিসংবাদী; অবির্তনীয়; তর্কাতীত
Source:
0
Updated: 1 month ago
Who is known as the "Bard of Avon"?
Created: 1 month ago
A
John Donne
B
Ben Jonson
C
William Shakespeare
D
Christopher Marlowe
সঠিক উত্তর হলো William Shakespeare। তিনি ইংল্যান্ডের একজন বিশিষ্ট কবি, নাট্যকার ও অভিনেতা। তাঁর সংক্ষিপ্ত জীবনবৃত্ত ও কীর্তি নিচে দেওয়া হলো।
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
বিভিন্ন বানান: Shakespeare, Shakspere
-
উপনাম: Bard of Avon বা Swan of Avon
-
ইংরেজি জাতীয় কবি হিসেবে প্রায়শই পরিচিত এবং অনেকেই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার মনে করেন
-
মোট নাটক রচনা করেছেন: ৩৭টি
উল্লেখযোগ্য রচনা:
-
Tragedy:
Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet -
Tragi-comedy:
The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure -
Comedy:
As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor -
Historical Play:
Julius Caesar (Tragedy + Historical), Henry IV Part I & II, Henry V, Henry VI Part I, II & III, Henry VIII, King John, Richard II, Richard III
0
Updated: 1 month ago
Rabbi Ben Ezra is a/an -
Created: 1 month ago
A
lyric poem
B
sonnet
C
dramatic monologue
D
None of these
Rabbi Ben Ezra হলো Robert Browning-এর একটি বিখ্যাত কবিতা, যা একটি dramatic monologue এবং ১৮৬৪ সালে তাঁর Dramatis Personae সংকলনের অংশ হিসেবে প্রকাশিত হয়। কবিতার মূল চরিত্র Rabbi Ben Ezra, একজন প্রাচীন ইহুদি পণ্ডিত, নিজের জীবন ও ধর্মীয় দর্শন নিয়ে আলোচনা করেন।
-
কবিতা মূলত Browning-এর ধর্মীয় দর্শনকে উপস্থাপন করে।
-
Rabbi Ben Ezra বিশ্বাস করেন জীবন শুধুমাত্র ভোগের জন্য নয়, বরং আত্ম-উন্নতি ও পবিত্রতার জন্য।
-
কবিতার final metaphor জীবনের তুলনা করেছে একটি মাটির পাত্রের সঙ্গে, যা প্রভুর হাতে গঠিত, এবং নির্দেশ করে যে একজন ব্যক্তির মূল্য তার কাজের দ্বারা নয়, বরং তার গড়ে ওঠা চরিত্র দ্বারা পরিমাপ করা উচিত।
Robert Browning:
-
একজন British poet, বিশেষভাবে dramatic monologue-এ দক্ষ।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browningও তখনকার সময়ের একজন প্রখ্যাত কবি ছিলেন।
উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ:
-
My Last Duchess
-
The Pied Piper of Hamelin
-
Fra Lippo Lippi
-
Andrea del Sarto
নাটক:
-
Browning-এর প্রথম নাটক Strafford (1837), যা মাত্র পাঁচটি প্রদর্শনের পর বন্ধ হয়।
উৎস:
0
Updated: 1 month ago