A
বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
B
অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
C
বৈদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
D
বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে
উত্তরের বিবরণ
নিরাপত্তার জন্য সার্কিট ব্রেকার ও ফিউজের ব্যবহার:
-
যান্ত্রিক ত্রুটির কারণে কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে হঠাৎ অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পেলে সেটি অতিরিক্ত গরম হয়ে আগুনের ঝুঁকি তৈরি করতে পারে।
-
বাড়ি, হাসপাতাল, স্কুল কিংবা শিল্প কারখানাসহ বিভিন্ন স্থানে এই ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
-
এমন দুর্ঘটনা রোধ করতে বিদ্যুৎ সরবরাহ লাইনে সার্কিট ব্রেকার বা ফিউজ ব্যবহার করা হয়।
-
সার্কিট ব্রেকার বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে নির্দিষ্ট নিরাপদ মাত্রার বেশি বিদ্যুৎ প্রবাহ ঘটলে তা স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বন্ধ করে দেয়।
-
অন্যদিকে, ফিউজ একটি সরল পদ্ধতি, যেখানে যন্ত্রে প্রবাহিত বিদ্যুতের আগে একটি পাতলা, কম গলনাংকের তার দেওয়া থাকে।
-
যদি বিদ্যুৎ প্রবাহ নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে ফিউজের ওই পাতলা তার গরম হয়ে পুড়ে যায় এবং বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিয়ে যন্ত্রকে সুরক্ষা দেয়।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
Created: 2 weeks ago
A
পাশাপাশি দুটো দাঁতের দাগ
B
অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
C
ক্ষতস্থান থেকে প্রচুর রক্ষপাত হতে থাকে
D
ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
বিষধর সাপে কাটা গেলে শরীরে যে লক্ষণগুলো দেখা দিতে পারে তা শনাক্ত করা জরুরি। সাধারণভাবে বিষধর সাপের দুটি বিষ দাঁত থাকে। এই দাঁতের দংশনের ফলে শরীরে বিষক্রিয়া শুরু হয় এবং কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দেয়, যেমন:
-
দংশিত স্থানে দুটি সূক্ষ্ম দাঁতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়,
-
ক্ষতস্থান থেকে রক্তপাত হতে থাকে এবং তা অস্বাভাবিকভাবে ফুলে যায় ও তীব্র ব্যথা অনুভূত হয়,
-
কখনো কখনো পুরো শরীরে ফোলা দেখা দিতে পারে,
-
আক্রান্ত ব্যক্তি খাবার বা পানি গিলতে কষ্ট পায়, শ্বাস নিতে সমস্যা হয়, চোখে ঝাপসা দেখে এবং চোখের পাতা ভারী হয়ে আসে বা বন্ধ হয়ে যায়।
উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা।

0
Updated: 2 weeks ago
সূর্যে শক্তি উৎপন্ন হয়-
Created: 2 weeks ago
A
পরমাণুর ফিশন পদ্ধতিতে
B
পরমাণুর ফিউশন পদ্ধতিতে
C
রাসায়নিক বিক্রিয়ার ফলে
D
তেজস্ক্রিয়তার ফলে
সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে।
- সূর্য থেকে যে শক্তি পাওয়ার যায় তাকে বলা হয় সৌরশক্তি।
- সূর্য সকল শক্তির উৎস।
- পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্যের কিরণ থেকে তৈরি হয়েছে।
- প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়।
- এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
Created: 1 week ago
A
অক্সিজেন পরিবহন করা
B
রোগ প্রতিরোধ করা
C
রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
D
উল্লিখিত সব কয়টিই
- রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহনে সাহায্য করা।
- হিমোগ্লোবিনের প্রধান কাজ ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে তা শরীরের বিভিন্ন কোষে ছড়িয়ে দেয়া।
- এর ফলে জীবিত কোষগুলো ভালোভাবে কাজ করতে পারে।
- এছাড়া হিমোগ্লোবিন কোষ থেকে কার্বন ডাই-অক্সাইড বের করে দেয়।
- হিমোগ্লোবিন বর্ণহীন রক্তকে লাল করে থাকে।
উৎস: National Library of Medicine Website

0
Updated: 1 week ago