রবীন্দ্রনাথ ঠাকুরের 'বসুন্ধরা ও বর্ষাযাপন' কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A
মানসী
B
বলাকা
C
চিত্রা
D
সোনার তরী
উত্তরের বিবরণ
‘সোনার তরী’ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ, যা ১৮৯৪ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের কিছু গুরুত্বপূর্ণ কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে রচিত হয়েছে।
-
উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
সোনার তরী
-
বিম্ববতী
-
বর্ষাযাপন
-
সুপ্তোত্থিতা
-
হিং টিং ছট
-
বসুন্ধরা
-
নিরুদ্দেশ যাত্রা
-
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
মানসী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
0
Updated: 1 month ago
’তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন’ কাব্যগ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
শহীদ কাদরী
B
শামসুর রাহমান
C
হাসান হাফিজুর রহমান
D
হেলাল হাফিজ
**শামসুর রাহমান** বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত। ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা **‘উনিশ শ’ উনপঞ্চাশ’** প্রকাশিত হয় নলিনীকিশোর গুহ সম্পাদিত *সোনার বাংলা* পত্রিকায়। তিনি ১৯৫৭ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন ইংরেজি দৈনিক *মর্নিং নিউজ*-এর সহসম্পাদক হিসেবে। তাঁর অত্যন্ত জনপ্রিয় কবিতা হলো **‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’**। মুক্তিযুদ্ধকালীন লেখা কবিতাগুচ্ছ মুক্তিযুদ্ধ শেষে কলকাতা থেকে প্রকাশিত হয় **‘বন্দী শিবির থেকে’** নামে।
**শামসুর রাহমান রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ**
* বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
* প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
* রৌদ্র করোটিতে
* বিধ্বস্ত নীলিমা
* নিরালোকে দিব্যরথ
* নিজ বাসভূমে
* বন্দী শিবির থেকে
* ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
* আমি অনাহারী
* প্রতিদিন ঘরহীন ঘরে
* উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
* বুক তার বাংলাদেশের হৃদয়
* হরিণের হাড়
* তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন
**শামসুর রাহমান রচিত উপন্যাস**
* অক্টোপাস
* অদ্ভুত আঁধার এক
* নিয়ত মন্তাজ
* এলো সে অবেলায়
0
Updated: 1 month ago
'কালকেতু উপাখ্যান-এ দেবী চণ্ডীকালোকেতুকে কত ঘড়া ধান দান করেছিলেন?
Created: 4 weeks ago
A
তিন ঘড়া
B
পাঁচ ঘড়া
C
সাত ঘড়া
D
এক ঘড়া
উক্তিটি কালকেতু উপাখ্যানের অংশ, যেখানে বলা হয়েছে:
"কালুর কুড়েতে আসি দিলা দরশন, চিয়াড়ে খুঁড়িয়া রাখে সপ্ত ঘড়া ধন।"
-
অর্থাৎ কালু কুড়েতে এসে দরশন দিলো এবং সেখানে খুঁড়িয়েপড়া সপ্ত ঘড়া ধন প্রকাশ পেল।
0
Updated: 4 weeks ago
‘ভুখা’ শব্দের অর্থ—
Created: 1 month ago
A
ভূমিকা
B
ক্ষুধার্ত
C
অলঙ্কার
D
উপহার
• বাংলা
একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘ভুখা’ শব্দের অর্থ - ক্ষুধার্ত।
0
Updated: 1 month ago