What is the shortcut to undo the previous action?
A
Ctrl + Z
B
Ctrl + Y
C
Ctrl + X
D
Ctrl + V
উত্তরের বিবরণ
Ctrl + Z হলো পূর্ববর্তী ক্রিয়া পূর্বাবস্থায় ফেরানোর (Undo) শর্টকাট।
গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:
-
Ctrl + O: ডকুমেন্ট খুলুন
-
Ctrl + N: নতুন ডকুমেন্ট তৈরি করুন
-
Ctrl + S: ডকুমেন্ট সংরক্ষণ করুন
-
Ctrl + W: ডকুমেন্ট বন্ধ করুন
-
Ctrl + C: নির্বাচিত বিষয়বস্তু কপি করুন
-
Ctrl + V: কপিকৃত বিষয়বস্তু পেস্ট করুন
-
Ctrl + B: লেখা বোল্ড করুন
-
Ctrl + I: লেখা ইটালিক করুন
-
Ctrl + U: লেখা আন্ডারলাইন করুন
-
Ctrl + [ (Left bracket): ফন্ট সাইজ ১ পয়েন্ট হ্রাস
-
Ctrl + ] (Right bracket): ফন্ট সাইজ ১ পয়েন্ট বৃদ্ধি
-
Ctrl + E: লেখা সেন্টার করুন
-
Ctrl + L: লেখা বামদিকে সারিবদ্ধ করুন
-
Ctrl + R: লেখা ডানদিকে সারিবদ্ধ করুন
-
Esc: কমান্ড বাতিল করুন
-
Ctrl + Z: পূর্ববর্তী ক্রিয়া Undo
-
Ctrl + Y: পূর্ববর্তী Undo পুনরায় করুন (Redo)
-
Alt + W: জুম মাপ সমন্বয় করুন
তথ্যসূত্র:

0
Updated: 19 hours ago
মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম কোনটি?
Created: 1 week ago
A
Azure
B
Salesforce
C
GCP
D
AWS
মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম হলো Microsoft Azure।
Microsoft Azure সংক্ষেপে
-
প্রথম ঘোষণা: ২০০৮, চালু: ২০১০ (মূলত Windows Azure নামে), নাম পরিবর্তন: ২০১৪ থেকে Microsoft Azure।
-
ব্যবহারকারীরা ক্লাউডে কম্পিউটিং অবকাঠামো তৈরি করতে পারে এবং তা ব্যবহারকারীদের সেবা হিসেবে প্রদান করতে পারে।
-
এটি মাইক্রোসফটের প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম।
-
২০২৩ সালে বিশ্বব্যাপী ক্লাউড সেবার বাজারে প্রায় ২৩% মার্কেট শেয়ার, Amazon Web Services-এর পর দ্বিতীয় অবস্থানে।
Microsoft-এর অন্যান্য ইন্টেলিজেন্ট ক্লাউড সেবা
-
SQL Server
-
Windows Server
-
Visual Studio
-
System Center
-
GitHub
Office 365
-
উন্মোচিত: ২০১১
-
মাইক্রোসফটের জনপ্রিয় Office সফটওয়্যারের (Word, Excel, PowerPoint, Outlook, OneNote) ক্লাউড সংস্করণ।
-
Google Docs-এর মতো অনেক সুবিধা ও বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত।

0
Updated: 1 week ago
"হ্যাপটিক গ্লাভস" - কোন ডিভাইস হিসেবে পরিচিত?
Created: 2 weeks ago
A
ইনপুট ডিভাইস
B
আউটপুট ডিভাইস
C
ইনপুট-আউটপুট ডিভাইস
D
কোনোটিই নয়
তথ্য প্রযুক্তি
ইনপুট ডিভাইস (Input Device)
ডিজিটাল কম্পিউটার
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
উত্তর: গ) ইনপুট-আউটপুট ডিভাইস
ব্যাখ্যা:
-
হ্যাপটিক গ্লাভস ব্যবহারকারীর হাতের গতি শনাক্ত করে (ইনপুট) এবং একই সময়ে স্পর্শের অনুভূতি প্রদান করে (আউটপুট)।
-
এটি VR বা AR পরিবেশে ভার্চুয়াল অবজেক্ট স্পর্শ করলে বাস্তবের মতো প্রতিক্রিয়া দেয়।
-
তাই এটি ইনপুট-আউটপুট ডিভাইস, যা ব্যবহারকারী এবং কম্পিউটার সিস্টেমের মধ্যে দুইমুখী যোগাযোগের মাধ্যম।
অন্যান্য পেরিফেরাল ডিভাইসের ধরন:
-
ইনপুট ডিভাইস: Keyboard, Mouse, Scanner, Digital Camera ইত্যাদি।
-
আউটপুট ডিভাইস: Monitor, Printer, Speaker, Projector ইত্যাদি।
-
ইনপুট-আউটপুট ডিভাইস: Hard Disk, CD/DVD, Touch Screen, Pendrive ইত্যাদি।
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), Cornell University.

0
Updated: 2 weeks ago
সি প্রোগ্রামিং ভাষা প্রথমে কোথায় প্রয়োগ করা হয়?
Created: 1 week ago
A
Windows OS
B
Unix OS
C
Linux OS
D
Mac OS
সি (C) প্রোগ্রামিং ভাষা এবং তার ইতিহাস:
১. উদ্ভব ও জনক
-
সি প্রোগ্রামিং ভাষা তৈরি করেন ডেনিস রিচি (Dennis Ritchie)।
-
১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে C ভাষার উদ্ভব।
-
ডেনিস রিচিকে সি প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়।
২. মূল প্রয়োগ
-
প্রথমে C ভাষা ব্যবহার করা হয় Unix অপারেটিং সিস্টেমে, DEC PDP-11 মেশিনে।
-
সি ভাষার মূল উদ্দেশ্য ছিল সিস্টেম প্রোগ্রামিং সহজ ও কার্যকর করা।
৩. উদ্ভবের প্রেক্ষাপট
-
C ভাষার উদ্ভবের আগে BCPL নামের একটি কম্পিউটার ভাষা ছিল।
-
BCPL থেকে ‘B’ ভাষা তৈরি হয়, এবং তার উন্নয়ন ঘটিয়ে ‘C’ ভাষা আসে।
-
অর্থাৎ: BCPL → B → C।
৪. বৈশিষ্ট্য ও গুরুত্ব
-
Unix OS-এ প্রথম প্রয়োগের পর, C ভাষার ব্যবহার বহুভাবে বিস্তার লাভ করে।
-
সি প্রোগ্রামিং ভাষা এখনও দ্রুতগতিসম্পন্ন, বহুমুখী এবং প্রচলিত।

0
Updated: 1 week ago