Which number system is generally called the base number system?
A
Non-positional
B
Roman
C
Positional
D
Fractional
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: গ) Positional
সংখ্যা পদ্ধতির বেজ (Base)
-
সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত হলো ঐ পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা।
-
উদাহরণ: দশমিক পদ্ধতির বেজ ১০, কারণ এতে ১০টি মৌলিক চিহ্ন আছে: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯।
-
বেজের উপর নির্ভর করে পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে:
-
দশমিক (১০ ভিত্তিক)
-
বাইনারি (২ ভিত্তিক)
-
অক্টাল (৮ ভিত্তিক)
-
হেক্সাডেসিমেল (১৬ ভিত্তিক)
-
-
সাধারণভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে n-বেজ সংখ্যা পদ্ধতিও বলা হয়, যেখানে n হলো সংখ্যা পদ্ধতির বেজ।
-
বেজ সংখ্যা পদ্ধতিতে ০ সহ মোট n টি চিহ্ন ব্যবহৃত হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
What is the full form of ATM?
Created: 1 month ago
A
Automated Teller Machine
B
Automatic Transaction Machine
C
Automated Transfer Machine
D
Automatic Teller Mechanism
ATM এর পূর্ণরূপ হলো Automated Teller Machine
Automated Teller Machine (ATM):
-
অটোমেটেড টেলার মেশিনকে সংক্ষেপে ATM বলা হয়।
-
ATM হলো একটি বৈদ্যুতিক টেলিযোগাযোগ ডিভাইস, যা ব্যাংক টেলার বা ক্লার্ক ছাড়াই ব্যাংক গ্রাহকদের নগদ টাকা উত্তোলন করতে সক্ষম।
-
যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং বৈদ্যুতিক চুম্বকের সাহায্যে গ্রাহক টাকা উত্তোলন করতে পারে।
-
যেখানটি ATM স্থাপন করা হয়, তাকে ATM বুথ বলা হয়।
-
টাকা উত্তোলনের জন্য গ্রাহকের ATM কার্ড প্রয়োজন।
-
ATM কার্ড ব্যবহার করে ২৪/৭ সময় নিরাপদে টাকা উত্তোলন করা যায়।
-
টাকা উত্তোলনের সময় গোপনীয় PIN কোড ব্যবহার করতে হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
একটি রিলেশনাল ডেটাবেজ সারণীতে ডেটার ক্ষুদ্রতম যৌক্তিক একক কোনটি?
Created: 1 month ago
A
রেকর্ড
B
ফিল্ড
C
টেবিল
D
ডেটাবেজ
ডাটাবেজে প্রতিটি রেকর্ডের মধ্যে ডেটার ক্ষুদ্রতম ও একক অংশকে ফিল্ড (Field) বলা হয়। এটি একটি নির্দিষ্ট ধরনের তথ্য ধারণ করে, যেমন একজন ব্যক্তির নাম বা বয়স। ডাটাবেজ হলো সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিল, ফাইল, ফর্ম, রিপোর্ট ইত্যাদির সমষ্টি, যা তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।
-
ডাটাবেজ (Database):
-
'ডাটা' অর্থ উপাত্ত এবং 'বেজ' অর্থ ঘাঁটি বা সমাবেশ।
-
সম্পর্কযুক্ত এক বা একাধিক ডাটা টেবিল, ফাইল, ফর্ম, রিপোর্ট ইত্যাদির সমষ্টি হলো ডাটাবেজ।
-
-
ডাটাবেজের উপাদান:
১. ডাটা (Data)
২. তথ্য (Information)
৩. রেকর্ড (Record)
৪. ফিল্ড (Field)
৫. রো (Row)
৬. কলাম (Column)
৭. ডাটা টেবিল (Data Table)
৮. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS)
৯. রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS)
১০. ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ মডেল (Distributed Database Model) -
ফিল্ড (Field):
-
ফিল্ড হলো ডেটার সেই একক, যা একটি নির্দিষ্ট অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যকে বর্ণনা করে।
-
উদাহরণ: একটি 'শিক্ষার্থী' টেবিলে 'নাম', 'রোল নম্বর', 'শ্রেণি' ইত্যাদি প্রতিটি ফিল্ড।
-
ফিল্ডগুলো একটি রেকর্ডের অংশ হিসেবে কাজ করে এবং ডেটাবেজের তথ্যকে সুসংগঠিত রাখে।
-
-
উল্লেখযোগ্য ধারণা:
-
রেকর্ড (Record): টেবিলের একটি সারি, যা একাধিক ফিল্ডের সমষ্টি।
-
টেবিল (Table): রেকর্ডের সমষ্টি।
-
ডাটাবেজ (Database): এক বা একাধিক টেবিলের সমষ্টি।
-
উৎস:
0
Updated: 1 month ago
প্রসেসরের কার্যক্ষমতা কোন এককে পরিমাপ করা হয়?
Created: 1 month ago
A
Kilograms
B
Megapixels
C
Gigabytes
D
Gigahertz
প্রসেসরের কার্যক্ষমতা সাধারণত Gigahertz (GHz) এককে পরিমাপ করা হয়। গিগাহার্টজ হলো প্রসেসরের ক্লক স্পিড বা ঘড়ির গতি পরিমাপের একক, যা নির্দেশ করে প্রসেসর প্রতি সেকেন্ডে কত বিলিয়ন সাইকেল সম্পন্ন করতে পারে। ক্লক স্পিড যত বেশি, প্রসেসর তত দ্রুত নির্দেশনা কার্যকর করতে পারে। উদাহরণস্বরূপ, একটি 3.5 GHz প্রসেসর প্রতি সেকেন্ডে প্রায় ৩.৫ বিলিয়ন অপারেশন সম্পাদন করতে সক্ষম। যদিও কার্যক্ষমতা নির্ভর করে কোর সংখ্যা, ক্যাশ মেমরি এবং আর্কিটেকচারের উপরও, তবুও প্রসেসরের গতির সাধারণ মানদণ্ড হিসেবে গিগাহার্টজ ব্যবহৃত হয়। তাই প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হলো Gigahertz।
সিপিইউ/মাইক্রোকম্পিউটারের গতি সম্পর্কিত তথ্য:
-
মাইক্রোকম্পিউটারের গতি নির্ধারণ করা হয় সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed) দ্বারা।
-
ক্লক স্পিড হলো প্রতি সেকেন্ডে সম্পন্ন হওয়া স্পন্দন (Pulse) বা টিকের সংখ্যা, যা হার্টজে (Hz) পরিমাপ করা হয়।
-
প্রতি সেকেন্ডে এক মিলিয়ন স্পন্দনকে মেগাহার্টজ (MHz) হিসেবে অভিহিত করা হয়। উদাহরণস্বরূপ, ৩৩ MHz প্রসেসর প্রতি সেকেন্ডে ৩৩,০০,০০০ স্পন্দন তৈরি করে এবং এই স্পন্দনকে ক্লক স্পিড বলা হয়।
-
প্রসেসরের স্পিড বা গতি বলতে বোঝায় এটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজে কাজ করে।
0
Updated: 1 month ago