Which of the following is not a brigade force formed during the Liberation War?
A
Z Force
B
K Force
C
H Force
D
S Force
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের সময় ৩টি ব্রিগেড ফোর্স গঠিত হয়েছিল:
-
জেড ফোর্স
-
কে ফোর্স
-
এস ফোর্স
জেড ফোর্স
-
নেতৃত্বে: জিয়াউর রহমান
-
‘জেড ফোর্স’ নামে পরিচিত নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেড জুলাই মাসে গঠিত হয়।
-
গঠিত হয় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
এস ফোর্স
-
নেতৃত্বে: কে.এম. সফিউল্লাহ
-
‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেড অক্টোবর মাসে গঠিত হয়।
-
গঠিত হয় দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
কে ফোর্স
-
নেতৃত্বে: খালেদ মোশাররফ
-
‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের নিয়ে।
তথ্যসূত্র:

0
Updated: 19 hours ago
বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে শিশুর বয়স সীমা কত?
Created: 1 day ago
A
০-১৮ বছর
B
০-৮ বছর
C
১-২০ বছর
D
০-১২ বছর
বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে,
• শিশুর সংজ্ঞা:
• শিশু: শিশু বলতে আঠারো বছরের কম বয়সী বাংলাদেশের সকল ব্যক্তিকে বুঝাবে।
• কিশোর কিশোরী: কিশোর কিশোরী বলতে ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী শিশুদেরকে বুঝাবে।
• জাতীয় শিশুনীতি - ২০১১:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ফেব্রুয়ারী, ২০১১ সালে জাতীয় শিশুনীতি প্রবর্তন করেন।
• পরিধি:
জাতীয় শিশু নীতি বাংলাদেশের নাগরিক সকল শিশুর ক্ষেত্রে বৈষম্যহীনভাবে প্রযোজ্য হবে।
• মূলনীতি:
- বাংলাদেশের সংবিধান, শিশু আইন ও আন্তর্জাতিক সনদসমূহের আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ।
- শিশু দারিদ্র বিমোচন।
- শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
- কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
- শিশুর সার্বিক সুরক্ষা ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকরণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের
উৎস: জাতীয় শিশুনীতি - ২০১১।

0
Updated: 1 day ago
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Created: 2 weeks ago
A
৯° সেলসিয়াস
B
৩° সেলসিয়াস
C
৫° সেলসিয়াস
D
৪° সেলসিয়াস
পানি
-
বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন।
-
পানির ঘনত্ব তাপমাত্রার ওপর নির্ভরশীল।
-
পানির ঘনত্ব সর্বাধিক হয় ৪° সেলসিয়াস তাপমাত্রায়।
-
৪° সেলসিয়াসে পানির ঘনত্ব: ১ গ্রাম/সেন্টিমিটার³ বা ১০০০ কেজি/মিটার³।
-
অর্থাৎ, ১ সি.স. পানির ভর = ১ গ্রাম, এবং ১ কিউবিক মিটার পানির ভর = ১০০০ কেজি।
-
-
যে তাপমাত্রায় বরফ গলে তরলে পরিণত হয়, সেটিকে বরফের গলনাংক বলা হয়।
-
বরফের গলনাংক: ০° সেলসিয়াস।
-
অন্যদিকে, যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাকে স্ফুটনাংক বলা হয়।
-
পানির স্ফুটনাংক: ১০০° সেলসিয়াস।
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 2 weeks ago
বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম কী?
Created: 1 hour ago
A
ফ্যাদোমিটার
B
ম্যানোমিটার
C
ব্যারোমিটার
D
হাইগ্রোমিটার
হাইগ্রোমিটার হলো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র।
অন্যান্য পরিমাপ যন্ত্রগুলো হলো:
-
ফ্যাদোমিটার: সমুদ্রের গভীরতা নির্ণয় করতে ব্যবহার হয়।
-
ব্যারোমিটার: বায়ুর চাপ মাপার যন্ত্র।
-
ম্যানোমিটার: গ্যাসের চাপ মাপার যন্ত্র।
উৎস:

0
Updated: 1 hour ago