The Canterbury Tales was authored by-
A
Geoffrey Chaucer
B
John Donne
C
Thomas More
D
William Langland
উত্তরের বিবরণ
• The Canterbury Tales was authored by Geoffrey Chaucer.
• The Canterbury Tales:
- The Canterbury Tales, frame story by Geoffrey Chaucer, written in Middle
English in 1387–1400.
- The Canterbury Tales হলো
একটি বিখ্যাত সাহিত্যকর্ম, যা লিখেছেন Geoffrey Chaucer.
- এটি একটি frame story: অর্থাৎ এক গল্পের ভিতরে
আরও অনেকগুলো গল্প।
- গল্পটির শুরু হয় লন্ডনের
Tabard Inn-এ।
- সেখানে ৩০ জন তীর্থযাত্রী
একত্রিত হন। তারা Canterbury শহরের
St. Thomas Becket-এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
- তাদের মধ্যে ঠিক হয়, পথের
ক্লান্তি দূর করতে প্রত্যেকে
চারটি করে গল্প বলবে
(দু'টি যাওয়ার পথে,
দু'টি ফেরার পথে)।
- এই প্রতিযোগিতার আয়োজক হন Harry Bailly, যিনি হোটেলের মালিক।
- এটি মূলত একটি কবিতা
হলেও এতে ২৪ টি
গল্প রয়েছে।
- তবে বাস্তবে Chaucer ২৪টি গল্প-ই
শেষ করতে পেরেছিলেন।
• Geoffrey Chaucer:
- তিনি ছিলেন ১৩৪২/৪৩ সালে
জন্ম নেয়া, এবং ১৪০০ সালের
২৫ অক্টোবর লন্ডনে মৃত্যুবরণ করেন।
- কর্তৃত্বাধীন ইংরেজি কবি ও লেখক,
যিনি কাজ করতেন নাগরিক
কর্মকর্তা, কূটনীতিবিদ, ও সেক্রেটারিয়েট হিসাবে
।
- He has been called the 'father of English literature'.
- তিনি Middle English-কে সাহিত্য ভাষা
হিসেবে প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রেখেছেন।
- তিনি প্রথম ইংরেজি ব্যবহার করে iambic pentameter এবং rhyme royal-এর মতো ছন্দ
চালু করেন।
• Famous Works:
- The Canterbury Tales,
- The nun priest’s Tale,
- The Book of the Duchess,
- The House of Fame,
- Troilus and Criseyde,
- Parlement of Foules,
- The Legend of Good Women, etc.

0
Updated: 18 hours ago
"Raphael and Michael" are famous characters from-
Created: 2 weeks ago
A
Heaven and Earth
B
Paradise Regained
C
Paradise Lost
D
Utopia
“Raphael and Michael” হলো John Milton-এর Paradise Lost এর বিখ্যাত চরিত্র।
-
Paradise Lost:
-
এটি Milton-এর মহাকাব্য, প্রথম প্রকাশিত 1667 সালে।
-
লেখা হয়েছে blank verse-এ, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে।
-
কাব্যটি আদম ও হাওয়ার পাপের কাহিনী বর্ণনা করে, যা মানবজাতির পতনের কারণ হিসেবে দেখা হয়।
-
Milton শয়তানকে জটিল চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন, যা পরে রোমান্টিক কবিদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
-
কবিতাটি ধর্ম, নৈতিকতা এবং মানবজীবনের বৃহত্তর দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করে।
-
-
Main Characters:
-
Adam, Eve, Satan, Beelzebub, Raphael, Michael, Mamoon, Belial, Gabriel, ইত্যাদি।
-
-
John Milton (1608–1674):
-
একজন English poet, pamphleteer এবং historian।
-
Shakespeare-এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে গণ্য।
-
প্রধান কাব্য: Paradise Lost, Paradise Regained, Lycidas।
-
অন্যান্য উল্লেখযোগ্য কাজ: On Shakespeare, Of Education, Areopagitica।
-
-
Significance:
-
Paradise Lost আধুনিক ইংরেজি সাহিত্যের একটি ক্লাসিক।
-
ঈশ্বর, মানবতা এবং পাপের চিত্রায়নে গভীর ভাবনার উদ্রেক করে।
-

0
Updated: 2 weeks ago
In life, one should always adhere ___ one's plan.
Created: 1 week ago
A
with
B
of
C
to
D
in
• Correct Answer: গ) to
Analysis of the sentence:
-
Complete sentence: In life, one should always adhere to one's plan.
-
Explanation:
-
"Adhere" means to stick firmly to or follow something.
-
This verb is always followed by the preposition "to".
-
Incorrect options like "adhere with," "adhere of," or "adhere in" are grammatically wrong.
-
Correct usage: adhere to one's plan → মানে “পরিকল্পনায় দৃঢ় থাকা”।
-

0
Updated: 1 week ago
She speaks as if she ____ everything.
Created: 1 month ago
A
knows
B
had known
C
knew
D
know
Correct Answer: গ) knew
ব্যাখ্যা:
-
Rule: As if / As though যুক্ত sentence-এ,
-
যদি প্রধান clause Present Indefinite Tense-এ থাকে → as if/ as though clause-এ Past Indefinite Tense ব্যবহার হয়।
-
যদি Be verb থাকে → সবসময় were হয়।
-
উদাহরণ: He talks as if he were a leader.
-
-
সুতরাং: She speaks as if she knew everything → সঠিক, কারণ এটি কাল্পনিক বা মিথ্যা ভাব প্রকাশ করে।
-
Rule for past tense main clause:
-
যদি প্রধান clause Past Indefinite Tense-এ থাকে → as if/ as though clause-এ Past Perfect Tense ব্যবহার হয়।
-
উদাহরণ: She responded as if I had accused her of lying.
-
Other Options:
-
knows – ভুল, কারণ এটি present tense; এখানে subjunctive mood দরকার।
-
had known – ভুল, কারণ এটি past perfect tense, অতীতের hypothetical ঘটনার জন্য ব্যবহৃত হয়।
-
know – ভুল, কারণ subject “she”-এর সাথে bare infinitive "know" ব্যবহার করা যায় না।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago