Which is the top country according to the Global Peace Index 2025 report?
A
Switzerland
B
Austria
C
New Zealand
D
Iceland
উত্তরের বিবরণ
Global Peace Index ২০২৫ সম্প্রতি প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা IEP, যা ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।
শীর্ষ শান্তিপ্রিয় দেশগুলো হলো:
-
আইসল্যান্ড
-
আয়ারল্যান্ড
-
নিউজিল্যান্ড
-
অস্ট্রিয়া
-
সুইজারল্যান্ড
-
সিঙ্গাপুর
-
পর্তুগাল
-
ডেনমার্ক
-
স্লোভেনিয়া
-
ফিনল্যান্ড
বাংলাদেশের অবস্থান: ১২৩তম।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
Created: 1 month ago
A
হাশেম খান
B
এ.কে.এম আব্দুর রউফ
C
কামরুল ইসলাম
D
সমরজিৎ রায় চৌধুরী
বাংলাদেশের সংবিধান হাতে লেখা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ.কে.এম. আব্দুর রউফ, যার নিকট সংবিধানের মূল রচনা তৈরি হয়।
-
১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে গণপরিষদের সদস্যরা হাতে লেখা সংবিধানের কপিতে স্বাক্ষর প্রদান করেন।
-
বাংলাদেশ সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ থেকে।
-
একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেননি।
-
হস্তলিখিত সংবিধানে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
-
হস্তলিখিত সংবিধানের মূল লেখক হলেন এ.কে.এম. আব্দুর রউফ।
উল্লেখযোগ্য তথ্য:
-
হাশেম খান বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী, যিনি ১৯৯২ সালে একুশে পদক লাভ করেন।
-
কামরুল হাসান "পটুয়া" হিসাবেও পরিচিত।
উৎস:
0
Updated: 1 month ago
'ইয়াং বেঙ্গল মুভমেন্ট'-এর প্রবক্তা কে ছিলেন?
Created: 1 month ago
A
উইলিয়াম কেরি
B
ক্ষুদিরাম বসু
C
হেনরি লুইস ডিরোজিও
D
প্যারিচাঁদ মিত্র
ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট উনিশ শতকের প্রথমার্ধে বঙ্গের শিক্ষাজীবন ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রাজা রামমোহন রায়ের চিন্তাধারাকে বাঁচিয়ে রেখে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইস ডিরোজিও তার ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশের শিক্ষা দান করেন।
-
উনিশ শতকের প্রথমার্ধে রাজা রামমোহন রায়ের আন্দোলনের ধারা দৃঢ়ভাবে বাঁচিয়ে রেখেছিল হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্রবৃন্দ, যারা ইয়াং বেঙ্গল আন্দোলনের নেতৃত্ব নেন।
-
হেনরি লুইস ডিরোজিও ছিলেন আন্দোলনের মূল নেতা এবং তিনি তাঁর ছাত্রদের স্বাধীন মত প্রকাশের শিক্ষা দিতেন।
-
ডিরোজিও ১৮০৯ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
তিনি তাঁর স্কুল শিক্ষক ডেভিড ড্রামন্ডের প্রগতিবাদী, সংস্কারমুক্ত ও অসাম্প্রদায়িক মানবতাবাদী চিন্তাধারা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন।
-
বাংলার ‘রেনেসাঁস’ যুগের এই প্রতিভাবান তরুণ মাত্র তেইশ বছর বয়সে ১৮৩১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
-
মৃত্যুর পরও ডিরোজিওর হাতেখড়ি প্রাপ্ত ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, notable মধ্যে ছিলেন রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যনার্জি প্রমুখ।
0
Updated: 1 month ago
আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি?
Created: 1 month ago
A
রাশিয়া
B
কানাডা
C
আমেরিকা
D
চীন
কানাডা আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এবং উত্তর আমেরিকার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র।
-
পরিচিতি: ম্যাপল পাতার দেশ, কারণ দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং জনজীবনে এর গুরুত্বপূর্ণ প্রভাব।
-
জাতীয় পতাকায় ম্যাপল পাতার ছবি রয়েছে।
-
বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০% রপ্তানি হয় কানাডা থেকে।
-
রাজধানী: অটোয়া
-
আয়তন: ৩,৮৫৫,০৮১ বর্গ মাইল (৯,৯৮৪,৬৭০ বর্গ কিমি)
আয়তনের দিক থেকে বিশ্বের শীর্ষ ৫টি দেশ:
-
রাশিয়া – ১৭,০৯৮,২৪২ কিমি²
-
কানাডা – ৯,৯৮৪,৬৭০ কিমি²
-
চীন – ৯,৭০৬,৯৬১ কিমি²
-
যুক্তরাষ্ট্র – ৯,৩৭২,৬১০ কিমি²
-
ব্রাজিল – ৮,৫১৫,৭৬৭ কিমি²
0
Updated: 1 month ago