According to the National Budget 2025-26, what is the tax-free income limit of a common person?
A
300000 BDT
B
350000 BDT
C
400000 BDT
D
450000 BDT
উত্তরের বিবরণ
করমুক্ত আয় সীমা হলো করযোগ্য আয়ের সীমা, যার মধ্যে ব্যক্তির আয় করমুক্ত থাকে।
-
সাধারণ ব্যক্তি: ৩,৫০,০০০ টাকা
-
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তি: ৪,০০,০০০ টাকা
-
প্রতিবন্ধী ব্যক্তি: ৪,৭৫,০০০ টাকা
-
গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা: ৫,০০,০০০ টাকা
-
তৃতীয় লিঙ্গের ব্যক্তি: ৪,৭৫,০০০ টাকা
উল্লেখ্য, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩,৭৫,০০০ টাকা।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
জাপান কত সালে পার্ল হারবারে আক্রমন করে?
Created: 2 months ago
A
১৯৪২ সালে
B
১৯৪১ সালে
C
১৯৪৩ সালে
D
১৯৪৯ সালে
পার্ল হারবার
-
১৯৪১ সালের ৭ ডিসেম্বর, জাপানি সাম্রাজ্য হাওয়াইয়ের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে।
-
এই আক্রমণের একটি প্রধান কারণ ছিল চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসসহ বিভিন্ন দেশে জাপানের আগ্রাসনের পর জাপানের ওপর আরোপিত আমেরিকান নিষেধাজ্ঞা।
-
পার্ল হারবারের আক্রমণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রবেশের সূচনা চিহ্নিত করে।
-
আক্রমণের কয়েক দিন পর হিটলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় সংঘাতে জড়িত করে।
-
যদিও হিটলারের যুক্তি পূর্ব ফ্রন্ট থেকে সম্পদ সরানোর ক্ষেত্রে অস্পষ্ট এবং সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান অনিশ্চিত অবস্থার কারণে এটি বিশেষভাবে যৌক্তিক ছিল না, তথাপি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ও প্রশান্ত মহাসাগরীয় উভয় যুদ্ধেই জড়িত হয়ে পড়ে।
উৎস: worldatlas.com
0
Updated: 2 months ago
Which of the following banks was the first to launch agent banking services in Bangladesh?
Created: 1 month ago
A
Pubali Bank PLC
B
Dutch-Bangla Bank PLC
C
Bank Asia PLC
D
City Bank PLC
এজেন্ট ব্যাংকিং হলো এমন একটি ব্যবস্থা, যেখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ব্যাংকের এজেন্ট হিসেবে প্রতিষ্ঠান বা সংস্থা জনগণকে ব্যাংকিং সেবা প্রদান করে। এভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সাশ্রয়ী মূল্যে ব্যাংকিং সুবিধা পায়।
-
বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য নীতিমালা জারি করে।
-
২০১৪ সালের ১৭ জানুয়ারি, ব্যাংক এশিয়া পিএলসি আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে।
-
এ কারণেই ১৭ জানুয়ারি এজেন্ট ব্যাংকিং দিবস হিসেবে পরিচিত।
-
-
মুন্সীগঞ্জ জেলার জৈনসার ইউনিয়নে প্রথম এজেন্ট আউটলেট খোলা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ব্রাজিলে বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা কোন সনে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
১২৭৬ সনে
B
১৩৭৬ সনে
C
১১৭৬ সনে
D
১১৭০ সনে
ছিয়াত্তরের মন্বন্তর ছিল ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় সংঘটিত এক ভয়াবহ দুর্ভিক্ষ, যা ইতিহাসে জনসংখ্যার বিপর্যয় ও উপনিবেশিক শোষণের উদাহরণ হিসেবে স্মরণীয়। এই দুর্ভিক্ষে জনজীবন ও অর্থনৈতিক ব্যবস্থা চরমভাবে ধ্বংসপ্রাপ্ত হয়।
-
১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দে) গ্রীষ্মকালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।
-
এটি ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
-
কোম্পানির মুর্শিদাবাদের প্রতিনিধি রিচার্ড বেচারের ভাষায়, “দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করছে, তা গুজব নয়, অতিসত্য।”
-
এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মারা যায়।
-
ইংরেজ সরকার বাংলার জনগণকে এই বিপর্যয় থেকে রক্ষার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
-
বরং ১৭৬৫-৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাৎসরিক রাজস্ব আদায় দুর্ভিক্ষের সময়ও প্রায় আগের পর্যায়ের সমান ছিল।
-
এর ফলে চরম শোষণ ও নির্যাতনের ফলে বাংলার মানুষ হত দরিদ্র ও অসহায় হয়ে পড়ে।
0
Updated: 1 month ago