সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
A
শুক্র
B
বুধ
C
নেপচুন
D
ইউরেনাস
উত্তরের বিবরণ
বুধ হলো সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ, যার বৈশিষ্ট্য অন্যান্য গ্রহের থেকে বেশ আলাদা।
-
সূর্য থেকে বুধের গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার এবং এর ব্যাস ৪,৮৫০ কিলোমিটার।
-
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে ৮৮ দিন, অর্থাৎ বুধ গ্রহে এক বছর ৮৮ দিনে পূর্ণ হয়।
-
বুধের মাধ্যাকর্ষণ শক্তি এত কম যে এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না, ফলে গ্রহের পৃষ্ঠে তাপমাত্রার পরিবর্তন অত্যন্ত উষ্ণ ও শীতল হতে থাকে।
-
১৯৭৪ সালে মার্কিন মহাশূন্যযান মেরিনার-১০ বুধের ছবি পাঠায়, যা থেকে দেখা যায় বুধের পৃষ্ঠ চাঁদের মতো, অসংখ্য গর্ত, পাহাড় এবং সমতলভূমি দ্বারা গঠিত।
-
বুধের কোনো উপগ্রহ নেই, এটি এককভাবে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে।
-
বুধের পৃষ্ঠে উচ্চমাত্রার তাপ এবং রাতের সময় চরম শীত থাকায় সেখানে কোনো পানি বা জীবনের উপস্থিতি সম্ভব নয়।
-
বুধের ভূত্বক প্রধানত রক এবং লোহামিশ্রিত, যা এটি সূর্যের কাছাকাছি অবস্থানের কারণে সূর্যের তীব্র তাপমাত্রা সহ্য করতে সাহায্য করে।

0
Updated: 19 hours ago
কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?
Created: 1 week ago
A
শনি ও ইউরেনাস
B
বুধ ও শুক্র
C
পৃথিবী ও মঙ্গল
D
মঙ্গল ও বৃহস্পতি
বুধ ও শুক্র গ্রহের উপগ্রহ
-
বুধ গ্রহ (Mercury)
-
সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে সূর্যের সবচেয়ে নিকটবর্তী।
-
ব্যাস: ৪,৮৫০ কিমি।
-
সূর্য প্রদক্ষিণের সময়: ৮৮ দিন।
-
বায়ুমণ্ডল, মেঘ, বৃষ্টি বা পানি নেই।
-
উপগ্রহ নেই।
-
-
শুক্র গ্রহ (Venus)
-
পৃথিবীর তুলনায় সূর্যের নিকটতম দ্বিতীয় গ্রহ।
-
গড় তাপমাত্রা অন্যান্য সকল গ্রহের চেয়ে বেশি।
-
বায়ুমণ্ডল রয়েছে (প্রধানত কার্বন ডাইঅক্সাইড), কিন্তু উপগ্রহ নেই।
-

0
Updated: 1 week ago