According to the National Budget 2025-26, what is the tax-free income limit of a common person?
A
300000 BDT
B
350000 BDT
C
400000 BDT
D
450000 BDT
উত্তরের বিবরণ
করমুক্ত আয় সীমা হলো করযোগ্য আয়ের সীমা, যার মধ্যে ব্যক্তির আয় করমুক্ত থাকে।
-
সাধারণ ব্যক্তি: ৩,৫০,০০০ টাকা
-
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তি: ৪,০০,০০০ টাকা
-
প্রতিবন্ধী ব্যক্তি: ৪,৭৫,০০০ টাকা
-
গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা: ৫,০০,০০০ টাকা
-
তৃতীয় লিঙ্গের ব্যক্তি: ৪,৭৫,০০০ টাকা
উল্লেখ্য, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩,৭৫,০০০ টাকা।
তথ্যসূত্র:

0
Updated: 19 hours ago
বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে?
Created: 1 week ago
A
১৯৭৫ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৬ সালে
বাংলাদেশ ওআইসির (OIC) সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে, যা দেশের আন্তর্জাতিক ইসলামি সহযোগিতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।
ওআইসি সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation
-
একটি ইসলামি সহযোগিতা সংস্থা, যা মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হিসেবে কাজ করে।
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে
-
প্রথম শীর্ষ সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯)
-
অফিসিয়াল যাত্রা: ১৯৭২ সালে
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি
-
বর্তমান সদস্য: ৫৭টি [আগস্ট, ২০২৫]
-
সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব
উল্লেখযোগ্য তথ্য:
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফরাসি
-
OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫
উৎস:

0
Updated: 1 week ago
বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য?
Created: 1 day ago
A
১৩৬
B
১৩৭
C
১৩৮
D
১৩৯
• জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- সদস্য পদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- চীন বাংলাদেশের সদস্য পদ লাভের বিরুদ্ধে ভেটো দেয়।
- ১৯৭৯-৮০ ও ২০০০-০১ সালে মোট ২বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করে।
- ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়।
- মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
- বাংলাদেশ ১৯৮৮ সালে সর্বপ্রথম ইরাক-ইরান
(UNIIMOG) মিশনে অংশগ্রহণ করে।

0
Updated: 1 day ago
আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
বাগদাদ
B
কায়রো
C
জেদ্দা
D
আম্মান
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (আগস্ট, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (আগস্ট, ২০২৫)
তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago