William Shakespeare wrote the play about-
A
King Henry
B
King John
C
King Richard
D
All of these
উত্তরের বিবরণ
• William Shakespeare wrote plays about all of these:
King Henry, King John, and King Richard.
- William Shakespeare ইংরেজি
সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত। তিনি ইতিহাস থেকে
অনুপ্রাণিত হয়ে বেশ কয়েকটি
historical play (ঐতিহাসিক
নাটক) রচনা করেছেন।
- তিনি King Henry,
King John এবং King
Richard এই তিনজনকে রাজাকে নিয়ে ১০টি ঐতিহাসিক
নাটক রচনা করেছেন।
• King Henry → Henry IV (Part 1, 2), Henry V, Henry VI (Part
1, 2, 3), Henry VIII
• King John → King John
• King Richard → Richard II, Richard III
• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে
একজন English poet,
dramatist এবং actor.
- তাকে 'English
National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ
জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা
হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত
তাঁর Drama and Sonnet
-এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি
sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।
• Notable works:
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.
• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
- The Two Gentlemen of Verona, etc.
• Tragi-comedy:
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure.

0
Updated: 18 hours ago
Diction refers to -
Created: 1 week ago
A
The structure of sentences in a literary work
B
The setting of a story
C
The selection of words in writing or speech
D
The tone of a story
Diction বলতে বোঝায় লেখালেখি বা বক্তৃতায় ব্যবহৃত শব্দচয়নের ধরণ। প্রতিটি সাহিত্যিকের নিজস্ব শব্দ নির্বাচনের ভঙ্গি থাকে, যা তার লেখার বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে।
-
সংক্ষেপে: Diction is the selection of words in writing or speech.
-
একজন লেখক বা বক্তা তার ভাব প্রকাশের জন্য যেসব শব্দ ও বাক্যাংশ বেছে নেন, তাই তার diction।
-
উদাহরণ:
-
John Milton তার রচনায় প্রায়শই bombastic, unusual, allusive এবং latinized শব্দ ব্যবহার করেছেন।
-
অন্যদিকে George Orwell তার লেখায় simple, lucid এবং common শব্দ ব্যবহার করেছেন, যা পাঠকদের কাছে সহজবোধ্য।
-
অতএব, সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনার জন্য যে বিশেষ শব্দচয়ন করেন, সেটিই তাদের diction নামে পরিচিত।
Source:

0
Updated: 1 week ago
'You' is -
Created: 1 month ago
A
Personal pronoun
B
Demonstrative pronoun
C
Relative pronoun
D
Indefinite pronoun
Personal Pronoun:
-
সংজ্ঞা: কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার করা হয়।
-
Examples: I, you, they, we, he, she, me, him, us
Pronoun-এর ৮টি প্রকার:
-
Personal pronoun: I, we, me, it, you, he, she, they, him, us
-
Demonstrative pronoun: this, that, these, those
-
Interrogative pronoun: what, who, which, whom
-
Relative pronoun: who, whom, whose, which, that
-
Indefinite pronoun: one, none, some, any, all, many, few, several
-
Distributive pronoun: each, every, either, neither
-
Reflexive pronoun: myself, yourself, himself, herself, itself, ourselves, themselves
-
Reciprocal pronoun: each other, one another

0
Updated: 1 month ago
In which play does the character 'Brabantio' appear?
Created: 1 week ago
A
King Lear
B
Macbeth
C
Othello
D
The Merchant of Venice
Shakespeare-এর ‘Othello’ এবং চরিত্র Brabantio
১. চরিত্র
-
Brabantio – Desdemona-এর পিতা, নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
২. নাটক: Othello
-
রচয়িতা: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
মূল গল্প:
-
Othello, একজন মূর সেনাপতি, ভেনিসে বসবাস করেন।
-
তার স্ত্রী Desdemona-এর প্রতি অতিরিক্ত ঈর্ষা এবং Iago-এর প্ররোচনায় Othello Desdemona কে সন্দেহ করে এবং হত্যার সিদ্ধান্ত নেয়।
-
নাটকে Othello Syndrome (অতিরিক্ত ঈর্ষার মানসিক ব্যাধি) দেখানো হয়েছে।
-
৩. গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
Othello – নায়ক
-
Desdemona – নায়িকা
-
Brabantio – Desdemona-এর পিতা
-
Iago – খলনায়ক
-
Cassio – Othello-এর সহকারী
-
Emilia – Iago-এর স্ত্রী
৪. William Shakespeare (1564–1616)
-
English poet, dramatist, এবং actor।
-
পরিচিতি: English National Poet, Bard of Avon।
-
সাহিত্য জগতে অসামান্য স্থান দখল করেছেন।
-
লিখিত কাজ: ৩৭টি নাটক এবং ১৫৪টি sonnet।
৫. উল্লেখযোগ্য নাটকসমূহ
-
Hamlet, Macbeth, King Lear, Othello, Julius Caesar, The Tempest, Much Ado About Nothing, A Midsummer Night’s Dream, Measure for Measure, Antony and Cleopatra, As You Like It, The Taming of the Shrew, All’s Well That Ends Well, Richard III।

0
Updated: 1 week ago