"Clym Yeobright" is a renowned character introduced by-
A
Henry Fielding
B
Daniel Defoe
C
Thomas Hardy
D
George Orwell
উত্তরের বিবরণ
• "Clym Yeobright" is a renowned character
introduced by Thomas Hardy.
• The Return of the Native:
- এটি ইংরেজ লেখক Thomas Hardy -এর একটি উল্লেখযোগ্য
উপন্যাস, যা ১৮৭৮ সালে
প্রকাশিত হয়।
- উপন্যাসটির পটভূমি ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের Wessex অঞ্চলের কাল্পনিক Egdon Heath.
- Thomas Hardy এই উপন্যাসে নিয়তির নির্মমতা ও মানুষের অসহায়ত্ব
তুলে ধরেন।
• Summary:
- কাহিনীর প্রধান চরিত্র Clym Yeobright প্যারিসে সফল জুয়েলারি ব্যবসায়ী
হিসেবে কর্মজীবন শেষে, নিজ জন্মভূমি ইগডন
হিথে ফিরে আসেন। তিনি
স্থানীয় স্কুলে শিক্ষকতা করতে চান। এদিকে,
তার স্ত্রী Eustacia Vye শহুরে জীবনের আকাঙ্ক্ষা নিয়ে ইগডন হিথে বসবাস
করছেন। ইউস্টেসিয়া স্থানীয় মদ্যপানকারী Damon Wildeve -এর সঙ্গে সম্পর্ক
স্থাপন করেন, যা পরবর্তীতে জটিল
পরিস্থিতির সৃষ্টি করে। পরিণামে, Eustacia এবং Damon উভয়ই
দুঃখজনক পরিণতির শিকার হন।
• Main characters:
- Clym Yeobright,
- Eustacia Vye,
- Thomasin Yeobright,
- Damon Wildeve,
- Mrs. Yeobright,
- Diggory Venn, etc.
• Thomas Hardy (1840-1928):
- Thomas Hardy ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক
ও কবি, যিনি ভিক্টোরিয়ান
যুগের অন্যতম প্রধান লেখক হিসেবে পরিচিত।
- তিনি মূলত বাস্তববাদ (Realism) এবং প্রকৃতিবাদ
(Naturalism) সাহিত্যধারার
অনুসারী ছিলেন।
- তার উপন্যাসগুলোতে ইংল্যান্ডের গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে
মানুষের সংগ্রামকে গভীরভাবে চিত্রিত করা হয়েছে।
- He was also a regional novelist and a poet কারণ
একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল
সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে
তাকে এই উপাধি দেয়া
হয়।
- তিনি Victorian
peroid-এর শ্রেষ্ঠ উপন্যাসিক বিবেচিত হয়।
• Famous Novels:
- Tess of the d'Urbervilles,
- The Return of the Native,
- A Pair of Blue Eyes,
- The Poor Man and the Lady,
- Far from the Madding Crowd,
- The Woodlanders,
- The Mayor of Casterbridge,
- The Well-Beloved,
- Jude the Obscure, etc.

