According to the National Budget 2025-26, what is the GDP growth rate?
A
4.2%
B
5.5%
C
6.1%
D
7.2%
উত্তরের বিবরণ
জাতীয় বাজেট ২০২৫-২৬ হলো বাংলাদেশের ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম) এবং এর শিরোনাম ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’। বাজেট ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা) উত্থাপন করেন। এটি ২ জুন, ২০২৫ উত্থাপিত হয়, ২২ জুন, ২০২৫ অনুমোদিত হয় এবং ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়।
-
জিডিপির আকার: ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
বাজেটের আকার: ৭,৯০,০০০ কোটি টাকা
-
অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা
-
অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য রয়েছে?
Created: 1 week ago
A
পশ্চিমবঙ্গ ও মিজোরাম
B
ত্রিপুরা ও মিজোরাম
C
মেঘালয় ও আসাম
D
আসাম ও ত্রিপুরা
বাংলাদেশের সীমানা:
- বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪,৭১১ কিলোমিটার।
- এর মধ্যে ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার।
- বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার
- বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য;
- পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার;
- দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে হাড়িয়াভাঙ্গা নদী এবং দক্ষিণ-পূর্বে নাফ নদী ভারত ও মিয়ানমারের সীমানায় অবস্থিত।

0
Updated: 1 week ago
B-2 Spirit কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
Created: 1 hour ago
A
জার্মানি
B
যুক্তরাষ্ট্র
C
ফ্রান্স
D
যুক্তরাজ্য
বি-২ স্পিরিট (B-2 Spirit) বিমানের পূর্ণ নাম হলো Northrop Grumman B-2 Spirit। এটি একটি স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার (Stealth strategic bomber)।
-
প্রথম উড্ডয়ন: ১৭ জুলাই ১৯৮৯
-
সেবা গ্রহণ: ১৯৯৩ সালে মার্কিন বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত
-
নির্মাতা: Northrop Grumman
-
নির্মাণকারী দেশ: যুক্তরাষ্ট্র
-
প্রধান ব্যবহার: গভীর শত্রু অঞ্চলে প্রবেশ করে নিখুঁত বোমা হামলা চালানো
-
বিশেষ বৈশিষ্ট্য: "Flying wing" ডিজাইন এবং রাডার-চালিত অদৃশ্যতা
উৎস:

0
Updated: 1 hour ago
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়?
Created: 1 day ago
A
প্যারিস চুক্তি
B
মাসট্রিট চুক্তি
C
জেনেভা কনভেনশন
D
রোম চুক্তি
• ইউরোপীয় ইউনিয়ন
(EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ ম্যাসট্রিচট চুক্তি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান চেয়ারম্যান উরসুলা ভন ডার লিয়েন( জার্মানি)।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
- সর্বশেষ - ক্রোয়েশিয়া (২০১৩ সালে)।
- ক্রোয়েশিয়া শেনজেন এবং ইউরো মুদ্রা গ্রহন করে ১ জানুয়ারি, ২০২৩ সালে।

0
Updated: 1 day ago