'বীরবল' — কার সাহিত্যিক ছদ্মনাম?
A
প্রেমেন্দ্র মিত্র
B
প্রমথ চৌধুরী
C
বলাইচাঁদ মুখোপাধ্যায়
D
সমরেশ বসু
উত্তরের বিবরণ
• বাংলা
চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী'র সাহিত্যিক ছদ্মনাম — বীরবল।
অন্যান্য অপশন:
• প্রেমেন্দ্র মিত্রের সাহিত্যিক ছদ্মনাম - কৃত্তিবাস ভদ্র।
• বলাইচাঁদ মুখোপাধ্যায় ‘বনফুল’ ছদ্মনামে পরিচিত।
• সমরেশ বসুর সাহিত্যিক ছদ্মনাম
- কালকূট।
--------------------
• প্রমথ চৌধুরী:
প্রমথ চৌধুরী সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক। তিনি ১৮৬৮ সালের
৭ আগষ্ট যশোরে জন্মগ্রহণ করেন। তাঁর 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী
পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে
তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ
ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি 'সবুজপত্র’ পত্রিকাটি সম্পাদনা করেন।
- তিনি ২রা সেপ্টেম্বর, ১৯৪৬
সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর
রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ,
- পদচারণ।
• তাঁর
রচিত প্রবন্ধগ্রন্থ:
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- আত্মকথা,
- প্রবন্ধসংগ্রহ
ইত্যাদি।
• তাঁর
রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত।

0
Updated: 19 hours ago
কোনটি জসীম উদ্দীন রচিত নাটক?
Created: 2 weeks ago
A
মধুমালা
B
সুচয়নী
C
মাটির কান্না
D
ধানক্ষেত
জসীম উদ্দীন রচিত নাটক
-
মধুমালা
জসীম উদ্দীন
-
জন্ম: ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রাম, মাতুলালয়।
-
কলেজ জীবনে কবর কবিতা রচনা করে বিপুল খ্যাতি অর্জন।
-
১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান।
রচিত কাব্যগ্রন্থ
-
রাখালী
-
নক্সীকাঁথার মাঠ
-
সুচয়নী
-
সোজন বাদিয়ার ঘাট
-
এক পয়সার বাঁশি
-
বালুচর
-
ধানক্ষেত
-
রূপবতী
-
মা যে জননী কান্দে
-
মাটির কান্না
উৎস
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'গফুর' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন ছোটগল্পের চরিত্র?
Created: 6 days ago
A
বিলাসী
B
মামলার ফল
C
সতী
D
মহেশ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোটগল্পগুলোতে মানবচরিত্র ও সমাজের বিভিন্ন সমস্যা অন্বেষণ করা হয়েছে। তার মধ্যে 'মহেশ', 'বিলাসী' এবং 'মামলার ফল' উল্লেখযোগ্য।
মহেশ:
-
এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সার্থক ছোটগল্প, প্রথম প্রকাশিত হয়েছে ১৯২৬ সালে।
-
গল্পের প্রধান চরিত্র মহেশ, একটি ষাঁড়ের নাম।
-
গল্পের অন্যান্য চরিত্র হলো:
-
গফুর
-
আমেনা
-
তর্করত্ন
-
জমিদার শিববাবু
-
বিলাসী:
-
গল্পে অস্পৃশ্যতার বিরোধ প্রদর্শিত হয়েছে মৃত্যুঞ্জয় ও বিলাসীর বিবাহের মাধ্যমে।
-
গল্পের ন্যারেটর বা ন্যাড়া চরিত্র আসলে লেখক নিজেই।
মামলার ফল:
-
গল্পের কেন্দ্রবিন্দু হলো দুই ভাই, শিবু ও শম্ভু।
-
নিঃসন্তান সঙ্গামণির অপত্য স্নেহের মাধ্যমে শিশু গয়ারাম কাহিনীর মূল চরিত্র হিসেবে প্রাধান্য পায়।

0
Updated: 6 days ago
‘মহুয়া’ পালার রচয়িতা কে?
Created: 1 month ago
A
দ্বিজ ঈশান
B
মনসুর বয়াতি
C
দ্বিজ কানাই
D
নয়ানচাঁদ ঘোষ
ভনিতা থেকে কিছু গীত রচয়িতার নাম জানা যায়,
যেমন:
- মহুয়া-দ্বিজ কানাই,
- চন্দ্রাবতী- নয়ানচাঁদ ঘোষ,
- কমলা- দ্বিজ ঈশান,
- দস্যু কেনারামের পালা- চন্দ্রাবতী,
- দেওয়ানা মদিনা- মনসুর বয়াতি।
মৈমনসিংহ গীতিকা:
- ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।
মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে,
যথা:
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা,
- দেওয়ানা মদিনা।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago