Which of the following novels is written by Charles Dickens?
A
Pride and Prejudice
B
Jude the Obscure
C
The White Tiger
D
Our Mutual Friend
উত্তরের বিবরণ
• The novel 'Our Mutual Friend' is written by Charles
Dickens.
• Our Mutual Friend:
- This is the last completed novel by Charles Dickens.
- উপন্যাসটি ১৮৬৪ - ৬৫ সালে ধারাবাহিকভাবে
এবং ১৮৬৫ সালে বই
আকারে প্রকাশিত হয়েছিল।
- Our Mutual Friend উপন্যাসে
টাকার প্রতি মানুষের লোভ, সামাজিক ভণ্ডামি
এবং শ্রেণি বিভাজনের কাহিনি তুলে ধরা হয়েছে।
- কাহিনি শুরু হয় লন্ডনের
টেমস নদীতে পাওয়া এক মৃতদেহকে ঘিরে।
- উপন্যাসে দেখানো হয়েছে— কীভাবে অর্থ উত্তরাধিকার মানুষকে
বদলে দেয়, কীভাবে ভালোবাসা,
বন্ধুত্ব এবং মানবিকতা অর্থলোভের
অন্ধকারকে অতিক্রম করতে পারে।
• Charles Dickens (1812-1870):
- Charles Dickens ছিলেন
একজন ইংরেজ উপন্যাসিক।
- তাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা
করা হয়।
- তার কাজ সাধারণ মানুষ
থেকে শুরু করে জ্ঞানী,
দরিদ্র ও রাজার মতো
সব ধরনের মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
- প্রযুক্তিগত উন্নতি সহ তাঁর কাজের
গুণাবলী তাঁর খ্যাতি বিস্তার
করতে সহায়ক হয়েছিল।
• Notable Works (Novels):
- Oliver Twist,
- A Christmas Carol,
- A Tale of Two Cities,
- David Copperfield,
- Great Expectations,
- Our Mutual Friend,
- Dombey and Son,
- Hard Times.
• Non-fiction book:
- American Notes.
অন্যদিকে,
- "Pride and Prejudice" was written by Jane Austen.
- "Jude the Obscure" Thomas Hardy রচিত
একটি উপন্যাস।
- "The White Tiger" is a novel by Aravind Adiga.

0
Updated: 18 hours ago
"The teacher praised ______ students for their hard work."
Which possessive adjective should fill the blank?
Created: 1 month ago
A
he
B
her
C
she
D
him

0
Updated: 1 month ago
What is the closest meaning of the word “basking” in the sentence: “We sat basking in the warm sunshine”?
Created: 1 week ago
A
To avoid the heat
B
To hide from the sun
C
To work hard in the sun
D
To enjoy warmth and light
Bask (verb, intransitive) অর্থ হলো আলো ও তাপ উপভোগ করা, বিশেষত সূর্য বা কোনো উষ্ণ উৎসের আলো ও তাপ উপভোগ করা।
-
ইংরেজি অর্থ: To enjoy sitting or lying in the heat or light of something, especially the sun.
-
বাংলা অর্থ: আলো ও তাপ উপভোগ করা; রোদ পোহানো; আগুন পোহানো (লাক্ষণিক)।
-
Synonyms: Lounge (আরাম করে বসা), Relax (আরাম করা), Laze (বিশ্রাম, আলসেমী), Idle (অলস)
-
Antonyms: Cover (আবরণ), Hide (লুকানো), Be active (সক্রিয় হওয়া), Conceal (গোপন করা), Blot out (ঢেকে ফেলা)
-
অন্যান্য বিকল্প:
-
ক) To avoid the heat → ভুল, কারণ basking মানে উষ্ণতা উপভোগ করা।
-
খ) To hide from the sun → ভুল, basking এর বিপরীত।
-
গ) To work hard in the sun → ভুল, basking বিশ্রাম ও উপভোগ বোঝায়, শ্রম নয়।
-
-
উদাহরণ বাক্য:
-
We sat basking in the warm sunshine.
-
She relished her fame and basked in her glory.
-
সঠিক অর্থ: To enjoy warmth and light.

0
Updated: 1 week ago
Endymion is written by -
Created: 2 weeks ago
A
P.B. Shelley
B
John Keats
C
T.S. Eliot
D
Thomas Hardy
Endymion
-
John Keats রচিত দীর্ঘ narrative poem।
-
গ্রীক পুরাণে Endymion ছিলেন এক অনিন্দ্য সুন্দর রাখাল, যার প্রেমিকা ছিল Cynthia।
-
কবিতায় সৌন্দর্য ও তার চিরস্থায়ী সত্যের অনুসন্ধান তুলে ধরা হয়েছে।
-
মূল বক্তব্য: সৌন্দর্য আমাদের অন্তরকে আলোকিত করে রাখে।
-
প্রথম লাইন: “A thing of beauty is a joy forever.”
John Keats
-
ইংরেজি রোমান্টিক যুগের কবি, পরিচিত ‘Poet of Beauty’ নামে।
-
তার কাব্যে জীবন্ত চিত্রকল্প, গভীর সংবেদনশীলতা এবং শাশ্বত সৌন্দর্যের দর্শন প্রকাশিত হয়েছে।
প্রসিদ্ধ কবিতা
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
Endymion

0
Updated: 2 weeks ago