"Santiago" is the protagonist of Ernest Hemingway's novel-
A
The Sun Also Rises
B
The Old Man and the Sea
C
A Farewell to Arms
D
In Our Time
উত্তরের বিবরণ
• "Santiago" is the protagonist of Ernest
Hemingway's novel 'The Old Man and the Sea'.
• The Old Man and the Sea:
- Ernest Hemingway wrote the novel 'The Old Man and the Sea'.
- ১৯৫২ সালে প্রকাশিত এই
উপন্যাসটি short heroic
novel হিসেবে পরিচিত।
- Ernest Hemingway রচিত
শেষ major work of
fiction হচ্ছে 'The Old
Man and the Sea'.
- গল্পটি একজন বয়স্ক জেলেকে
(fisherman Santiago) কেন্দ্র
করে যিনি একটি giant Marlin কে ধরার
জন্য একটি epic battle এ নিযুক্ত হন।
- তিনি একজন old Cuban fisherman.
• Main Characters:
- Santiago (Protagonist),
- The Marlin,
- Manolin,
- Joe DiMaggio,
- Perico,
- Martin, etc.
• Ernest Hemingway (1899-1961):
- Ernest Hemingway ছিলেন
একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক।
- তার পুরো নাম Ernest Miller Hemingway.
- তার লেখার সহজ ও সংক্ষিপ্ত
গদ্যশৈলী এবং বাস্তবধর্মী চরিত্রচিত্রণ
তাকে বিংশ শতাব্দীর অন্যতম
গুরুত্বপূর্ণ লেখক হিসেবে প্রতিষ্ঠিত
করেছে।
- The Sun Also Rises তার
প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি 1954 সালে
নোবেল পুরস্কার লাভ করেন।
- এছাড়া The Old Man
and the Sea উপন্যাসের জন্য 1953 সালে পুলিৎজার পুরস্কার
লাভ করেন।
• Notable works:
- The Sun Also Rises,
- The Old Man and the Sea,
- A Farewell to Arms,
- Green Hills of Africa,
- The Fifth Column,
- In Our Time, etc.

0
Updated: 18 hours ago
Choose the appropriate prepositions in the blank of the following sentence: The family doesn't feel ______ going outing this season.
Created: 4 weeks ago
A
in
B
on
C
like
D
of
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: Like
Complete Sentence উদাহরণ:
-
The family doesn't feel like going outing this season.
ব্যাখ্যা:
-
কিছু করতে ইচ্ছা করা বা আগ্রহ প্রকাশের জন্য
feel like
ব্যবহার করা হয়।
উদাহরণ:-
I don’t feel like going out of the room now.
-
He didn’t feel like going to work today.
-
I just don't feel like doing anything tonight.
-
-
like
আবার ‘মতো’ বা ‘অনুরূপ’ অর্থেও ব্যবহৃত হয়।
উদাহরণ:-
He looks like his father. (সে দেখতে তার বাবার মতো)
-
উৎস: Longman Dictionary of Contemporary English

0
Updated: 4 weeks ago
The word 'decadent' means-
Created: 1 day ago
A
rotten
B
morally declined
C
dissident
D
defiant
• Decadent: [adjective]
English meaning: having or showing low standards, especially moral
ones, and an interest only in pleasure and fun rather than serious things.
Bangla meaning: নৈতিকভাবে
অবনত/পতিত।
Example:
- There was something very decadent about filling ourselves with so much rich
food.
Other options,
ক) rotten:
- পচা।
খ) morally declined:
- নৈতিকভাবে অবনতি হওয়া বা নৈতিকভাবে পতিত হওয়া।
গ) dissident:
- ভিন্নমতাবলম্বী/ বিপরীতমতবাদী বা মতবিরোধী।
ঘ) defiant:
- স্পর্ধিত; অবজ্ঞাপূর্ণ; অবাধ্য।
অপশন বিবেচনা করে দেখা যায়, The word 'decadent' means- morally declined.

0
Updated: 1 day ago
Who created the character Candida?
Created: 1 month ago
A
Thomas Hardy
B
James Joyce
C
G.B. Shaw
D
Arthur Miller
Candida নাটকটির মূল চরিত্র এবং এটি রচনা করেছেন বিশিষ্ট নাট্যকার George Bernard Shaw। নাটকটি 1894 সালে রচিত।
Candida:
-
এটি একটি কমেডি ধাঁচের নাটক।
-
কেন্দ্রীয় চরিত্র: Candida, যার স্বামী James Mavor Morell, একজন ধর্মযাজক।
-
নাটকে Candida-এর প্রতি আকৃষ্ট হয় তরুণ কবি Eugene Marchbanks, মনে করে Candida দাম্পত্য জীবনে সুখী নয়।
-
নাটকটি ত্রিভুজ প্রেমের গল্পের কেন্দ্রবিন্দুতে আবর্তিত।
প্রধান চরিত্র:
-
Candida
-
Miss Proserpine Garnett
-
The Reverend James Mavor Morell
-
The Reverend Alexander (Lexy) Mill
-
Mr. Burgess
-
Eugene Marchbanks
George Bernard Shaw:
-
জন্ম: 26 জুলাই 1856, ডাবলিন, আয়ারল্যান্ড
-
একজন বিখ্যাত আয়ারিশ নাট্যকার ও সাহিত্য সমালোচক
-
1925 সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন
-
উপাধি: The greatest modern English dramatist এবং The father of modern English literature
Shaw-এর নাটকগুলো সাধারণত সামাজিক সমস্যা, নৈতিক দ্বন্দ্ব ও মানব চরিত্রের জটিলতা নিয়ে রচিত। Candida তেও এই বিষয়গুলো সুন্দরভাবে ফুটে ওঠে।

0
Updated: 1 month ago