হৈমন্তী হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সমাজ সমস্যা কেন্দ্রিক ছোটগল্প, যা প্রথমে মাসিক সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। গল্পে হৈমন্তীর ডাকনাম ছিল শিশির, এবং তাঁর স্বামীর নাম ছিল অপুর।
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
হৈমন্তী (শিশির)
-
গৌরীশংকর
-
অপু
-
বনমালী প্রমুখ
-
-
গল্পের কিছু বিখ্যাত উক্তি:
-
"জ্যৈষ্ঠের খররোদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রুশূণ্য রোদন।"
-
"আমি পাইলাম ইহাকে পাইলাম।"
-
"সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ।"
-
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে এবং মাত্র পনের বছর বয়সে ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়।
-
১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮), জোড়াসাঁকোর বাড়িতে।
-
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কিছু ছোটগল্প ও উপন্যাসের চরিত্রসমূহ:
-
'একরাত্রি' – সুরবালা
-
'নষ্টনীড়' – চারুলতা
-
'সমাপ্তি' – মৃন্ময়ী
-
'শাস্তি' – চন্দরা
-
'পোস্টমাস্টার' – রতন
-
'ঘরে-বাইরে' উপন্যাস – নিখিলেশ ও বিমলা
-
'মালঞ্চ' উপন্যাস – নীরজা, আদিত্য, সরলা প্রমুখ
-
'যোগাযোগ' উপন্যাস – কুমুদিনী, মধুসূদন প্রমুখ
-