ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বছর সংস্কৃত কলেজ থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন?
A
১৮৩৫
B
১৮৩৯
C
১৮৪১
D
১৮৪৫
উত্তরের বিবরণ
• ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগরকে
— ১৮৩৯ সালে কলকাতা'র — সংস্কৃত কলেজ থেকে — 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়।
- অসাধারণ মেধার কারণে তাকে এই উপাধি
দেওয়া হয়।
-------------
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১):
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর পৈত্রিক পদবী
→ বন্দ্যোপাধ্যায়।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর → 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামেও স্বাক্ষর করতেন।
- সংস্কৃত ভাষা ও সাহিত্যে
অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ
থেকে → ১৮৩৯ সালে তিনি
বিদ্যাসাগর উপাধি লাভ করেন।
- ২৯ ডিসেম্বর ১৮৪১ সালে মাত্র
→ একুশ বছর বয়সে ফোর্ট
উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিতের পদে আবৃত হন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী মূলক, বর্ণনাধর্মী অসমাপ্ত রচনা → 'আত্মচরিত'।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থসমূহ
-
- প্রভাবতী সম্ভাষণ,
- স্বরচিত জীবনচরিত,
- ব্রজবিলাস,
- অতি অল্প হইল,
- আবার অতি অল্প হইল ইত্যাদি।

0
Updated: 19 hours ago
'দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই।
রাতি ভইলে কামরু জাই।' - পদটি রচনা করেন কে?
Created: 1 week ago
A
বীণাপা
B
কুক্কুরীপা
C
ঢেণ্ডণপা
D
ভুসুকুপা
কুক্কুরীপা চর্যাপদের অন্যতম কবি, যিনি ধারণা অনুযায়ী খ্রিষ্টীয় অষ্টম শতকে বর্তমান ছিলেন এবং সম্ভবত তিব্বতের নিকটবর্তী অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি চর্যাপদের ২, ২০ ও ৪৮ নং পদের রচয়িতা, যদিও ৪৮ নং পদটি এখনো খুঁজে পাওয়া যায়নি।
কুক্কুরীপা রচিত একটি উল্লেখযোগ্য পঙক্তি:
“দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই।
রাতি ভইলে কামরু জাই।”

0
Updated: 1 week ago
'গীতগোবিন্দম্' কাব্যটি কোন ভাষায় রচিত?
Created: 6 days ago
A
বাংলা
B
সংস্কৃত
C
ব্রজবুলি
D
হিন্দি
বৈষ্ণব পদাবলি বাংলা মধ্যযুগীয় সাহিত্যের এক অনন্য সৃষ্টি। এতে মূলত রাধাকৃষ্ণের প্রেমলীলা ও ভক্তিরসকে কেন্দ্র করে বিভিন্ন কবি তাঁদের কবিত্বশক্তি প্রকাশ করেছেন। এ ধারার সূচনা ও বিকাশে একাধিক কবির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল।
-
জয়দেব বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা হিসেবে পরিচিত। তাঁর রচিত গীতগোবিন্দম্ আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন হলেও এটি সংস্কৃত ভাষায় রচিত।
-
বিদ্যাপতি প্রথম ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন।
-
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলি রচনার সূচনা করেন চণ্ডীদাস।
-
বৈষ্ণব পদাবলির প্রথম সংকলক ছিলেন বাবা আউল মনোহর দাস।
-
বৈষ্ণব পদাবলির প্রথম সংকলনের নাম পদসমুদ্র।
-
পদসমুদ্র সংকলনে প্রায় ১৫ হাজার পদ অন্তর্ভুক্ত ছিল।
-
বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধাকে নায়িকা বলা হয়। এখানে নায়িকার আটটি অবস্থা বর্ণিত হয়েছে।
-
এই কাব্যে পাঁচটি রস উল্লেখযোগ্য:
১. শান্তরস
২. দাস্যরস
৩. সখ্যরস
৪. বাৎসল্যরস
৫. মধুররস

0
Updated: 6 days ago
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন?
Created: 2 weeks ago
A
রোসাঙ্গ রাজসভা
B
লক্ষ্মণ সেনের রাজসভা
C
কৃষ্ণনগর রাজসভা
D
মিথিলার রাজসভা
• ভারতচন্দ্র রায়গুণাকর:
-
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
সংক্ষিপ্ত পরিচয়:
-
মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি।
-
রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।
-
অন্নদামঙ্গল কাব্যের ৩টি খন্ড রয়েছে।
-
মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
-
প্রথম কাব্য: বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
-
উনবিংশ শতাব্দীর কলকাতায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
-
৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago