Which of the following is not a part of the forebrain?
A
Hypothalamus
B
Thalamus
C
Cerebellum
D
Cerebrum
উত্তরের বিবরণ
সেরেবেলাম হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ, যা মস্তিষ্কের প্রধান তিনটি অংশের একটি।
মস্তিষ্ক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি স্ফীত অংশ, যা কঙ্কাল খোঁচায় অবস্থান করে এবং মানবদেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় ১.৩৬ কেজি, এবং এতে প্রায় ১০০ বিলিয়ন নিউরন থাকে। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল ও গুরুত্বপূর্ণ অংশ।
মানব মস্তিষ্ককে তিনটি প্রধান অংশে ভাগ করা যায়:
১. অগ্রমস্তিষ্ক
২. মধ্যমস্তিষ্ক
৩. পশ্চাৎ মস্তিষ্ক (সেরেবেলাম)
১. অগ্রমস্তিষ্ক
-
এটি মস্তিষ্কের প্রধান অংশ গঠন করে।
-
তিনটি অংশে বিভক্ত:
-
সেরেব্রাম
-
থ্যালামাস
-
হাইপোথ্যালামাস
-
সেরেব্রাম
-
মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, প্রায় ৮০% গঠন করে।
-
প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার ৫টি লোব-এ বিভক্ত: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব এবং লিম্বিক লোব।
-
সেরেব্রাম সংযুক্ত বাকশক্তি, স্মৃতি, চিন্তাশক্তি, বুদ্ধি, সৃজনশীলতা, ইচ্ছা শক্তি, সহজাত প্রবৃত্তি, কর্মপ্রেরণা প্রভৃতি কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
-
সর্বোপরি মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য দায়ী।
থ্যালামাস
-
সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে দুটি ক্ষুদ্র, ডিম্বাকৃতির থ্যালামাস থাকে, যা ধূসর পদার্থ দিয়ে গঠিত।
-
এটি সংবেদী উদ্দীপনা গ্রহণ করে এবং সেরেব্রামে রিলে করে পাঠায়।
হাইপোথ্যালামাস
-
থ্যালামাসের ঠিক নিচে ধূসর পদার্থ দিয়ে গঠিত।
-
অন্তত এক ডজন পৃথক অঞ্চলে বিভক্ত।
-
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
-
ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভাল লাগা, ভীতি, আবেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে।
-
পিটুইটারী গ্রন্থি বিভিন্ন হরমোন নিঃসরণ করে।
তথ্যসূত্র:

0
Updated: 19 hours ago
কোন শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়?
Created: 1 week ago
A
একনায়কতান্ত্রিক শাসন
B
সামরিক শাসন
C
স্বৈরাচারী শাসন
D
উপরের সবগুলো
রাজনৈতিক স্বাধীনতা:
- ভোটার হবার স্বাধীনতা, ভোটদানের স্বাধীনতা, রাজনৈতিক দল গঠনের স্বাধীনতার মতো বিষয়গুলো রাজনৈতিক স্বাধীনতার অন্তর্গত।
- ন্যায়সঙ্গতভাবে একজন নাগরিক সব ধরনের স্বাধীনতা ভোগের অধিকার রাখে।
- নেতৃত্বের বিকাশের জন্য রাজনৈতিক স্বাধীনতা থাকা উচিত।
- একনায়কতান্ত্রিক, সামরিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়।

0
Updated: 1 week ago
কিসের মাধ্যমে মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে?
Created: 1 week ago
A
মানবিকতার মাধ্যমে
B
সহমর্মিতার মাধ্যমে
C
শৃঙ্খলাবোধের মাধ্যমে
D
আচার-আচরণ মাধ্যমে
একজন ব্যক্তির মূল্যবোধ তার আচার-আচরণের মধ্য দিয়েই প্রকাশ পায়, যা সমাজে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ও পরিবেশের মাধ্যমে গড়ে ওঠে।
-
মূল্যবোধ হলো একটি অর্জিত বিষয়, যা সমাজে দীর্ঘ সময় বসবাসের মাধ্যমে একজন ব্যক্তির মধ্যে বিকশিত হয়।
-
একজন ব্যক্তির মূল্যবোধের প্রকৃতি নির্ভর করে সমাজের পারিপার্শ্বিক অবস্থা ও বিভিন্ন উপাদানের উপর।
-
এই পারিপার্শ্বিক উপাদানগুলোই মূল্যবোধের ভিত্তি বা উপাদান গঠন করে।
-
ব্যক্তির আচার-আচরণই তার মূল্যবোধের বহিঃপ্রকাশ।
-
সৌজন্যবোধ মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ অংশ।
-
ব্যক্তির আচার-ব্যবহার, সৌজন্য ও শালীনতা মূল্যবোধ থেকে সৃষ্ট।
উৎস:

0
Updated: 1 week ago
বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয়?
Created: 1 day ago
A
লন্ডন
B
ফ্রাঙ্কফুর্ট
C
ঢাকা
D
কোলকাতা
• ফ্রাঙ্কফুর্ট বইমেলা:
- বিশ্বের সর্ববৃহৎ বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়।
- প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আধুনিক ফ্রাঙ্কফুর্ট বইমেলার শুরু হলেও এর মূল গোড়াপত্তন হয়েছিল ৫০০ বছর পূর্বে ১৪৬২ খ্রিস্টাব্দে।
- প্রতি বছর অক্টোবর মাসে আয়োজিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা।
- বিশ্ববিখ্যাত এই বইমেলার সময়সীমা সাধারণত পাঁচ দিন।

0
Updated: 1 day ago