A comic novel, "Tom Jones" was penned by-
A
Jonathan Swift
B
Henry Fielding
C
Samuel Richardson
D
Jane Austen
উত্তরের বিবরণ
• A comic novel, "Tom Jones" was penned by
Henry Fielding.
• Tom Jones:
- British novelist and playwright Henry Fielding রচিত
একটি বিখ্যাত উপন্যাস হলো 'Tom Jones'.
- Tom Jones, In full: The History of Tom Jones, a Foundling, হচ্ছে একটি comic novel.
- এটি ১৭৪৯ সালে প্রথম
প্রকাশিত হয়, which is the 1st half of
18th century.
- এটি একটি রোমান্স প্লটের
উপরে লখা।
- Tom Jones, Picaresque Novel এর
অন্যতম উদাহরণ।
• Short-Summary:
- Tom Jones হচ্ছে একজন অনাথ যুবক;
যাকে উপন্যাসের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র
Squire Allworthy সন্তানের
মত লালন-পালন করেন।
উপন্যাসে দেখা যায়, Squire Allworthy হলেন একজন
উদার ও দয়ালু জমিদার
এবং তিনি Tom এর প্রতি বিশেষ
যত্নশীল। বড় হয়ে Tom তার
প্রতিবেশী Sophia
Western এর প্রেমে পড়ে, কিন্তু তাদের সম্পর্কের পথে নানা বাধা
আসে। Tom Jons এর অনাথ পরিচয়
এবং তার চরিত্রের কিছু
দুর্বলতা তাদের মিলনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি
করে।
- উপন্যাসটি টমের নানা দুঃসাহসিক
অভিযান ও বিভিন্ন দুর্দশা
, তার সাথে বিভিন্ন মানুষের
সাক্ষাৎ এবং জীবনের নানা
ঘটনার মধ্য দিয়ে এগিয়ে
যাওয়ার পর, শেষ পর্যন্ত
টমের প্রকৃত পরিচয় প্রকাশ পায় - সে আসলে স্কোয়ার
অ্যালওয়ার্দির বোনের সন্তান। এই আবিষ্কারের পর,
সমাজে তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত
হয় বং সে সোফিয়াকে
বিয়ে করতে সক্ষম হয়।
• Main characters:
- Squire Allworthy,
- Bridget Allworthy,
- Mrs. Wilkins,
- Tom Jones,
- Sophia Western,
- Jenny Jones,
- Dr. Blifil,
- Captain Blifil,
- Partridge,
- Molly Seagrim, etc.
• Henry Fielding (1707-1754):
- Henry Fielding হলো
'The Age of Sensibility' এর
একজন ইংলিশ উপন্যাসিক এবং নাট্যকার ছিলেন,
যিনি Samuel Richardson
-এর সঙ্গে ইংরেজি উপন্যাসের founder হিসেবে বিবেচিত হন।
- তিনি মূলত কমেডি এবং
সামাজিক সমালোচনা নিয়ে লেখা তার কাজের
জন্য পরিচিত।
- Fielding ইংরেজি সাহিত্যে উপন্যাসের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
- He is famous for the Picaresque Novel.
- তার ছদ্মনাম (pen name) হলো Captain Hercules
Vinegar.
• Famous plays:
- The Tragedy of Tragedies,
- Rape Upon Rape,
- The Temple Beau,
- The Miser,
- The Modern Husband, etc.
• Famous Novels:
- Tom Jones,
- Amelia,
- Joseph Andrews.

0
Updated: 18 hours ago
What does Ulysses mean by “gray spirit”?
Created: 3 weeks ago
A
His soul in old age
B
A dead soul
C
His kingdom
D
His son’s nature
“Gray spirit” বলতে ইউলিসিস তাঁর নিজের বৃদ্ধ আত্মাকে বোঝাচ্ছেন। বয়স বাড়লেও তাঁর মন এখনো জ্ঞান ও অভিযানের জন্য তৃষ্ণার্ত। তিনি বলেন তাঁর ধূসর আত্মা এখনো নতুন কিছু জানতে আকুল। এই অভিব্যক্তি তাঁর অদম্য মনোবল ও বার্ধক্যেও সক্রিয় থাকার ইচ্ছা প্রকাশ করে।

1
Updated: 3 weeks ago
Make it passive: The cake tastes delicious.
Created: 18 hours ago
A
The cake is delicious to taste.
B
The cake be delicious as it is tasted.
C
The cake is delicious when it is tasted.
D
The cake is delicious if it is tasted.
- Active: The cake tastes delicious.
- Passive: The cake is delicious when it is tasted.
- প্রদত্ত
বাক্যটি একটি Quasi Passive Voice -এর উদাহরণ।
• Feel, look, smell, read, write, taste, sell, ইত্যাদি Quasi-Passive verb গুলোর পরে complement থাকলে Passive করার নিয়ম-
• এই ধরনের Active voice -কে দুই ভাবে
passive করা যায়:
1) Active voice -এর
subject টিই passive
voice -এর subject হিসেবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + complement টি বসে + when + প্রথম
subject অনুযায়ী if/
they বসে + আবারো tense অনুযায়ী auxiliary verb + মূল verb এর past participle.
- যেমন:
- Active: The cake tastes delicious.
- Passive: The cake is delicious when it is tasted.
2) Active voice -এর
subject টিই passive
voice -এর subject হিসেবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + মূল verb এর past participle +
complement টি বসে।
- যেমন:
- The book reads difficult.
- The book is read difficult.
• সাধারণ
passive structure টি
হলো-
- Subject + be verb + complement + when (if) + it/they + be verb + V3.

0
Updated: 18 hours ago
Who is known as the Graveyard Poet?
Created: 1 month ago
A
T.S. Eliot
B
Lord Byron
C
W.B. Yeats
D
Thomas Gray
• Thomas Gray:
- তিনি একজন বিখ্যাত Graveyard Poet.
- His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard'
- তিনি the Age of Sensibility এর একজন গুরুত্বপূর্ন সাহিত্যিক।
• Notable Poems:
- An Elegy Written in a Country Church Yard,
- Ode on a Distant Prospect of Eton College,
- The Bard,
- The Progress of Poesy.

0
Updated: 1 month ago