কোন সাহিত্যিক 'গণমানুষের কবি' হিসেবে পরিচিত পেয়েছেন?
A
আবুল ফজল
B
রফিক আজাদ
C
দিলওয়ার
D
আহসান হাবীব
উত্তরের বিবরণ
• কবি
'দিলওয়ার'
- 'গণমানুষের
কবি' হিসেবে পরিচিত।
• 'গণমানুষের
কবি' হিসেবে কবি দিলওয়ার:
১৯৭৭ সালের ৭ মার্চ সিলেটে
কবি দিলওয়ারকে এক নাগরিক সংবর্ধনা
দেওয়া হয়। সেই সংবর্ধনায়
পড়া মানপত্রের শুরুতেই উল্লেখ করা হয়, ‘গণমানুষের
কবি’ দিলওয়ারকে সিলেটের মানুষ অভিনন্দন জানাচ্ছে ‘স্বদেশ, স্বজাতি ও বিশ্বমানবের মঙ্গল
কামনাকে অঙ্গীকার করে’ তাঁর ‘আবাল্য
কাব্যসাধনার’ জন্য। সেই থেকে ‘গণমানুষের
কবি’ অভিধাটি তাঁর নামের সঙ্গে
সংযুক্ত হয়ে যায়,
দিলওয়ার:
- ১৯৩৭ সালে সিলেটে জন্মগ্রহণ
করেন।
- প্রকৃত নাম: দিলওয়ার খান।
দিলওয়ার
রচিত কয়েকটি কবিতা গ্রন্থ:
- জিজ্ঞাসা,
- ঐকতান,
- উদ্ভিন্ন উল্লাস,
- রক্তে আমার অনাদি অস্থ।

0
Updated: 19 hours ago
'সত্যপীরের পুঁথি' কাব্যের রচয়িতা -
Created: 1 week ago
A
শাহ মুহম্মদ সগীর
B
ফকির গরীবুল্লাহ্
C
আলাওল
D
দৌলত কাজী
‘সত্যপীরের পুঁথি’ কাব্যের রচয়িতা ফকির গরীবুল্লাহ। তিনি পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি হিসেবে পরিচিত।
ফকির গরীবুল্লাহ:
-
হুগলি জেলার বালিয়া পরগনার অন্তর্গত হাফিজপুর গ্রামের অধিবাসী ছিলেন।
-
তাঁর কাব্যসমূহ মিশ্র ভাষারীতিতে রচিত।
প্রধান রচিত কাব্যসমূহ:
-
ইউসুফ জোলেখা
-
আমীর হামজা (প্রথম অংশ)
-
জঙ্গনামা
-
সোনাভান
-
সত্যপীরের পুঁথি
উৎস:

0
Updated: 1 week ago
‘পদ্মাবতী’ কাব্যের দ্বিতীয় পর্বে কোন সুলতানের সামরিক অভিযানের বিবরণ রয়েছে?
Created: 1 month ago
A
আলাউদ্দিন খিলজি
B
আলাউদ্দিন হুসেন শাহ
C
গিয়াসউদ্দিন আজম শাহ
D
ইলিয়াস শাহ
পদ্মাবতী’ কাব্য
‘পদ্মাবতী’ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য এবং কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ সৃষ্টি। এটি প্রখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ।
আলাওল ১৬৫১ সালে আরাকানের রাজা সাদ থদোমিন্তার রাজত্বকালে, মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে এই কাব্য রচনা করেন।
কাব্যটি দুইটি পর্বে বিভক্ত—
-
প্রথম পর্ব — সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভের উদ্দেশ্যে চিতোররাজ রত্নসেনের সফল অভিযান।
-
দ্বিতীয় পর্ব — রানি পদ্মাবতীকে অর্জনের জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ সামরিক অভিযান।

0
Updated: 1 month ago
সম্প্রতি, ভারত ও যুক্তরাজ্য কত বিলিয়ন পাউন্ডের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৩ বিলিয়ন
B
৬ বিলিয়ন
C
১০ বিলিয়ন
D
১২ বিলিয়ন
ভারত–যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি – ২০২৫
-
স্বাক্ষরকারী নেতারা:
-
ভারতের প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদি
-
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী: কিয়ার স্টারমার
-
-
স্বাক্ষরের তারিখ: ২৪ জুলাই, ২০২৫
-
চুক্তির মূল্য: ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ব্রিটিশ পাউন্ড
-
মূল সুবিধা:
-
ভারতের ৯৯% রপ্তানি পণ্য ব্রিটেনে শূন্য শুল্কে প্রবেশ করবে
-
প্রাধান্যপ্রাপ্ত পণ্য: গহনা, বস্ত্র, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাবার
-
যুক্তরাজ্যের পণ্য: তৈরি গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, কোমল পানীয়, প্রসাধনী
-
-
শুল্ক সুবিধা: গড় শুল্কহার ১৫% থেকে কমে ৩% হবে
-
প্রত্যাশিত দ্বিপাক্ষিক বাণিজ্য: বছরে ৩,৪০০ কোটি ডলার
-
উল্লেখযোগ্য মন্তব্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী চুক্তিটিকে ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের “সবচেয়ে বড় অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি” হিসেবে অভিহিত করেছেন

0
Updated: 1 month ago