Which number system is generally called the base number system?
A
Non-positional
B
Roman
C
Positional
D
Fractional
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: গ) Positional
সংখ্যা পদ্ধতির বেজ (Base)
-
সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত হলো ঐ পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা।
-
উদাহরণ: দশমিক পদ্ধতির বেজ ১০, কারণ এতে ১০টি মৌলিক চিহ্ন আছে: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯।
-
বেজের উপর নির্ভর করে পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে:
-
দশমিক (১০ ভিত্তিক)
-
বাইনারি (২ ভিত্তিক)
-
অক্টাল (৮ ভিত্তিক)
-
হেক্সাডেসিমেল (১৬ ভিত্তিক)
-
-
সাধারণভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে n-বেজ সংখ্যা পদ্ধতিও বলা হয়, যেখানে n হলো সংখ্যা পদ্ধতির বেজ।
-
বেজ সংখ্যা পদ্ধতিতে ০ সহ মোট n টি চিহ্ন ব্যবহৃত হয়।
তথ্যসূত্র:

0
Updated: 19 hours ago
DNS-এর কাজ কী?
Created: 6 days ago
A
ইমেইল প্রেরণ
B
ওয়েব ঠিকানাকে IP তে রূপান্তর
C
ভাইরাস শনাক্তকরণ
D
হ্যাকিং প্রতিরোধ
DNS (Domain Name System) হলো একটি ব্যবস্থা যা ইন্টারনেটে ব্যবহৃত ডোমেইন নেমকে (যেমন: www.google.com) তার সংশ্লিষ্ট IP অ্যাড্রেসে (যেমন: 142.250.190.14) রূপান্তর করে। এর ফলে ব্যবহারকারীরা সহজে নাম মনে রেখে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে, আইপি অ্যাড্রেস মনে রাখার প্রয়োজন হয় না।
DNS সার্ভার সম্পর্কিত মূল তথ্য:
-
ডোমেইন নেমকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত পদ্ধতিকে Domain Name System (DNS) বলা হয়।
-
DNS Server মূলত ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে, যাতে কম্পিউটারগুলো নেটওয়ার্কে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে।
-
একজন ব্যবহারকারী কোনো ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে প্রথমে অনুরোধটি DNS Server এ পাঠানো হয়।
-
একটি ডোমেইন নেমের একাধিক অংশ থাকে এবং প্রতিটি অংশকে ডট (.) অপারেটর দ্বারা বিভক্ত করা হয়।
উৎস:

0
Updated: 6 days ago
নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়?
Created: 4 days ago
A
ওপেরা
B
সাফারি
C
গুগল ক্রোম
D
গুগল
ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার যা ব্যবহারকারীদের ইন্টারনেটে ওয়েবসাইট খুলতে, ব্রাউজ করতে এবং তথ্য দেখতে সাহায্য করে। তালিকাভুক্ত অপশনগুলোর মধ্যে ওপেরা, সাফারি এবং গুগল ক্রোম সবই পরিচিত ওয়েব ব্রাউজার। অন্যদিকে “গুগল” হলো একটি সার্চ ইঞ্জিন, যা ওয়েবসাইট বা তথ্য খুঁজে বের করতে ব্যবহৃত হয়, তবে এটি নিজে কোনো ব্রাউজার নয়। তাই ওয়েব ব্রাউজার নয় এমনটি হলো— গুগল।
ওয়েব ব্রাউজারের সংজ্ঞা ও বৈশিষ্ট্য:
-
ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটরে থাকা সমস্ত তথ্য ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়।
-
যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page/World Wide Web (WWW) প্রদর্শন করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
-
পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা সংযোগযোগ্য ওয়েব পেইজ পরিদর্শন করা হয় Web Browsing এর মাধ্যমে।
-
Web Browsing করে বিভিন্ন তথ্য ব্যবহারকারীর কম্পিউটারে আনা যায়।
-
এই সকল ওয়েব ব্রাউজার সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত ওয়েব সার্ভার কম্পিউটারে থাকা ওয়েব পেইজ প্রদর্শন করে।
-
১৯৯০ সালে টিম বার্নার্স লি সর্বপ্রথম WorldWide Web নামে ওয়েব ব্রাউজার তৈরি করেন।
-
বর্তমান সময়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার: Internet Explorer (মাইক্রোসফট এজ), Mozilla Firefox, Safari, Opera, Google Chrome ইত্যাদি।
সার্চ ইঞ্জিন (Search Engine):
-
সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার টুল যা ওয়াল্ড ওয়াইড ওয়েব থেকে তথ্য খুঁজে বের করে।
-
উদাহরণ: Google, Yahoo, Bing, MSN ইত্যাদি।
উৎস:

0
Updated: 4 days ago
মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজির নাম কী?
Created: 1 week ago
A
রিং টপোলজি
B
মেশ টপোলজি
C
স্টার টপোলজি
D
কোনোটিই নয়
মোবাইল নেটওয়ার্কের কাঠামো মূলত স্টার টপোলজি-এর উপর ভিত্তি করে তৈরি, যেখানে কেন্দ্রীয় হাবের সঙ্গে প্রতিটি মোবাইল ডিভাইস সরাসরি সংযুক্ত থাকে।
-
মোবাইল ফোন:
-
মোবাইল ফোনের জনক হলেন মার্টিন কুপার।
-
যুক্তরাষ্ট্রে Motorola DynaTAC (Total Access Communication System) নামে প্রথম হ্যান্ড-মোবাইল সেট চালু করা হয়।
-
১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করে, যা 1G-এর সূচনা।
-
মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচ ভাগে ভাগ করা হয়: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম।
-
-
স্টার টপোলজি:
-
একটি কেন্দ্রীয় নোড বা হাব থাকে এবং প্রতিটি ডিভাইস সেই কেন্দ্রীয় নোডের সঙ্গে সরাসরি যুক্ত থাকে।
-
মোবাইল নেটওয়ার্কে প্রতিটি বেস স্টেশন বা সেল টাওয়ার কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করে।
-
বেস স্টেশনের আওতাধীন প্রতিটি মোবাইল ফোন সেই কেন্দ্রীয় হাবের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে।
-
সেলুলার নেটওয়ার্কের মৌলিক কাঠামো স্টার টপোলজির মতো, যেখানে বেস স্টেশন কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
-
উৎস:

0
Updated: 1 week ago