The novel "Sense and Sensibility" belongs to-
A
Restoration period
B
Modern period
C
Romantic period
D
Victorian period
উত্তরের বিবরণ
• The novel "Sense and Sensibility" belongs to
the 'Romantic period'.
- এটি লিখেছেন Romantic period -এর ঔপন্যাসিক Jane Austen.
• Sense and Sensibility:
- Jane Austen রচিত অন্যতম জনপ্রিয় উপন্যাস।
- এটি একটি সামাজিক রোমান্টিক
উপন্যাস।
- এটি ১৮১১ সালে প্রকাশিত
হয়।
- এটি দুই বোন Elinor Dashwood এবং Marianne Dashwood এর গল্প,
যারা প্রেম, সামাজিক বাধা এবং ব্যক্তিগত
পরিপক্কতার মধ্য দিয়ে এগিয়ে
যায়।
• Summary:
- বোন দুটি তাদের বাবার
মৃত্যুর পর কঠিন বাস্তবতার
মুখোমুখি হয়। তাদের পরিবার
সম্পত্তির অধিকার হারিয়ে ফেলে, কারণ তৎকালীন ইংরেজ
সমাজে নারীরা উত্তরাধিকারী হতে পারত না।
- এ অবস্থায় তারা প্রেম এবং
সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়ে।
- Elinor প্রেমে পড়ে Edward Ferrars এর, যিনি সামাজিক
ও পারিবারিক সীমাবদ্ধতার কারণে দ্বিধাগ্রস্ত।
- অপরদিকে, Marianne প্রেমে পড়ে চটকদার ও
আবেগী John Willoughby এর, যিনি শেষ
পর্যন্ত তাকে প্রতারণা করে।
- পরবর্তীতে, Marianne বুঝতে পারে যে প্রকৃত
ভালোবাসা এবং দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ,
এবং সে বাস্তববাদী ও
সৎ Colonel Brandon কে গ্রহণ করে।
• এই উপন্যাসের বিখ্যাত উক্তি হলো-
- Money can only give happiness where there is nothing else to give it.
- Know your own happiness. You want nothing but patience- or give it a more
fascinating name, call it hope.
- Money can only give happiness where there is nothing else to give it.
- To wish was to hope, and to hope was to expect.
- Know your own happiness.
• Jane Austen (1775-1817):
- তিনি একজন English novelist.
- তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক।
- তাঁর লেখাগুলো উনিশ শতকের প্রথম
ভাগের ইংরেজ সমাজের বাস্তবচিত্র তুলে ধরে।
- Her works remain timeless, often being adapted into films, TV shows, and
stage productions.
- She first gave the novel its distinctly modern character through her
treatment of ordinary people in everyday life.
• Notable works:
- Pride and Prejudice,
- Sense and Sensibility,
- Emma,
- Lady Susan,
- Mansfield Park,
- Northanger Abbey,
- Persuasion, etc.

0
Updated: 18 hours ago
Three fourths of the work _____ finished.
Created: 2 months ago
A
have been
B
had
C
has been
D
were
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third).
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- উল্লিখিত প্রশ্নে work হচ্ছে uncountable noun এবং singular.
- তাই, নিয়মানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে - has been finished.
- Three-fourths of the work has been finished.
- যেহেতু কোনো কাজ নিজে নিজে করা সম্ভব নয়, কারো দ্বারা সংঘটিত হয় তাই তা pasive sense প্রকাশ করছে বিধায় has been অধিক গ্রহণযোগ্য উত্তর।
- had না হয়ে had been হলে দ্বৈত উত্তর হত।
• Correct complete Sentence:
- Three-fourths of the work has been finished.

0
Updated: 2 months ago
Who is known as the Graveyard Poet?
Created: 1 month ago
A
T.S. Eliot
B
Lord Byron
C
W.B. Yeats
D
Thomas Gray
• Thomas Gray:
- তিনি একজন বিখ্যাত Graveyard Poet.
- His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard'
- তিনি the Age of Sensibility এর একজন গুরুত্বপূর্ন সাহিত্যিক।
• Notable Poems:
- An Elegy Written in a Country Church Yard,
- Ode on a Distant Prospect of Eton College,
- The Bard,
- The Progress of Poesy.

0
Updated: 1 month ago
In the sentence, “During the famine, villagers began to hoard food supplies,” the word hoard most nearly implies:
Created: 5 days ago
A
Donate generously
B
Guard resources openly
C
Store selfishly or secretly
D
Celebrate abundance
• The required answer
is - Store selfishly or secretly.
• Hoard (Noun, Verb).
- English meaning: A collection of money, food, valuable objects, etc.,
especially one that somebody keeps in a secret place so that other people will
not find or steal it.
- Bangla meaning: সযত্নে সঞ্চিত ও রক্ষিত অর্থ; খাদ্য বা অন্য মূল্যবান সম্পদ; সঞ্চিত ভাণ্ডার।
• Example Sentences:
- The squirrel had a hoard of nuts hidden under the tree roots.
- During the crisis, some people began to hoard essentials like toilet paper
and canned food.
- They discovered a hoard of ancient gold coins buried in the field.

0
Updated: 5 days ago