Which transmission mode is generally used in video conferencing?
A
Broadcast
B
Multicast
C
Unicast
D
Half-duplex
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) Multicast
মাল্টিকাস্ট (Multicast)
-
মাল্টিকাস্ট মোড ব্রডকাস্ট মোডের মত, তবে পার্থক্য হলো মাল্টিকাস্টে নেটওয়ার্কের সব নোড ডেটা গ্রহণ করতে পারে না, বরং নির্দিষ্ট একটি গ্রুপের সদস্যরাই ডেটা গ্রহণ করতে পারে।
-
উদাহরণ: ভিডিও কনফারেন্সিং-এ শুধুমাত্র যাদের অনুমতি আছে, তারা অংশগ্রহণ করতে পারে।
ডেটা কমিউনিকেশন মোড প্রেরক থেকে প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকার অনুযায়ী তিনটি ভাগে বিভক্ত:
১. ইউনিকাস্ট (Unicast)
২. ব্রডকাস্ট (Broadcast)
৩. মাল্টিকাস্ট (Multicast)
ইউনিকাস্ট (Unicast)
-
একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করে।
-
একাধিক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না।
-
সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডও ইউনিকাস্টের অন্তর্ভুক্ত।
ব্রডকাস্ট (Broadcast)
-
একটি নোড থেকে প্রেরিত ডেটা নেটওয়ার্কের সকল নোড গ্রহণ করে।
-
উদাহরণ: টিভি সম্প্রচার কেন্দ্র থেকে মুভি সম্প্রচার করলে সকলেই তা দেখতে পারে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
What type of storage is RAM?
Created: 1 month ago
A
Secondary storage
B
Primary storage
C
Tertiary storage
D
Cache storage
সঠিক উত্তর: খ) Primary storage
Random Access Memory (RAM)
-
যে স্মৃতিতে কোনো তথ্য মুছে ফেলে সেই স্থানে নতুন তথ্য লেখা যায় এবং তা প্রয়োজনে ব্যবহার করা যায়, তাকে Random Access Memory (RAM) বলা হয়।
-
বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলে এর তথ্য মুছে যায়।
-
Primary storage বা প্রাথমিক মেমোরি সাধারণত RAM বোঝায়, কারণ এটি ডেটা ও ইনস্ট্রাকশন সরাসরি সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়।
-
মেমোরির প্রতিটি আলাদা লোকেশন সহজে এক্সেসযোগ্য এবং একই সময়ে এক ধরনের অ্যাক্সেস হয়।
-
এটি রিড/রাইট মেমোরি, অর্থাৎ এ থেকে তথ্য পড়া এবং তাতে লেখা উভয়ই সম্ভব।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহার করা যায়?
Created: 1 month ago
A
মাউস
B
টাচ স্ক্রিন
C
ওএমআর
D
স্পিকার
টাচ স্ক্রিন ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
ইনপুট ডিভাইস:
যেসব যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটারকে তথ্য বা নির্দেশ প্রদান করি, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়। এগুলোর সাহায্যে কম্পিউটার ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে এবং তা প্রক্রিয়াজাত করে।
ইনপুট ডিভাইসের উদাহরণ:
-
কি-বোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
স্ক্যানার (Scanner)
-
ওএমআর (OMR)
-
ওসিআর (OCR)
-
জয়স্টিক (Joystick)
-
ট্র্যাকবল (Trackball)
-
ডিজিটাইজার (Digitizer)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
লাইটপেন (Light Pen)
-
বারকোড রিডার (Bar Code Reader)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
পয়েন্ট অফ সেল (Point of Sale)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera) ইত্যাদি।
আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে যে ফলাফল বা তথ্য আমরা পাই, তা আউটপুট নামে পরিচিত। এই তথ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত যন্ত্রগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
ফিল্ম রেকর্ডার (Film Recorder)
-
হেডফোন (Headphone) ইত্যাদি।
ইনপুট–আউটপুট উভয় ডিভাইস:
বর্তমানে প্রযুক্তির উন্নতির ফলে এমন কিছু ডিভাইস রয়েছে যা একই সঙ্গে ইনপুট ও আউটপুটের কাজ সম্পন্ন করতে পারে।
উদাহরণ:
-
হার্ড ডিস্ক (Hard Disk)
-
সিডি/ডিভিডি (CD/DVD)
-
পেন ড্রাইভ (Pen Drive)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
টাচ স্ক্রিনের বিশেষত্ব:
টাচ স্ক্রিন একই সঙ্গে ইনপুট ও আউটপুট ডিভাইস, কারণ—
-
এটি ডিসপ্লে স্ক্রিনের মাধ্যমে তথ্য প্রদর্শন করে (আউটপুট),
-
আবার ব্যবহারকারী স্ক্রিনে স্পর্শ করে নির্দেশ প্রদান করতে পারে (ইনপুট)।
0
Updated: 1 month ago
কোনটি শারীরিক বৈশিষ্ট্য নয়, আচরণিক বৈশিষ্ট্য?
Created: 1 month ago
A
স্বাক্ষর
B
আঙুলের ছাপ
C
চোখের আইরিস
D
মুখমন্ডলের অবয়ব
আচরণিক বৈশিষ্ট্য:
-
সঠিক উত্তর: ক) স্বাক্ষর
-
স্বাক্ষর শেখা এবং অভ্যাসের মাধ্যমে তৈরি হয়, এটি জন্মগত বা শারীরিকভাবে নির্ধারিত নয়।
-
অন্যদিকে, আঙুলের ছাপ, চোখের আইরিস এবং মুখমন্ডলের অবয়ব শারীরিক বৈশিষ্ট্য, যা জেনেটিক ও শারীরিক গঠনের ওপর নির্ভর করে।
-
বায়োমেট্রিক্সের ধরন:
-
শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স (Physical Biometrics):
-
আঙুলের ছাপ
-
হাতের রেখা শনাক্তকরণ
-
মুখমন্ডলের অবয়ব
-
চোখের আইরিস শনাক্তকরণ
-
-
আচরণগত বায়োমেট্রিক্স (Behavioral Biometrics):
-
কণ্ঠস্বর যাচাইকরণ
-
স্বাক্ষর শনাক্তকরণ
-
কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ
-
0
Updated: 1 month ago