লোকসাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলে আখ্যায়িত করেছিলেন?
A
সাহিত্যের প্রাণস্পন্দন
B
জনপদের হৃদয়-কলরব
C
সমাজের প্রতিচ্ছবি
D
ঐতিহ্যের প্রতিধ্বনি
উত্তরের বিবরণ
• লোকসাহিত্য:
- লোকের মুখে মুখে প্রচলিত
— কাহিনী, গান, ছড়া ইত্যাদি
লোকসাহিত্যের ধারা।
- মৌখিক ধারার সাহিত্য যা অতীত ঐতিহ্য
ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়।
- একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমণ্ডলে একটি সংহত সমাজমানস
থেকে এর উদ্ভব।
- সাধারণত অক্ষরজ্ঞানহীন পল্লিবাসীরা স্মৃতি ও শ্রুতির ওপর
নির্ভর করে এর লালন
করে।
- মূলে ব্যক্তিবিশেষের রচনা হলেও সমষ্টির
চর্চায় তা পুষ্টি ও
পরিপক্কতা লাভ করে।
- এজন্য লোকসাহিত্য সমষ্টির ঐতিহ্য, আবেগ, চিন্তা ও মূল্যবোধকে ধারণ
করে।
- বিষয়, ভাষা ও রীতির
ক্ষেত্রে প্রচলিত ধারাই এতে অনুসৃত হয়।
- কল্পনাশক্তি, উদ্ভাবন-ক্ষমতা ও পরিশীলিত চিন্তার
অভাব থাকলেও লোকসাহিত্যে শিল্পসৌন্দর্য, রস ও আনন্দবোধের
অভাব থাকে না।
বিশেষ
তথ্য:
• লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা;
এর মধ্য দিয়ে জাতির
আত্মার স্পন্দন শোনা যায়।
তাই,
• রবীন্দ্রনাথ
ঠাকুর একে — ‘জনপদের হৃদয়-কলরব’ বলে আখ্যায়িত করেছেন।
• লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি শাখায়
ভাগ করা যায়।

0
Updated: 19 hours ago
মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গলকাব্য ধারার উল্লেখযোগ্য কবি?
Created: 2 weeks ago
A
ধর্ম মঙ্গল
B
চণ্ডীমঙ্গল
C
অন্নদামঙ্গল
D
মনসামঙ্গল
• মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য ধারার কবি ছিলেন।
-
চণ্ডীমঙ্গল ধারার অন্যান্য কবি: মানিকদত্ত, দ্বিজ মাধব, দ্বিজরাম দেব, মুক্তরাম সেন।
অন্যদিকে:
-
মনসা মঙ্গল কাব্য ধারার কবি: কানাহরি দত্ত, নারায়ণদেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ।
-
ধর্মমঙ্গল ধারার কবি: ময়ূর ভট্ট, আদিরূপরাম, খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, ঘনরাম চক্রবর্তী, নরসিংহ বসু।
-
অন্নদা মঙ্গল ধারার কবি: ভারতচন্দ্র রায়গুণাকর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 2 weeks ago
'যদ্যপি আমার গুরু' কার রচনা?
Created: 1 week ago
A
হুমায়ূন আহমেদ
B
আলাউদ্দিন আল আজাদ
C
আহমদ ছফা
D
আব্দুশ শাকুর
যদ্যপি আমার গুরু’ গ্রন্থ
-
বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা রচিত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ।
-
দীর্ঘ এই স্মৃতিচারণমূলক রচনা প্রথমে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশিত হয়।
-
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক-এর সাথে লেখকের বিভিন্ন বিষয়ে কথোপকথনের বিবরণ রয়েছে।
-
লেখক দীর্ঘ ২৭ বছর ধরে রাজ্জাক স্যারের সান্নিধ্য লাভ করেছিলেন এবং তাঁকে গুরু হিসেবে উল্লেখ করেছেন।
আহমদ ছফার উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
সূর্য তুমি সাথী
-
উদ্ধার
-
একজন আলী কেনানের উত্থান পতন
-
অলাতচক্র
-
ওঙ্কার
-
গাভীবৃত্তান্ত
-
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
-
পুষ্পবৃক্ষ
-
বিহঙ্গ পুরাণ

0
Updated: 1 week ago
'জয়গুন' কোন রচনার চরিত্র?
Created: 1 week ago
A
সারেং বৌ
B
পদ্মার পলিদ্বীপ
C
সূর্য-দীঘল বাড়ী
D
পুতুল নাচের ইতিকথা
‘জয়গুন’ হলো ‘সূর্য-দীঘল বাড়ী’ উপন্যাসের একটি চরিত্র।
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস:
-
রচয়িতা: আবু ইসহাকের প্রথম উপন্যাস
-
প্রকাশকাল: ১৯৫৫
-
বিষয়: বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত দলিল
অন্যান্য চরিত্র:
-
হাসু
-
মায়মুনা
-
শফি
-
ডা. রমেশ চক্রবর্তী
‘পদ্মার পলিদ্বীপ’ উপন্যাসের চরিত্র:
-
ফজল
-
এরফান মাতব্বর
-
আরশেদ মোল্লা
-
জঙ্গুরুল্লা
-
জরিনা
-
রুপজান
‘সারেং বৌ’ উপন্যাসের চরিত্র:
-
কদম সারেং
-
নবীতুন
‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
-
শশী
-
কুসুম
-
গোপাল
-
সেনদিদি
-
যাদব পণ্ডিত
উৎস:

0
Updated: 1 week ago