0
Updated: 18 hours ago
Anna Karenina belongs to -
Created: 1 week ago
A
Russian Literature
B
American Literature
C
French Literature
D
German Literature
Anna Karenina হলো Russian Literature-এর একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, যা Leo Tolstoy রচিত। এটি ১৮৭৫ থেকে ১৮৭৭ সালের মধ্যে প্রকাশিত হয়। প্রধান চরিত্রসমূহ হলো Anna, Aleksey Karenin, এবং Vronsky।
সারসংক্ষেপ:
-
Anna একজন বিবাহিত সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তার স্বামী Aleksey Karenin একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং অভিজাত বংশের সন্তান।
-
Anna অভিসারে লিপ্ত হয় তরুণ ও চৌকষ সেনা অফিসার Vronsky-এর সঙ্গে।
-
উপন্যাসে প্রেম, অপ্রেম, হিংসা, বিশ্বাসঘাতকতা এবং শোচনীয় পরিণতির গল্প ফুটে ওঠে।
-
Anna-এর স্বামী Aleksey লোকলজ্জার কারণে বিষয়টি মেনে নিতে চায়, কিন্তু Anna পুনরায় বিশ্বাসঘাতকতা করে এবং পালিয়ে যায় প্রেমিক Vronsky-এর সঙ্গে। এক পর্যায়ে সে প্রেমিককেও বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করে।
-
উপন্যাসের শেষে Anna ট্রেনের সামনে আত্মাহুতি দেয়।
লেখক পরিচিতি:
-
পূর্ণ নাম: Lev Nikolayevich, Graf (count) Tolstoy
-
জন্ম: ১৮২৮ সালে রাশিয়ায়
-
তিনি বাস্তবধর্মী সাহিত্য (realistic fiction)-এর মাস্টার এবং বিশ্বের অন্যতম মহান ঔপন্যাসিক।
প্রখ্যাত রচনাসমূহ (Novels):
-
War and Peace (1865–69)
-
Anna Karenina (1875–77)
-
The Death of Ivan Ilyich (1886)
Source:

0
Updated: 1 week ago
Who wrote the poem To Autumn?
Created: 2 weeks ago
A
P.B. Shelley
B
John Keats
C
W.B. Yeast
D
Lord Byron
To Autumn
-
লেখক: John Keats
-
প্রকাশ: 1820
-
ধরণ: Poem, 3 stanzas × 11 lines each
-
বিষয়: শরৎকালের আগমন, গ্রীষ্মের বিদায়, জীবনের সংক্ষিপ্ততা, উর্বরতা ও পরিপক্কতার প্রতীক
-
কবিতাটি Keats-এর অন্যতম শেষ প্রধান কবিতা
John Keats
-
English Romantic lyric poet
-
স্বল্প জীবন কাটিয়ে কবিতা ও সৌন্দর্য উদ্ভাবনের প্রতি নিবেদিত
-
অন্য নাম: Poet of Beauty
Famous Poems:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St.
-
La Belle Dame Sans Merci
-
Endymion

0
Updated: 2 weeks ago
Choose a suitable word/phrase to fill in the blanks of the given sentence : Travellers ____ their reservation well in advance if they want to visit the St. Martin's island.
Created: 1 month ago
A
had better to get
B
had to better get
C
had better get
D
had better got
সঠিক উত্তর: had better get
পূর্ণ বাক্য:
Travellers had better get their reservation well in advance if they want to visit the St. Martin's island.
বাংলা অর্থ:
যাত্রীদের উচিত আগে থেকেই রিজার্ভেশন নিশ্চিত করা, যদি তারা সেন্ট মার্টিন দ্বীপে যেতে চান।
Had better এর ব্যবহার
-
Had better এর পরে সবসময় verb-এর base form (মূল রূপ) ব্যবহৃত হয়।
-
এখানে had শব্দটি অতীতকালের মতো দেখালেও, এটি আসলে unreal past (অবাস্তব অতীত), যার দ্বারা বোঝানো হয় present বা future সময়ের উপদেশ/সতর্কতা।
-
অর্থ হয় "তবুও ভালো", "উচিত", বা "বরং করা ভালো"।
-
তাই, had better যুক্ত বাক্য অতীত নয়, বরং বর্তমান বা ভবিষ্যতের জন্য পরামর্শ বা সতর্কবার্তা প্রকাশ করে।
-
Had better এর পরে কখনোই to-infinitive বসে না।
বাক্যের গঠন (Structure)
Subject + had better / would better / had rather + verb-এর base form
উদাহরণ:
-
I had better meet him now.
(আমার এখনই তার সঙ্গে দেখা করা ভালো হবে।) -
You had better stay today.
(তোমার আজ থাকাই ভালো হবে।)
উৎস: Swan, Michael. Practical English Usage. Oxford University Press.

0
Updated: 1 month ago