পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
A
নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
B
প্রোটন ও নিউট্রনের ওজন সমান
C
নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
D
ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
উত্তরের বিবরণ
নিউক্লিয়াস হলো পরমাণুর কেন্দ্রীয় অংশ, যেখানে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। এখানেই পরমাণুর সব ধনাত্মক আধান এবং অধিকাংশ ভর সঞ্চিত থাকে।
অন্যদিকে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে এবং তার চারপাশে ঘোরে। পরমাণু সাধারণত নিরপেক্ষ থাকে, কারণ এতে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে।
উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
Created: 2 months ago
A
বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
B
মেমোরী চিপ হিসেবে
C
চুম্বক ক্ষেত্র হিসেবে
D
কার্বন ক্ষেত্র হিসেবে
কম্পিউটার ও ক্যাসেট প্লেয়ারে ব্যবহৃত টেপ বা স্মৃতির ফিতায় সাধারণত সিরামিক চুম্বক ব্যবহৃত হয়। এই ফিতায় প্রয়োগ করা হয় ক্রোমিয়াম ডাই অক্সাইড (CrO₂) নামক পদার্থ,
যার বৈশিষ্ট্য হলো—একবার বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করার পর তা সরিয়ে নিলেও অধিকাংশ চৌম্বক আবিষ্টতা অটুট থাকে।
এ কারণে এই চৌম্বকত্বকে স্থায়ী ধরা হয়। চৌম্বক শক্তিকে ব্যবহার করেই মূলত শব্দ সংরক্ষণের কাজটি সম্পন্ন হয়।
১৯৩০-এর দশকে জার্মানিতে প্রথম আবিষ্কৃত হয়েছিল চৌম্বকীয় রেকর্ডিং পদ্ধতি, যা পরবর্তীতে ক্যাসেট টেপের মাধ্যমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।
যে ধরনের কৃত্রিম চুম্বকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র অপসারিত হলেও চৌম্বকীয়তা সহজে বিলুপ্ত হয় না, তাকে বলা হয় স্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক সাধারণত দুই প্রকারের হয়ে থাকে—সংকর চুম্বক এবং সিরামিক চুম্বক।
উৎস:
-
পদার্থবিজ্ঞান (নবম-দশম শ্রেণি), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
-
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 2 months ago
সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল কোনটি?
Created: 1 week ago
A
দুর্বল নিউক্লীয় বল
B
মহাকর্ষ বল
C
সবল নিউক্লীয় বল
D
তড়িৎ চৌম্বক বল
বল (Force)
-
সংজ্ঞা: যে বস্তু স্থির অবস্থায় থাকা অন্য কোনো বস্তুকে গতি দিতে চায় বা করতে সক্ষম, অথবা যে বস্তু গতিশীল তার গতিতে পরিবর্তন আনে, তাকে বল বলে।
-
বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে।
-
প্রকৃতিতে মোট চার ধরনের মৌলিক বল আছে:
১) মহাকর্ষ বল
২) তড়িৎ-চৌম্বক বা বিদ্যুৎ-চৌম্বকীয় বল
৩) দুর্বল নিউক্লীয় বল
৪) সবল নিউক্লীয় বল
1️⃣ মহাকর্ষ বল (Gravitational Force)
-
সংজ্ঞা: সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে আকর্ষণ করে, সেটি মহাকর্ষ বল।
-
উদাহরণ:
-
গ্যালাক্সির মধ্যে নক্ষত্র ঘোরে।
-
সূর্যকে ঘিরে পৃথিবী এবং পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে।
-
-
পৃথিবীর মহাকর্ষ বলকে মধ্যাকর্ষণ বল বলা হয়।
-
এটি মানুষকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে, যার ফলে আমরা ওজন অনুভব করি।
-
যেকোনো ভরযুক্ত বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল প্রয়োগ করে।
2️⃣ তড়িৎ-চৌম্বক বল (Electromagnetic Force)
-
দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরকে যে আকর্ষণ বা বিকর্ষণ করে, সেটি তড়িৎ-চৌম্বক বল।
3️⃣ দুর্বল নিউক্লীয় বল (Weak Nuclear Force)
-
এটি তড়িৎ-চৌম্বক বলের তুলনায় প্রায় ট্রিলিয়ন গুণ দুর্বল, কিন্তু মহাকর্ষ বলের তুলনায় দুর্বল নয়।
-
মহাকর্ষ ও তড়িৎ-চৌম্বক বল দূরত্বের বড় পরিসরে কাজ করতে পারে, কিন্তু দুর্বল নিউক্লীয় বল খুবই অল্প দূরত্বে (~10⁻¹⁸ মিটার) কার্যকর।
4️⃣ সবল নিউক্লীয় বল (Strong Nuclear Force)
-
এটি সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল।
-
তড়িৎ-চৌম্বক বলের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি শক্তিশালী, কিন্তু দুর্বল নিউক্লীয় বলের মতো খুব অল্প (~10⁻¹⁵ মিটার) দূরত্বে কাজ করে।
-
সূর্য থেকে প্রাপ্ত আলো ও তাপ এই বলের কারণে উৎপন্ন হয়।
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 1 week ago
বায়ুমণ্ডলের কোন স্তর সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে?
Created: 1 week ago
A
তাপমণ্ডল
B
স্ট্র্যাটোমণ্ডল
C
মেসোমণ্ডল
D
এক্সোমণ্ডল
মেসোমণ্ডল (Mesosphere)
-
সংজ্ঞা: স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর হলো মেসোমণ্ডল।
-
এই স্তরের উপরে তাপমাত্রা হ্রাস বন্ধ হয়ে যায়; একে মেসোবিরতি (Mesopause) বলে।
মেসোমণ্ডলের বৈশিষ্ট্য
-
ট্রপোমণ্ডলের মতো এখানেও উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা ক্রমশ হ্রাস পায় এবং সর্বনিম্ন –৮৩° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।
-
এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর।
-
মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধাবিত হওয়া অধিকাংশ উল্কা (Meteor) এই স্তরে এসে জ্বলে-পুড়ে যায়।
তাপমণ্ডল (Thermosphere)
-
সংজ্ঞা: মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর হলো তাপমণ্ডল।
-
এ স্তরের বায়ু খুবই হালকা এবং বায়ুচাপ অতি সামান্য।
-
তাপমণ্ডলের নিচের অংশকে আয়নমণ্ডল (Ionosphere) বলা হয়।
তাপমণ্ডলের বৈশিষ্ট্য
-
এ স্তরে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১৪৮০° সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়।
-
উপরের স্তরে তাপমাত্রা তুলনামূলকভাবে প্রায় স্থির থাকে।
-
তীব্র সৌর বিকিরণের ফলে রঞ্জন রশ্মি (X-ray) ও অতিবেগুনি রশ্মি (UV ray) এর সংঘাতে বায়ু আয়নিত হয়।
-
ভূপৃষ্ঠ থেকে প্রেরিত বেতার তরঙ্গ (Radio waves) আয়নমণ্ডলের আয়নের সাথে প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম–দশম শ্রেণি

0
Updated: 1 week ago